মাছরাঙা প্রকাশন

মাছরাঙা প্রকাশন সৃজনে… মননে…
(1)

বাংলা একাডেমি গবেষণা-বৃত্তির জন্য প্রবন্ধ-প্রস্তাব আহ্বান
26/06/2025

বাংলা একাডেমি গবেষণা-বৃত্তির জন্য প্রবন্ধ-প্রস্তাব আহ্বান

অভিনন্দন বানু মুশতাক !আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতের কান্নাড়া ভাষাভাষীর লেখক বানু মুশতাক। ২০ মে লন্ডনের টেট মড...
21/05/2025

অভিনন্দন বানু মুশতাক !

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতের কান্নাড়া ভাষাভাষীর লেখক বানু মুশতাক। ২০ মে লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’–এর জন্য এ পুরস্কার পেলেন ৭৭ বছর বয়সী এ লেখক। এর সঙ্গে ইতিহাসেও ঠাঁই করে নিলেন তিনি। এই প্রথম কন্নড় ভাষায় লেখা কোনো বই এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেল।

বানু মুশতাকের ‘হার্ট ল্যাম্প’ কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। তাই পুরস্কারের অর্থমূল্য ৬৭ হাজার ডলার অনুবাদক দীপা ভাস্তির সঙ্গে তিনি সমান ভাগ করে নেবেন বানু মুশতাক।
‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলন করেছেন দীপা ভাস্তি। গল্পগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে এসব গল্পে।

বানু মুশতাক ভারতের দক্ষিণ-পশ্চিমের কর্ণাটক রাজ্যে বসবাস করেন। তিনি শুধু লেখালেখিই করেন না, একজন আইনজীবী ও অধিকারকর্মী তিনি। নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা ও বৈষম্যবিরোধী আইনি লড়াই তার দৈনন্দিন কাজের অংশ।

বই প্রকাশের ক্ষেত্রে একটা বড় ভুল হলো- মেলার জন্য অপেক্ষা করা। ফলে, অল্প সময়ে অনেকগুলো বই বের হয় বিধায় বইয়ের বাঁধাই পাঁকা...
01/05/2025

বই প্রকাশের ক্ষেত্রে একটা বড় ভুল হলো- মেলার জন্য অপেক্ষা করা। ফলে, অল্প সময়ে অনেকগুলো বই বের হয় বিধায় বইয়ের বাঁধাই পাঁকাপোক্ত হয় না, নির্ভুল ভাবে প্রুফ দেখা যায় না। বই থাকে নড়বড়ে এবং ভুলে ভর্তি। প্রচারণার ক্ষেত্রেও এক ধরণের বিপত্তি দেখা দেয়। বইয়ে বইয়ে অনলাইন সয়লাব থাকে বিধায় প্রচারণায় আলাদা কোনো বিশেষত্ব তৈরি করা সম্ভবপর হয় না। প্রচারণার জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যায় না। প্রকাশনার খরচটাও তুলনামূলক বেশি হয়।

সেজন্য যারা বই প্রকশের কথা ভাবছেন তাঁরা, মেলার অপেক্ষায় না থেকে পান্ডুলিপি প্রস্তুত করুন এবং পছন্দের প্রকাশনির সাথে যোগাযোগ করে বই প্রকাশের কাজ শুরু করুন।

মাছরাঙা থেকে বই বের করতে চাইলে বিজ্ঞাপনে প্রদত্ব নাম্বারে যোগাযোগ করে বই প্রকাশনার ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলী বিস্তারিত জেনে নিতে পারবেন।

বইমেলা ২০২৫ এ মাছরাঙা থেকে প্রকাশিত বইয়ের একাংশ। কুরিয়ারে যেকোনো বই পেতে অর্ডার করুন ইনবক্সে।
26/04/2025

বইমেলা ২০২৫ এ মাছরাঙা থেকে প্রকাশিত বইয়ের একাংশ। কুরিয়ারে যেকোনো বই পেতে অর্ডার করুন ইনবক্সে।

26/04/2025

বই প্রকাশের ক্ষেত্রে একটা বড় ভুল হলো- মেলার জন্য অপেক্ষা করা। ফলে, অল্প সময়ে অনেকগুলো বই বের হয় বিধায় বইয়ের বাঁধাই পাঁকাপোক্ত হয় না, নির্ভুল ভাবে প্রুফ দেখা যায় না। বই থাকে নড়বড়ে এবং ভুলে ভর্তি। প্রচারণার ক্ষেত্রেও এক ধরণের বিপত্তি দেখা দেয়। বইয়ে বইয়ে অনলাইন সয়লাব থাকে বিধায় প্রচারণায় আলাদা কোনো বিশেষত্ব তৈরি করা সম্ভবপর হয় না। প্রচারণার জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যায় না। প্রকাশনার খরচটাও তুলনামূলক বেশি হয়।

সেজন্য যারা বই প্রকশের কথা ভাবছেন তাঁরা, মেলার অপেক্ষায় না থেকে পান্ডুলিপি প্রস্তুত করুন এবং প্রকাশনির সাথে যোগাযোগ করে বই প্রকাশের কাজ শুরু করুন।

সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩২

মাছরাঙা প্রকাশন বছরজুড়ে সেরা বইhttp://machrangaa.com
15/03/2025

মাছরাঙা প্রকাশন বছরজুড়ে সেরা বই

http://machrangaa.com

12/03/2025

সম্প্রতি এই ঘটনার পর আবার আলোচনায় এসেছে "টাইম মেশিন" এ পরিভ্রমণের থিয়োরি। এইচ জি ওয়েলস প্রথমবার টাইম মেশিনে করে ভবিষ্যত ও অতীতে পরিভ্রমণের কথা বলেছিলেন। তাঁর রচিত "টাইম মেশিন" বইটি পাওয়া যাচ্ছে মাছরাঙায়। বইটি পেতে অর্ডার করুন। 01714911426 (what's app)

ফারহানা ফ্লোরার জনপ্রিয় উপন্যাস "ব্যঞ্জনবর্ণের সীমাবদ্ধতা"। ২০২৪ বইমেলায় প্রকাশিত এ বইটির দ্বিতীয় মুদ্রণ বের হলো এবার। দ...
11/03/2025

ফারহানা ফ্লোরার জনপ্রিয় উপন্যাস "ব্যঞ্জনবর্ণের সীমাবদ্ধতা"। ২০২৪ বইমেলায় প্রকাশিত এ বইটির দ্বিতীয় মুদ্রণ বের হলো এবার।

দেশের যেকোনো স্থানে বইটি পেতে অর্ডার করুন- 01714911426 (What's app)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মাছরাঙা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাছরাঙা প্রকাশন:

Share

Category