Bangladesh Model Agency

Bangladesh Model Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Model Agency, Modeling Agency, Uttara, Dhaka.

মিডিয়াতে কাজ করতে চাইলে লজ্জা আর ভয় এই ২ টি থাকা যাবে না। বাবা মায়ের অনুমতি নিয়ে কাজ করলে সব থেকে ভালো। ঢাকা , গাজীপুর অথবা যখন যেখানে শুটিং হবে সেখানে গিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। রাত দিন কাজ করার মন মানসিকতা থাকতে হবে।

যারা প্রফেশনাল মডেল হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। মিউজিক ভিডিও, নাটক, ফ্যাশন মডেল সহ আমরা সব ধরনের মডেল হতে সহযোগিতা...
21/07/2025

যারা প্রফেশনাল মডেল হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। মিউজিক ভিডিও, নাটক, ফ্যাশন মডেল সহ আমরা সব ধরনের মডেল হতে সহযোগিতা করে থাকি। (পেইড)
মিডিয়াতে কাজ করতে চাইলে লজ্জা আর ভয় এই ২ টা থাকা যাবে না। বাবা মায়ের অনুমতি নিয়ে কাজ করলে সব থেকে ভালো। ৩০০ ফিট, উত্তরা , গাজীপুর অথবা যখন যেখানে শুটিং হবে সেখানে গিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। রাত দিন কাজ করার মন মানসিকতা থাকতে হবে।

বি : দ্র : নতুনদের জন্য এই অফার, পেইড।

🌹🌹🌹
04/07/2025

🌹🌹🌹

❤️❤️❤️🌹
04/07/2025

❤️❤️❤️🌹

Tasnia Farin
04/07/2025

Tasnia Farin

🔶 কেন শাড়ি শুটের জন্য আকর্ষণীয় ফিগার থাকা দরকার হয় মডেলদের ১ . শাড়ির ফিটিং এবং ড্রেপিং ভালোভাবে বোঝাতে:শাড়ি এমন একটি পোশ...
02/07/2025

🔶 কেন শাড়ি শুটের জন্য আকর্ষণীয় ফিগার থাকা দরকার হয় মডেলদের

১ . শাড়ির ফিটিং এবং ড্রেপিং ভালোভাবে বোঝাতে:

শাড়ি এমন একটি পোশাক যা শরীরের গড়নের উপর নির্ভর করে কেমন দেখাবে। মডেলের ফিগার ভালো হলে:

কোমরের ড্রেপিংটা পরিষ্কার বোঝা যায়

আঁচল (pallu) কতটা ভালোভাবে পড়ে, তা ফুটে ওঠে

সামগ্রিকভাবে শাড়ির ঘর, কাপড়ের ভলিউম – সবকিছু প্রপারলি দেখা যায়।

2. সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি করতে:

ক্রেতার চোখে শাড়ি তখনই "দেখতে ভালো" লাগে, যখন সেটা একটি সুন্দর, পরিপাটি, স্লিম/স্মার্ট ফিগারের মডেলের উপর পরে দেখানো হয়।
➡️ এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার – "যদি তার গায়ে এত সুন্দর লাগে, আমার গায়েও লাগবে!"

3. পেশাদার লুক তৈরি করতে:

অনেক বড় ব্র্যান্ড, যেমন সায়া, টেক্সমার্ট, বা বিবিয়ানা—তারা সবসময় এমন মডেল নেয় যাদের ফিগার ঠিক থাকে কারণ এতে পণ্যের প্রিমিয়াম ইমেজ তৈরি হয়।

4. সোশ্যাল মিডিয়ায় বেশি এনগেজমেন্ট পেতে:

সুন্দর ফিগার + সুন্দর পোজ =
📸 "Scroll-stopping" ছবি
💬 বেশি কমেন্ট
👍 বেশি লাইক
📤 বেশি শেয়ার
🛒 বেশি বিক্রি

---

🔴 তবে একটা বিষয় মনে রাখতে হবে:

আকর্ষনীয় ফিগার, হাসি, চোখের এক্সপ্রেশন, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস, শাড়ি পড়তে জানে কিনা — সবই গুরুত্বপূর্ণ। এই সব কটা না থাকলে ডার মডেল হওয়ার যোগ্যতা নাই এবং সে কখনো ভালো কোন ব্যান্ড এর মডেল হতে পারবে না।

"অনেক পরিবার আজও মনে করে—মিডিয়ায় কাজ করা মানেই মেয়ে নষ্ট হয়ে যাবে। অথচ বাস্তবতা একেবারে উল্টো।আজকাল ঘরে বসে বসেই মেয়েরা ...
07/06/2025

"অনেক পরিবার আজও মনে করে—মিডিয়ায় কাজ করা মানেই মেয়ে নষ্ট হয়ে যাবে। অথচ বাস্তবতা একেবারে উল্টো।

আজকাল ঘরে বসে বসেই মেয়েরা ভুল পথে চলে যাচ্ছে—ফোনে প্রেম, পার্কে ঘোরা, হোটেলে যাওয়া, আর শেষে স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়ে পরিবারের ইজ্জত ধূলিসাৎ! অথচ সেই মেয়েটি যদি মিডিয়ায় কাজ করতো, নিজের ক্যারিয়ার বানাতো, তাহলে সে হতো একজন পরিচিত মুখ, সম্মানিত মানুষ।

মিডিয়া মানেই খারাপ—এই চিন্তা এখন বদলানোর সময় এসেছে। মিডিয়াতে কাজ করে হাজারো মেয়ে আজ প্রতিষ্ঠিত, দায়িত্বশীল, আর পরিবারের গর্ব।
ঘরে আটকে রাখলেই কেউ ভালো হয় না, সুযোগ দিলে, গাইড করলে, কাজ করতে দিলে মেয়েরা আজ আকাশ ছুঁতে পারে।

সম্মান আসে সততা, শিক্ষা আর নিজের যোগ্যতায়—not ঘরে বসে থাকার নামে চাপিয়ে দেওয়ার নিয়মে। তাই আসুন, মেয়েদের স্বপ্ন দেখতে দিই, কাজ করতে দিই। কারণ মেয়েরা যখন উঠে দাঁড়ায়, তখন পুরো সমাজ এগিয়ে যায়।

বি:দ্র: যে সব পরিবার মেয়েকে সম্মানের দোহায় দিয়ে ঘরের কোনে আটকে রেখেছিলো, তাদের পরিবারের সন্তানেরা জীবনে বেশি আকাম করছে, এক সময় গাঁজাখোরের সাথে পালিয়ে গেছে। তখন সম্মান যায় নি? এমন বহু দেখছি জীবনে। মিডিয়ায় কাজ করলে সম্মান চলে যায়, আবাসিক হোটেলে বোরখা পরে মেয়ে গিয়ে আকাম করে তখন সম্মান যায় না। আপনাদের মত আবাল মার্কা মানুষের সন্তানেরা এক সময় পস্তায়।

05/06/2025

Coming Soon


04/06/2025

বন্ধুরে

মডেলিং ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে একটি সুপরিকল্পিত পথে এগোতে হবে। নিচে মডেল হওয়ার জন্য ধাপগুলো পরিষ্কারভাবে দেওয়া হলো:🌟...
03/06/2025

মডেলিং ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে একটি সুপরিকল্পিত পথে এগোতে হবে। নিচে মডেল হওয়ার জন্য ধাপগুলো পরিষ্কারভাবে দেওয়া হলো:

🌟 মডেল হওয়ার ধাপসমূহ:
১. নিজেকে প্রস্তুত করা
ফিটনেস ও সৌন্দর্যচর্চা: শরীরকে ফিট রাখুন (ব্যায়াম, ডায়েট, ঘুম)।

ত্বক ও চুলের যত্ন: নিয়মিত স্কিন কেয়ার করুন, পরিষ্কার ও ঝকঝকে রাখুন।

কনফিডেন্স: আয়নার সামনে দাঁড়িয়ে হাঁটা, দাঁড়ানো ও পোজ অনুশীলন করুন।

২. মডেলিং টাইপ নির্ধারণ করা
আপনার গঠন, উচ্চতা, চেহারা অনুযায়ী নিচের কোন ধরণের মডেলিং আপনাকে ভালো মানায় তা নির্ধারণ করুন:

ফ্যাশন মডেল (র‍্যাম্প/ক্যাটওয়াক)

কমার্শিয়াল মডেল (বিজ্ঞাপন)

ফটোশুট মডেল (ক্যাটালগ, অনলাইন শপ)

প্রোমোশনাল মডেল (ইভেন্ট/প্রডাক্ট লঞ্চ)

ইনফ্লুয়েন্সার মডেলিং (সোশ্যাল মিডিয়া)

৩. প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করা
ভালো ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা — ক্লিয়ার হেডশট, ফুলবডি শট, ক্যাজুয়াল, ফর্মাল ও এক্সপ্রেশন-ভিত্তিক কিছু ছবি।

ডিজিটাল পোর্টফোলিও বানান (PDF বা Google Drive লিংকে রাখা যেতে পারে)।

৪. সোশ্যাল মিডিয়া ও অনলাইন উপস্থিতি
Instagram/page খুলে রেগুলার ফটো/ভিডিও দিন।

Reels বা Shorts-এ স্টাইলিং, হাঁটার ভিডিও, মেকআপ লুক ইত্যাদি পোস্ট করুন।

হ্যাশট্যাগ ব্যবহার করুন:

৫. লোকাল সুযোগ খোঁজা ও অডিশন দেওয়া
ফ্যাশন ফটোগ্রাফার, বুটিক বা অনলাইন ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করুন।

র‍্যাম্প শো, ফটোশুট, ব্র্যান্ড ক্যাম্পেইনে অংশ নিন।

অল্প পারিশ্রমিকে হলেও কাজের অভিজ্ঞতা নিন।

৬. এজেন্সির সঙ্গে যোগাযোগ করা
বাংলাদেশে বা আন্তর্জাতিক কিছু এজেন্সি আছেন যারা নতুন মডেল খোঁজেন। যেমন:
© Bangladesh Model Agency

© Model Agency In Bangladesh

© BD Model (অনলাইন প্ল্যাটফর্ম)

৭. চলমান উন্নয়ন
ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখুন: “How to Pose Like a Model”, “Bangladesh Model Agency

অন্য সফল মডেলদের ফলো করুন।

ফ্যাশন ম্যাগাজিন ও ট্রেন্ড দেখে আপডেট থাকুন।

🚫 সতর্কতা:
১: নানান গ্রুপ বা ফেইসবুক পেইজে নতুন মডেলদের অনেক বেশি টাকা অফার করে ইনবক্স করতে বলা হয় এসব অফার থেকে সাবধান থাকুন। ( কারণ তারা এত টাকা দিয়ে প্রফেশনাল মডেল হায়ার করতে পারে তাহলে নতুনদের কেন এত টাকা দিবে এটা বুঝার চেষ্টা করুন এবং স্কিপ করুন)

২: চুক্তিপত্র ছাড়া কাজ না করুন।
( যে কোন এজেন্সির সাথে চুক্তি করে কাজ করেন, ১ বছর, ২ বছর এমন ভাবে) তাতে আপনি নিজেকে তৈরি করতে পারবেন।

৩: ভাইরাল হওয়ার পেছনে ছুটবেন না,কাজের পেছনে সময় ব্য করুন।

পরিশেষে : নিজের সীমার বাইরে কিছু করতে যাবেন না । ধৈর্য ধরে এগিয়ে চলুন।

লোখা : বাংলাদেশ মডেল এজেন্সি ( কাস্টিং ডিরেক্টর)

যারা রিয়েল এজেন্সি খুজছেন এবং মিডিয়ায় কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রিয়েল আইডি থেকে মেসেজ ...
26/02/2025

যারা রিয়েল এজেন্সি খুজছেন এবং মিডিয়ায় কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রিয়েল আইডি থেকে মেসেজ করবেন। 🥰🥰🥰❤️

মডেল তিথি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে
17/02/2025

মডেল তিথি
দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে

19/12/2024

বিকেল ৫ টায় আসছে।

Address

Uttara
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Model Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share