Thoughts of Kabir

Thoughts of Kabir For Entertainment

তুই কেনই বা এত ঝামেলা করস আর দুদিন পর কোন স্বার্থেই বা ঝামেলা মিটমাট করস,সব স্বার্থ তাইনা। নাইলে তুই ভন্ড কখনো ত সম্পর্ক...
20/12/2023

তুই কেনই বা এত ঝামেলা করস আর দুদিন পর কোন স্বার্থেই বা ঝামেলা মিটমাট করস,সব স্বার্থ তাইনা। নাইলে তুই ভন্ড কখনো ত সম্পর্ক ঠিক করার মানুষ না।মাসী ভাল হইয়া যা,কখন যে পাবলিকের তুপে পরবি রাস্তাঘাটে, সেদিন আর মুখ দেখাতে পারবিনা।

আমি ভন্ড মাসীর অত্যাচার আর নিতে পারছিনা, কেউ ওরে থামাও প্লিজ।।

আশাকরি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল।
ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি।
তাপস ভাইয়া ও মুন্নি ভাবী প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি।

মুন্নি ভাবীর কাছে আমার অনুরোধ
আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন,ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন ।

সকলের অবগতির জন্য জানাচ্ছি ,
মুন্নি ভাবীর সঙ্গে আমার কোন অভিযোগ বা মনমালিন্য ছিলনা এবং এখনও নেই ।
আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি।

আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।

প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না ।
দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই।

কিছুদিন পরেই নতুন বছর আসছে ,আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।

- Apu Biswas

08/10/2023
15/09/2023

❤️আলহামদুলিল্লাহ ❤️Best of Luck ❤️
Ayman Sadiq
Ayman Sadik Fans Club Munzereen Shahid
Munjerin shahid spoken english course

14/09/2023

বাচ্ছাটাকে যেভাবে উদ্ধার করা হলো😱

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share