31/12/2025
মহা তারকার প্রস্থান। সুদীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে রাজনৈতিক জীবনে নিজের কর্মকাণ্ডে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন।
বাংলাদেশের মানুষের মণিকোঠায় যিনি নির্দ্বিধায় বসে গিয়েছিলে,গণমানুষের আপোষহীন নেত্রী ও এদেশের মানুষের দুর্দিনের কান্ডারী সবাইকে কাঁদিয়ে নিরবে,নিভৃতে চলেন গেলেন অনন্ত-মহাকালের যাত্রায়।আমাদের মাঝে রেখে গেলেন তার নির্লোভ, নিরহংকার ও অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়তার প্রতিক,বিনিময়ে নিয়ে গেলেন লাখো-কোটি মানুষের ভালোবাসা। তিনি এ সম্মান পাওয়ার যোগ্যও বটে। পবিত্র কোরআন এ সুরা আল-ইমরান এর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি,আর যাকে ইচ্ছা তাকে অপদস্ত করি। সম্মান এমনি এমনি আসে না,নিজের আখলাক ও নসিব বা তকদিরে থাকতে হয়।তাকে তার প্রতিদ্বন্দ্বী যে পরিমাণ লাঞ্চিত ও বঞ্চিত করেছেন,তাতে তিনি বিচলিত না হয়ে আল্লাহর উপর অবিচল ধৈর্যের পরিচয় দিয়ে সবকিছুই নিরবে সয়েছেন,তার প্রতিদান আল্লাহ তাকে নিজেই দিয়েছেন। নতুনরা যারা রাজনীতিতে অভিষিক্ত হচ্ছে তাদের অনেক কিছুই শেখার আছে, তাদের জন্য অনুস্বরণীয় বা অনুকরণীয় আদর্শের নাম হতে পারেন বেগম খালেদা জিয়া।