07/05/2025
একটা পুরনো শহর
বুকে নিয়ে হেঁটে এলাম দীর্ঘ পথ ,
আমার তবু পথ ফুরালো না !
সহস্র বছর বিষাদের আয়ু নিয়ে —
মানুষের ভেতর ছুটে যেতে যেতে
পেড়িয়ে এলাম পৃথিবীর তন্দ্রাচ্ছন্ন শরীর ;
আমার তবু মানুষ চেনা হলো না ।
লেখা- মোমেন সরকার সানি