18/10/2025
লে খ ক–শি ল্পী স ম্মি ল ন ২০২৫
-----------------------------
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আবারও আয়োজিত হচ্ছে ‘লেখক-শিল্পী সম্মিলন’। নৌপথে এবারের ভ্রমণ এমভি শুভরাজ-৯ জাহাজযোগে ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মনপুরা।
-----------------------------
তারিখ : ১১ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতি-শুক্র-শনি)।
সদরঘাট থেকে যাত্রা শুরু ১১ ডিসেম্বর বিকেল ৪টায়, ১৩ ডিসেম্বর বিকাল ৪ টায় সদরঘাটে পৌঁছবো।
-----------------------------
এ আয়োজন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় লেখক-শিল্পী সম্মিলন ২০২৫ বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয় :
-----------------------------
আহ্বায়ক : পারভেজ হোসেন
যুগ্ম আহ্বায়ক : রায়হান রাইন, জাহানারা পারভীন, মনিরুল মোমেন
সদস্য সচিব : হাসান মাহমুদ
সমন্বয়ক : আবু সাঈদ তুলু, ফরিদ ছিফাতুল্লাহ, রকিব লিখন
-----------------------------
বিভাগীয় ও জেলা সমন্বয়ক:
মাহমুদ কামাল (টাঙ্গাইল), বকুল আশরাফ (ঢাকা), হেনরী স্বপন (বরিশাল), কামরুল বাহার আরিফ (রাজশাহী), নজমুল হেলাল (খুলনা), মনিরুল মনির (চট্টগ্রাম), মৃণাল কান্তি দাস (সিলেট)
সাকিল মাসুদ (রংপুর), এহসান হাবীব (ময়মনসিংহ),
বেনজীন খান (যশোর), রাজা সহিদুল আসলাম (ঠাকুরগাঁও),
ইসলাম রফিক (বগুড়া), শৈবাল আদিত্য (কুষ্টিয়া), নীলিমা আক্তার নীলা (বান্দরবান)
শামীম পাটওয়ারী (ফেনী), মুজাহিদ আহমদ (মৌলভীবাজার), মনিরুজ্জামান মিন্টু
(রাজবাড়ি), সীমান্ত হেলাল (ভোলা), মেহনাজ পারভীন (দিনাজপুর), নিলয় রফিক (কক্সবাজার)।
-----------------------------
সদস্য
আবদুর রাজ্জাক, সৈয়দ তারিক, বদরুল হায়দার, শাহরিয়ার জাহাঙ্গীর, মতিন রায়হান, শিবলী মোকতাদির, মঈনুল হাসান, গোলাম মোর্শেদ চন্দন, বাদল চৌধুরী, আহমেদ শিপলু, ফকির জসিম, রুমা মোদক, তারেক রেজা, মোক্তার হোসেন, রেজা হক, ইকবাল রাশেদীন, পারভীন শাহনাজ, কে. এম দুলাল, রিয়াজ উদ্দিন, সিরাজিয়া পারভেজ, বোরহান মাসুদ, রিপন আহসান ঋতু, মোসলেহ উদ্দিন তরুণ।
-----------------------------
বিস্তারিত কর্মসূচি এবং নিবন্ধন ফি পরে জানানো হবে।
অপেক্ষায় থাকুন।
এ ক টি লোক উ দ্যো গ