মাছরাঙা প্রকাশন

মাছরাঙা প্রকাশন সৃজনে… মননে…
(1)

প্রকাশিত হলো "জাবের আহমদ" এর কবিতার বই "প্রত্যয়"বইটি পেতে চাইলে নক করুন ইনবক্সে।
30/10/2025

প্রকাশিত হলো "জাবের আহমদ" এর কবিতার বই "প্রত্যয়"

বইটি পেতে চাইলে নক করুন ইনবক্সে।

29/10/2025
18/10/2025

লে খ ক–শি ল্পী স ম্মি ল ন ২০২৫
-----------------------------
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আবারও আয়োজিত হচ্ছে ‘লেখক-শিল্পী সম্মিলন’। নৌপথে এবারের ভ্রমণ এমভি শুভরাজ-৯ জাহাজযোগে ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মনপুরা।
-----------------------------
তারিখ : ১১ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতি-শুক্র-শনি)।
সদরঘাট থেকে যাত্রা শুরু ১১ ডিসেম্বর বিকেল ৪টায়, ১৩ ডিসেম্বর বিকাল ৪ টায় সদরঘাটে পৌঁছবো।
-----------------------------
এ আয়োজন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় লেখক-শিল্পী সম্মিলন ২০২৫ বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয় :
-----------------------------
আহ্বায়ক : পারভেজ হোসেন
যুগ্ম আহ্বায়ক : রায়হান রাইন, জাহানারা পারভীন, মনিরুল মোমেন

সদস্য সচিব : হাসান মাহমুদ

সমন্বয়ক : আবু সাঈদ তুলু, ফরিদ ছিফাতুল্লাহ, রকিব লিখন
-----------------------------
বিভাগীয় ও জেলা সমন্বয়ক:
মাহমুদ কামাল (টাঙ্গাইল), বকুল আশরাফ (ঢাকা), হেনরী স্বপন (বরিশাল), কামরুল বাহার আরিফ (রাজশাহী), নজমুল হেলাল (খুলনা), মনিরুল মনির (চট্টগ্রাম), মৃণাল কান্তি দাস (সিলেট)

সাকিল মাসুদ (রংপুর), এহসান হাবীব (ময়মনসিংহ),
বেনজীন খান (যশোর), রাজা সহিদুল আসলাম (ঠাকুরগাঁও),
ইসলাম রফিক (বগুড়া), শৈবাল আদিত্য (কুষ্টিয়া), নীলিমা আক্তার নীলা (বান্দরবান)
শামীম পাটওয়ারী (ফেনী), মুজাহিদ আহমদ (মৌলভীবাজার), মনিরুজ্জামান মিন্টু
(রাজবাড়ি), সীমান্ত হেলাল (ভোলা), মেহনাজ পারভীন (দিনাজপুর), নিলয় রফিক (কক্সবাজার)।
-----------------------------
সদস্য
আবদুর রাজ্জাক, সৈয়দ তারিক, বদরুল হায়দার, শাহরিয়ার জাহাঙ্গীর, মতিন রায়হান, শিবলী মোকতাদির, মঈনুল হাসান, গোলাম মোর্শেদ চন্দন, বাদল চৌধুরী, আহমেদ শিপলু, ফকির জসিম, রুমা মোদক, তারেক রেজা, মোক্তার হোসেন, রেজা হক, ইকবাল রাশেদীন, পারভীন শাহনাজ, কে. এম দুলাল, রিয়াজ উদ্দিন, সিরাজিয়া পারভেজ, বোরহান মাসুদ, রিপন আহসান ঋতু, মোসলেহ উদ্দিন তরুণ।
-----------------------------
বিস্তারিত কর্মসূচি এবং নিবন্ধন ফি পরে জানানো হবে।
অপেক্ষায় থাকুন।

এ ক টি লোক উ দ্যো গ

বই প্রকাশ মানেই কেবল ছাপার জন্য কিছু অর্থের দর কষাকষি নয়। বইয়ের উৎপাদন সামগ্রীর গুণগত মানের সাথে সাথে প্রচারণা ও বিপণনের...
16/10/2025

বই প্রকাশ মানেই কেবল ছাপার জন্য কিছু অর্থের দর কষাকষি নয়। বইয়ের উৎপাদন সামগ্রীর গুণগত মানের সাথে সাথে প্রচারণা ও বিপণনের আলোচনা অনেক বেশি গুরুত্ববহ হয়ে থাকে । যেহেতু, এখানে সৃজনশীলতাকে অর্থনৈতিক রূপ দিতে হয় এবং বিক্রয়লব্দ লভ্যাংশের ব্যাপারটা সংশ্নিষ্ট থাকে সেহেতু এসব ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা নিয়েই বই প্রকাশের কাজ শুরু করাটা আবশ্যক।

মনে রাখতে হবে- লেখক-প্রকাশক ও বই শ্রমিকদের মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমের ফসল হচ্ছে একেকটি বই। এখানে কোনো পক্ষেরই ধোঁয়াশায় থাকাটা শোভন নয়।

সেজন্য- কেবল খরচ জানতে চেয়ে মেসেজ প্রদান থেকে বিরত থাকার জন্য নিরুৎসাহীত করছি। "মাছরাঙা প্রকাশন" থেকে বই প্রকাশে আগ্রহী লেখকগণ সরাসরি কল করে বিস্তারিত আলাপ করে নিতে পারেন...

01714911426

"ধন্যবাদ"
প্রকাশক, মাছরাঙা প্রকাশন।

এ বছর প্রকাশিত মাছরাঙা প্রকাশনের বইসমূহের (একাংশের) প্রচ্ছদ। একেকটা বই একেকটা দীর্ঘতম ইতিহাস, লেখক-প্রকাশক ও বই কারিগরদে...
15/10/2025

এ বছর প্রকাশিত মাছরাঙা প্রকাশনের বইসমূহের (একাংশের) প্রচ্ছদ। একেকটা বই একেকটা দীর্ঘতম ইতিহাস, লেখক-প্রকাশক ও বই কারিগরদের মেধা, প্রজ্ঞা আর পরিশ্রমের ফসল।

মাছরাঙা থেকে প্রকাশিত হলো- চিহ্নহীন উপলক্ষ্য বইটি পাওয়া যাবে রকমারিতে এবং মাছরাঙার ওয়াটসএ্যাপ নাম্বারে যোগাযোগ করে।
14/10/2025

মাছরাঙা থেকে প্রকাশিত হলো- চিহ্নহীন উপলক্ষ্য
বইটি পাওয়া যাবে রকমারিতে এবং মাছরাঙার ওয়াটসএ্যাপ নাম্বারে যোগাযোগ করে।

আজীবন শিক্ষকতায় নিমগ্ন সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী সবার প্রিয় সৈয়দ মনজুরুল ইসলাম এর অন্তর্ধানে আমরা গভীরভাবে শোকাহত।অধ্যা...
14/10/2025

আজীবন শিক্ষকতায় নিমগ্ন সজ্জন, মিষ্টভাষী, পরোপকারী সবার প্রিয় সৈয়দ মনজুরুল ইসলাম এর অন্তর্ধানে আমরা গভীরভাবে শোকাহত।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আগামী ১৮ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বেঙ্গল শিল্পালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আপনি আমন্ত্রিত।

#সৈয়দ_মনজুরুল_ইসলাম #লেখক #শিক্ষক

প্রকাশিত হচ্ছে- উপন্যাসযা পাখি উড়তে দিলাম তোকেলেখক- লিয়ন হোসেন খানপ্রকাশক- মাছরাঙা প্রকাশনবইটি পাওয়া যাবে রকমারি এবং মাছ...
12/10/2025

প্রকাশিত হচ্ছে- উপন্যাস
যা পাখি উড়তে দিলাম তোকে
লেখক- লিয়ন হোসেন খান
প্রকাশক- মাছরাঙা প্রকাশন

বইটি পাওয়া যাবে রকমারি এবং মাছরাঙার ওয়েবসাইটে।

মাছরাঙা প্রকাশ করছে-প্রিয়তার উড়ো চিঠিপারভীন আকতারচিঠিপত্রের এই সংকলনটির জন্য অর্ডার করতে পারেন ইনবক্সে।
02/10/2025

মাছরাঙা প্রকাশ করছে-
প্রিয়তার উড়ো চিঠি
পারভীন আকতার

চিঠিপত্রের এই সংকলনটির জন্য অর্ডার করতে পারেন ইনবক্সে।

02/10/2025

বি ক ল্প ব ই মে লা
----------------------------
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা এবার অনিশ্চিত। কিংবা ধরেই নেয়া যায় এবার বইমেলা হচ্ছে না।

আমরা আয়োজন করতে যাচ্ছি বিজয়ের মাসে তিন দিনব্যাপী ভা স মা ন বইমেলা।

আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর এমভি শুভরাজ জাহাজে অনুষ্ঠিত হবে এই বইমেলা। ভাসতে ভাসতে আমরা চলে যাব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভোলা জেলার মনপুরায়।

বিগত দুই বছর ধরে ছোট পরিসরে এই ভাসমান বইমেলার আয়োজন হচ্ছে, যা পৃথিবীর ইতিহাসে প্রথম ভাসমান বইমেলা।
প্রথম বছর প্রায় ২০ হাজার এবং দ্বিতীয় বছর প্রায় ৪৫ হাজার টাকার বই বিক্রি হয়েছিল। বিগত দুই বছর বড় আকারের একটি মাত্র স্টল থাকতো।

এবার আমরা আরেকটু বৃহৎ পরিসরে এই বইমেলার আয়োজন করতে যাচ্ছি।

বাংলাদেশের সৃজনশীল প্রকাশক এবং লিটলম্যাগ সম্পাদকদের এবার আহ্বান জানাবো আলাদাভাবে স্টল দেয়ার জন্য। আমরা সর্বোচ্চ ২৫টি স্টল দেয়ার ব্যবস্থা করতে পারবো। ২০টি সৃজনশীল প্রকাশনা এবং পাঁচটি লিটলম্যাগ স্টল থাকবে।

স্টল বরাদ্দের জন্য কোন নিবন্ধন ফি থাকবে না।

ভাসমান বইমেলা বাস্তবায়নের জন্য কবি প্রাবন্ধিক বকুল আশরাফকে (01713003040) আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।আগ্রহীদের তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানাচ্ছি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মাছরাঙা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাছরাঙা প্রকাশন:

Share

Category