Abdul Kuddus

Abdul Kuddus বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
25/03/2024

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

15/09/2023

অনেকেই আছেন যারা শিশুর সাথে কথা বলার সময় প্রথমেই জিজ্ঞাসা করেন, তোমার বাবা বেশি ভালো নাকি মা? অথবা তুমি বাবাকে বেশি ভালবাসো, নাকি মাকে? অথচ তারা বুঝতেই পারেন না যে একজন শিশুর কাছে এরচাইতে অদ্ভুত ও বিব্রতকর প্রশ্ন আর হয় না। কারণ একজন শিশুর কাছে বাবা মা দুজনেই সমান প্রিয় ও সমান নির্ভরতার জায়গা। দু'জনেরই ভালবাসা ও আলিঙ্গন শিশু প্রত্যাশা করে সমানভাবে।
আর বাবা না মা, কে বেশি ভালো- এই প্রশ্নও সন্তানের কাছে অবান্তর। কারণ সন্তান তার বাবা-মা দুজনকেই সমান ভালবাসে। এরপর বড় হতে হতে, সামাজিক অবস্থার চাপে, সাংসারিক টানাপোড়েন ও অবদানের উপর ভিত্তি করে ভালবাসা বা পছন্দের জায়গায় কিছুটা একপেশে ভাব তৈরি হতেই পারে। কিন্তু সন্তানের জীবনে মা ও বাবার অবদান গুনে শেষ করা যাবে না। একটি পরিবারে ছায়াদানকারী বটগাছটির নাম বাবা। আর তাই একজন সন্তান যখন তার বাবাকে হারায়, তখন সেই সন্তানের মাথার উপর থেকে ছায়া সরে যায়। সন্তান যে বয়সেই বাবাকে হারাক না কেন, তার পৃথিবীটা নিমিষেই অভিভাবকশূন্য হয়ে পড়ে। বাবার মৃত্যুর পর একজন প্রতিষ্ঠিত ও বয়স্ক মানুষও উপলব্ধি করেন যে, তিনি তার সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়েছেন।

Address

Dhaka
DHAKA -1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kuddus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share