কুড়ানো মানিক

কুড়ানো মানিক দ্বীনের প্রচার ও প্রসারের মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে কুড়ানো মানিক পেইজ পথচলা শুরু করেছে।

28/10/2025

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলতেন, “লা বাসা ত্বহুর ইনশাআল্লাহ্” (চিন্তার কোন কারণ নেই আল্লাহ্ চাহেতো পাপ মোচন হবে)।

(বুখারী ৫৬৬২)
#হাদীস

15/10/2025

খোলা চিঠি:
প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ।

মাননীয় প্রধান উপদেষ্টা সমীপে.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: *দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম বিষয়ে শতভাগ শিক্ষক নিয়োগ নিশ্চিত করণ প্রসঙ্গে।*

মহাত্নন, বিনম্র শ্রদ্ধার সাথে উল্লেখিত বিষয়ে আপনার একান্ত সুদৃষ্টি কামনা করছি যে, বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা" বিষয়টি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকলেও দেশের অনেক স্কুলেই ইসলাম ধর্মের শিক্ষক না থাকায় ধর্মীয় ও নৈতিক বিষয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাঠপর্যায়ে বিভিন্ন জেলায় লক্ষ্য করা যাচ্ছে- ইসলাম শিক্ষা বিষয়টি অনেক ক্ষেত্রে এমন শিক্ষকের দ্বারা পাঠদান করানো হচ্ছে যিনি ধর্মীয় বিষয়ে নিতান্তই অনভিজ্ঞ বা নন মুসলিম। ফলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা ইসলামের মৌলিক শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ঘাটতি আশংকাজনক ভাবে পরিলক্ষিত হচ্ছে যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সুরক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই মিডিয়ার অপব্যবহারের ফলে নৈতিক স্খলন ও অপসংস্কৃতির অপরিনামদর্শী বাস্তবতায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে দেশের সকল পাঠশালায় ইসলাম ধর্ম বিষয়ে যথাযথ জ্ঞানসম্পন্ন, দক্ষ ও উপযুক্ত আলেম/ ধর্ম শিক্ষক নিয়োগ শতভাগ নিশ্চিত করা বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে।

আমি এ দেশের একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি- একটি শিক্ষিত, উন্নত ও নৈতিক মূল্যবোধে বলিয়ান আত্নমর্যাদা সম্পন্ন জাতি গঠনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করলে একদিকে যেমন আমাদের দেশের ধর্মীয় ও সামাজিক শান্তি ও নিরাপত্তার উত্তরোত্তর উন্নতি ঘটবে, ভবিষ্যৎ সুনাগরিক গড়ে উঠবে অন্যদিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত অসংখ্য দক্ষ ও অভিজ্ঞ আলেমদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের বেকারত্বের হারও অনেকাংশে কমে আসবে।

অতএব, মহোদয়ের নিকট দেশের আপামরজনসাধারণ ও সংখ্যাগরিষ্ঠ দ্বীনদার জনগণের পক্ষ থেকে বিনীত অনুরোধ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে ভবিষ্যৎ সুনাগরিক তৈরির মানসে জরুরি ভিত্তিতে দেশের সকল পাঠশালায় শতভাগ ইসলাম শিক্ষা বিষয়ে দক্ষ ও উপযুক্ত দ্বীনদার শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে একান্ত মর্জি হয়।

বিনীত,
দেশের সকল দ্বীনদার নাগরিক ও সচেতন দেশপ্রেমিকদের পক্ষে -
মোঃ আব্দুছ ছালাম সিদ্দিকী।
ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা।
বাংলাদেশ সেনাবাহিনী।
তারিখ : ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি।

15/10/2025

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে।
(ই.ফা. ৪০২৫, ই.সে. ৪০২৪)

#হাদীস

12/10/2025

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : মাসজিদুল হারামে সালাত আদায়ে অন্য যে কোন মাসজিদে সালাতের চেয়ে একলক্ষ গুণ বেশি ফাযীলাত রয়েছে।

09/10/2025

মুসলিম নেকীর আশায় যা কিছু তার পরিবারবর্গের জন্য ব্যয় করে’ তা সবই তার জন্য সাদক্বায় পরিণত হয়। (মুসলিম ২৩২২)

#হাদীস

08/10/2025

রাসূলুল্লাহ বলেছেন।

'অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে, যাতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।"

সুনান... আত-তিরমিযীঃ ২৩৯৮।

🚭 সিগারেট–মাদক: ধোঁয়ার আড়ালে নিঃশেষ জীবন।আমরা অনেকেই ভাবি—“একটা বিড়ি, একটা সিগারেট, এতে আর কী হবে?”কিন্তু জানেন কি❓এই ছো...
25/09/2025

🚭 সিগারেট–মাদক: ধোঁয়ার আড়ালে নিঃশেষ জীবন।

আমরা অনেকেই ভাবি—
“একটা বিড়ি, একটা সিগারেট, এতে আর কী হবে?”
কিন্তু জানেন কি❓
এই ছোট্ট আগুনের কাঠিটিই ধীরে ধীরে আমাদের দেহকে ক্ষয়ে ফেলে, পরিবারকে কাঁদায়, আর আখেরাতের জন্য গুনাহের পুঁজি বানায়।

🔹 আল্লাহ তায়ালা বলেছেন:
“তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান।”
(সুরা নিসা ৪:২৯)

🔹 রাসূল ﷺ বলেছেন:
“ক্ষতি করা এবং ক্ষতির প্রতিদান দেওয়া দুটোই নিষিদ্ধ।”
(ইবনে মাজাহ)

সিগারেট, বিড়ি, তামাক, জর্দা—এসব আমাদের শরীরকে ধ্বংস করছে, নামাজের রুহ নষ্ট করছে, পরিবারের সুখ কেড়ে নিচ্ছে।
আর মাদক—অ্যালকোহল, গাঁজা, ইয়াবা, হেরোইন—এসব তো সরাসরি জাহান্নামের রাস্তা।

👉 মনে রাখুন, যা আমাদের সাময়িক স্বস্তি দেয়, তা-ই হয়তো আখেরাতের জন্য চিরস্থায়ী আজাবের কারণ হয়ে যাবে।

আসুন, আজই প্রতিজ্ঞা করি
নিজেকে, পরিবারকে, সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাই।
সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, মাদক—সবকিছু থেকে দূরে থাকি।

🌸 কারণ আমাদের জীবন আল্লাহর দেওয়া একটি অমানত।
এ অমানত নষ্ট করার নাম স্বাধীনতা নয়, বরং অন্যায়।

রিজিককে সম্মান করো। আল্লাহ তা‘আলা প্রত্যেক বান্দাকে নির্দিষ্ট পরিমাণে রিজিক দিয়েছেন। কোরআনে ইরশাদ হচ্ছে।“আল্লাহই রিজিকদ...
24/09/2025

রিজিককে সম্মান করো।

আল্লাহ তা‘আলা প্রত্যেক বান্দাকে নির্দিষ্ট পরিমাণে রিজিক দিয়েছেন। কোরআনে ইরশাদ হচ্ছে।

“আল্লাহই রিজিকদাতা, পরাক্রমশালী ও শক্তিধর।”
(সূরা আয-যারিয়াত ৫১:৫৮)

রিজিক শুধু টাকা-পয়সা বা খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সুস্বাস্থ্য, ভালো পরিবার, নেক সন্তান, ইজ্জত, চাকরি, ব্যবসা, মানসিক শান্তি—সবকিছুই আল্লাহর দেয়া রিজিকের অন্তর্ভুক্ত।

🔹 কিন্তু মানুষ যখন এই রিজিককে সম্মান করতে জানে না, তখন সেই রিজিক ধীরে ধীরে দূরে সরে যায়। যেমন:

১. সুস্বাস্থ্য: যদি আমরা শরীরকে আল্লাহর ইবাদতের পরিবর্তে হারাম কাজে ব্যয় করি, অসংযমী জীবনযাপন করি, তবে সুস্বাস্থ্য নামক রিজিক হারিয়ে যায়।
হাদিসে এসেছে:

দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়—সুস্বাস্থ্য ও অবসর সময়।”
(বুখারী, হাদিস ৬৪১২)

২. চাকরি বা ব্যবসা: চাকরি বা ব্যবসায় যদি আমরা ঘুষ, প্রতারণা, অসততা করি, তবে সেই বরকত মুছে যায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

৩.যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।”
(মুসলিম, হাদিস ১০১)

৩. সম্পদ: অপচয়, অহংকার বা গুনাহে ব্যবহার করলে অর্থের বরকত চলে যায়।
কোরআনে বলা হয়েছে:

৪.অপচয়কারীরা তো শয়তানের ভাই।”
(সূরা বনি ইসরাঈল ১৭:২৭)

৪. ইজ্জত ও সময়: যদি আল্লাহর ইবাদতে ব্যয় না হয়, মানুষকে কষ্ট দেওয়াতে ব্যবহার হয়, তবে এই রিজিকও হারিয়ে যায়।

✨ রিজিককে সম্মান করার উপায়:

হালাল উপার্জন করা ও হারাম থেকে বাঁচা।

আল্লাহর দেয়া নিয়ামতের শোকর আদায় করা।

দান-সদকা করা।
নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
যে ব্যক্তি আল্লাহর দেয়া রিজিকের শোকর আদায় করে, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে এবং তার রিজিক বাড়ানো হয়।”
(তিরমিযী, হাদিস ২৫১১)

তাই রিজিককে ছোট করে দেখা নয়, বরং আল্লাহর নিয়ামত ভেবে সম্মান করা উচিত। যে রিজিককে সম্মান করবে, আল্লাহ তার জন্য আরও বরকতময় রিজিকের দরজা খুলে দেবেন, ইনশাআল্লাহ।


21/09/2025

মানুষের মুখমণ্ডল আল্লাহর নিজ হাতে গড়া এক অনন্য সৃষ্টি। আল্লাহ্ তাআলা কুরআনে বলেছেন,
“আমি মানুষকে সুন্দরতম রূপে সৃষ্টি করেছি।” (সূরা আত-তীন: ৪)

মানুষকে আল্লাহ অনেক যত্নে সৃষ্টি করেছেন, তাই কারো মুখ, রূপ বা আকার নিয়ে উপহাস করা ইসলামে কঠোরভাবে নিষেধ। শুধু মানুষ নয়, কোনো প্রাণীকেও বিনা কারণে কষ্ট দেওয়া আল্লাহর কাছে গুনাহ।

আসুন আমরা একে অপরের প্রতি দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করি। 🤲✨
কারণ, দুনিয়াতে দয়া দেখালে আল্লাহ পরকালে আমাদের উপর দয়া করবেন।

#দয়া

20/09/2025

جَزَاكَ ٱللّٰهُ خَيْرًا
(জাযাকাল্লাহু খাইরান)

এর অর্থ:
➡ “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।”

🔹 যখন কেউ কোনো উপকার করে, সাহায্য করে বা ভালো কিছু করে, তখন আমরা সাধারণত “ধন্যবাদ” বলি। কিন্তু এর চেয়ে উত্তম হলো বলা “জাযাকাল্লাহু খাইরান”।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি তার ভাইকে বলে: জাযাকাল্লাহু খাইরান, তবে সে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।”
(তিরমিজি, হাদিস: ২০৩৫)

✨ তাই চলুন আমরা মুখে শুধু ধন্যবাদ নয়, আল্লাহর কাছে দোয়া করে কৃতজ্ঞতা প্রকাশ করি।

#কুরআনওহাদিস

19/09/2025

আজ শুক্রবার ✨
মুসলমানদের সাপ্তাহিক সেরা দিন।
এ দিনে দোয়া কবুল হয়, রহমত নাজিল হয়, আর জুমআ নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়।

আসুন, সূরা কাহফ পড়ি, বেশি বেশি দরুদ পড়ি এবং দোয়া করি।
🌸 জুমআ মোবারক 🌸

Big thanks to Anamul Hoquefor all your support! Congrats for being top fans on a streak 🔥!
18/09/2025

Big thanks to Anamul Hoque

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Address

SHAHIN KHAN. BTCL Colony , Road No 5 Banani Dhaka
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when কুড়ানো মানিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category