SEOADMarketing

SEOADMarketing Discover The Secret Services
For Having Your Success
seoadmarketing.com

Vinicious কি আজ Ballon D’or জিতবে? Vinicius Jr আজ Ballon d'Or জিতলে আগামী ১০ দিন আমার কোর্স ফি মাত্র ৫০০০ টাকা 😃For All ...
28/10/2024

Vinicious কি আজ Ballon D’or জিতবে?

Vinicius Jr আজ Ballon d'Or জিতলে আগামী ১০ দিন আমার কোর্স ফি মাত্র ৫০০০ টাকা 😃

For All Fans 🤗

আপনার জন্য একটি বিশেষ সুযোগ!"কোর্সটি কাদের জন্য?" - এই প্রশ্নের উত্তর হলো: সবার জন্য!আপনি যদি -‣ চাকরিজীবী হয়েও আর্থিক ...
24/10/2024

আপনার জন্য একটি বিশেষ সুযোগ!

"কোর্সটি কাদের জন্য?" - এই প্রশ্নের উত্তর হলো: সবার জন্য!

আপনি যদি -

‣ চাকরিজীবী হয়েও আর্থিক সংকটে ভুগছেন
‣ গৃহবধূ হয়ে নিজের কিছু করার ইচ্ছা পোষণ করেন
‣ বেকার হয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত
‣ ধনী পরিবারের সন্তান হয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চান
‣ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়ে আর্থিক স্বাবলম্বী হতে চান
তাহলে এই কোর্সটি ঠিক আপনার জন্যই!

কেন এই কোর্সটি করবেন?

‣ দক্ষতা অর্জন: এই কোর্স শেষে আপনি একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন।
‣ ক্যারিয়ার গঠন: আপনি নিজের ক্যারিয়ার নিজেই গড়তে পারবেন।
‣ আর্থিক স্বাবলম্বীতা: আপনার নিজস্ব আয়ের উৎস তৈরি করতে পারবেন।
‣ স্বাধীনতা: আপনি নিজের জীবন নিজেই পরিচালনা করতে পারবেন।
বিশেষ অফার:

আগামী এক মাসের জন্য কোর্স ফি মাত্র ৬০০০ টাকা (রেগুলার ফি ১৫০০০ টাকা)। এই সুযোগটি হাতছাড়া করবেন না!

‣ আপনার ভবিষ্যৎ আপনার হাতে!

আজই এই সুযোগ কাজে লাগান।

গতকাল থেকে অনেকেই কোর্স এ এনরোল করার জন্য মেসেজ এবং কল দিচ্ছিলেন। আপনারা প্রত্যেকেই আরো ডিস্কাউন্ট চেয়েছিলেন। আমিও চাই আ...
23/10/2024

গতকাল থেকে অনেকেই কোর্স এ এনরোল করার জন্য মেসেজ এবং কল দিচ্ছিলেন। আপনারা প্রত্যেকেই আরো ডিস্কাউন্ট চেয়েছিলেন। আমিও চাই আপনারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই নতুন একটা স্কিলে দক্ষ হয়ে ২০২৫ সালে একটা ইনকাম সোর্স বিল্ড করেন।

তাই, সকলের সুবিধার কথা মাথায় রেখে, আগামী এক মাসের জন্য কোর্স ফি ১৫,০০০ টাকার পরিবর্তে মাত্র ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী এক মাসের জন্য কোর্স ফি : ৬০০০ টাকা (মাত্র) 💎💎
রেগুলার কোর্স ফি : ১৫০০০ টাকা

এরপরেও যদি কেউ এই সুযোগটি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার জন্য সমবেদনা, দোয়া এবং শুভকামনা রইলো।

Message or Call For More Details 🤝

Visit Our Website : Check Fisrt Comment 📝✍

➡ ক্যারিয়ার & ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং প্রতিমাসে ৫০,০০০ টাকা ইনকাম এর উপায়আপনার প্রশ্ন : এই কোর্সটা আসলে কি নিয়ে বা ...
18/10/2024

➡ ক্যারিয়ার & ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং প্রতিমাসে ৫০,০০০ টাকা ইনকাম এর উপায়

আপনার প্রশ্ন : এই কোর্সটা আসলে কি নিয়ে বা শপিফাইটা আসলে কি?
আমাদের রেসপন্স : একটা ইকমার্স ওয়েবসাইট ডিজাইন করা বা ইকমার্স বিজনেস সহজে বিল্ড করার একটি প্লাটফর্ম হলো শপিফাই।

এটা শুনলেই আপনারা বলেন, ওরে বাপরে, এত কঠিন জিনিস, কোডিং ডিজাইনিং এসবেও এক্সপার্ট হওয়া লাগবে।

না, আসলে ব্যাপারটা তা নয়। শপিফাই দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপস, যেটাকে আমি বলি, কপি পেস্ট এর মাধ্যমে বিশ্বের বেস্ট ইকমার্স বিজনেস ওয়েবসাইট ডিজাইন করা যায়।
আসলে, শপিফাই অনেক বেশি সহজ হওয়ার কারনেই সারা বিশ্বব্যাপী শপিফাই এর এত ডিমান্ড। .

আপনার প্রশ্ন : এই কোর্স করে আমার লাভ কি?
আমাদের রেসপন্স : এই কোর্স করলে আপনার কোন লস নেই, পুরোটাই লাভ।
কিভাবে?
১। ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন (ভুলে যাবেননা, রিযিক আল্লাহ'র হাতে, আপনি পরিশ্রম করে দক্ষ হতে হবে)
২। এই একটি কোর্স করে আপনি অনেক গুলো স্কিলে স্কিল্ড হতে পারবেন।
* শপিফাই স্টোর ডিজাইনার ((Shopify Store Designer)
* শপিফাই এসইও এক্সপার্ট ((Shopify SEO Expert)
* প্রোডাক্ট লিস্টিং এক্সপার্ট (Product Listing Expert)
* প্রিন্ট অন ডিমান্ড এক্সপার্ট ( Print On Demand Expert)
* ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইনার (One Product Store Deaigner)
* ড্রপশিপার (Dropshipper)
* ড্রপশিপিং এক্সপার্ট (Dropshipping Expert )

৩। একটি সুন্দর ক্যারিয়ার বিল্ড করতে পারবেন
৪। যদি এই কোর্স টিকে আপনি ব্যাবসায়িদের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে, স্বল্প ব্যয়ে অধিক লাভ করতে পারবেন।
৫। অল্প পরিশ্রমে বেশি টাকা আয় করার সুযোগ, যা স্মার্ট মানুষেরা করে থাকে।

কোর্সটি কাদের জন্য?
এই কোর্সটি সকলের জন্য। যে কেউ এনরোল korte পারবে। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেই নিজের ক্যারিয়ার গড়তে পারবে। এরপরেও স্পেসিফিক করে কিছু বলছি :
১। আপনি হয়তো চাকরি করেন কিন্তু চাকরির বেতন দিয়ে আপনার পোষায়না। তাহলে আপনি এই কোর্সটি করে একটা দক্ষতা অর্জন করে ক্ল্যায়েন্ট হান্টিং এ লেগে পড়ুন। ইনশাহাল্লাহ, আপনার চাহিদা পূরণ করতে পারবেন।
২। অনেক মেয়ে আছে যাদের বিয়ে হয়েছে, সংসার সামলানোর পাশাপাশি করে বসেই কিছু একটা করতে চান। এই কোর্সটা তাদের জন্য। যদি মাসের একটা প্রজেক্টও কমপ্লিট করতে পারেন, ইনশাহাল্লাহ আপনি হ্যাপি হয়ে যাবেন।
৩। যারা বেকার ঘুরছে এই কোর্সটা তাদের জন্য।
৪। যাদের বাপের প্রচুর টাকা, কিন্তু সন্তান কিছুই করতে পারছেনা, এই কোর্সটা তাদের জন্য।
৫। যাদের বাপের কম টাকা, কিন্তু সংসারের কেউ একজন একটা সেক্টরে স্কিল্ড হয়ে একটা ইনকাম সোর্স বের করতে চান, এই কোর্স তাদের জন্য।

একচুয়েলি, যেকোন স্কিলে স্কিল্ড হতে পারলে আপনার একটা ইনকাম সোর্স হবে। যা আপনার বর্তমান, ভবিষ্যত এর জন্য মেইন। তাই, আমার এই কোর্সটা সকলের জন্য। স্কিল্ড হওন, আপনার ক্যারিয়ার আপনিই বিল্ড করুন।

কোর্স রিকুয়ারমেন্টস :
১। আপনার সদিচ্ছা
২। কম্পিউটার (ল্যাপটপ অথবা ডেস্কটপ - যেকোন মডেলের হলেই হবে)
৩। ইন্টারনেট

কোর্স ফি :
আমার এই কোর্সের ফি ১৫,০০০ টাকা। এখন ৫০% ডিস্কাউন্ট দিয়ে কোর্স ফি ৭,৫০০ টাকা।

আপনার কোর্সটিই কেন নিবো অন্যদেরটা না নিয়ে?
আপনি যেখান থেকেই কোর্স নেননা কেনো, আপনাকেই শিখতে হবে, দক্ষ হতে হবে, তাইনা?

শুধু পার্থক্য হলো ২ টা :
১। আমরা যারা শেখাই তাদের প্রত্যেকের শেখানোর স্টাইলটা ভিন্ন। যার শেখানোর স্টাইল আপনার কাছে সহজ মনে হবে, আপনি বুঝতে পারবেন, তার কোর্সটা কিনবেন। আমার কোর্স কিনতে হবে তা আমি বলছিনা।
২। আমি এই সেক্টরে কাজ করি, এটাই আমার পেশা। কোর্স বিক্রি করা আমার পেশা নয়। আপনি বুদ্ধিমান-বুদ্ধিমতী হলে তার কোর্স থেকেই শিখতে চাইবেন, যার পেশাই এটা। প্র্যাকটিক্যালি যে এই কাজ করেই ক্যারিয়ার বিল্ড করেছে, তাইনা?

আমার দ্বারা আপনার উপকার হলে আপনি যেমন খুশি হবেন, আমিও খুশি হবো, আর সৃষ্টিকর্তাও খুশি হবেন।

আপনাকে স্বাগতম।

🌍 Celebrating Happy International Freelancers Day! 🌍As a proud freelancer from Bangladesh 🇧🇩, I'm embracing the opportun...
18/10/2024

🌍 Celebrating Happy International Freelancers Day! 🌍

As a proud freelancer from Bangladesh 🇧🇩, I'm embracing the opportunity to work with clients worldwide while contributing to the dynamic growth of our freelance economy. 🌟

Freelancing offers creativity, learning, and financial independence—challenges included. But it's the journey that makes it all worthwhile. 💼💡

Here's to all the freelancers who push boundaries, chase their dreams, and prove success knows no borders! 🚀



Photo Generated From Fiverr

🥇Happy International Freelancers Day🥇Thanks Fiverr ❤
18/10/2024

🥇Happy International Freelancers Day🥇

Thanks Fiverr ❤

➡ "ক্যারিয়ার & ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং ৫০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম এর উপায়"যারা অনেকদিন ধরে কাজ শেখার জন্য ইনবক্সে...
30/09/2024

➡ "ক্যারিয়ার & ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং ৫০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম এর উপায়"

যারা অনেকদিন ধরে কাজ শেখার জন্য ইনবক্সে মেসেজ আর কল দিয়ে যাচ্ছেন, আপনারা এখন প্রস্তুত হতে পারেন।

October 2024 এর ২০ তারিখের দিকে আমার একটা কোর্স আসতে চলেছে।

" ক্যারিয়ার & ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং ৫০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম এর উপায়"

এই কোর্সটিতে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এর উপর প্র‍্যাক্টিক্যাল অভিজ্ঞতার আলোকে একটি Lesson থাকবে। 🥰

We Are HIRING.....💌 EMAIL  MARKETING MANAGERJob Type :  Work From Home/Remote JobSalary : 10,000+ TakaWeekly Report Subm...
25/01/2024

We Are HIRING.....
💌 EMAIL MARKETING MANAGER

Job Type : Work From Home/Remote Job
Salary : 10,000+ Taka
Weekly Report Submit - Main Task

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when SEOADMarketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEOADMarketing:

Share