Love Him

Love Him ভালো থাকার মানে আমি খুজে পাই,
স্নেহ মাখা ঐ দৃষ্টিতে 🖤

২৫ মে ২০২৫: লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয় 🏆৯ জুন ২০২৫: পর্তুগালের হয়ে ইউয়েফা নেশনস লিগ জয় 🇵🇹🏆২২ জুন ২০২৫: প্রেমিকার সা...
03/07/2025

২৫ মে ২০২৫: লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয় 🏆
৯ জুন ২০২৫: পর্তুগালের হয়ে ইউয়েফা নেশনস লিগ জয় 🇵🇹🏆
২২ জুন ২০২৫: প্রেমিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ 🤵👰‍♀️
৩ জুলাই ২০২৫: সড়ক দুর্ঘটনায় মৃত্যু 💔

ডিয়োগো জোটা (১৯৯৬-২০২৫)

⚫ জামোরা প্রদেশে ট্রাফিক দুর্ঘটনায় লিভারপুলের ফুটবলার ডিয়োগো জোটা মারা গেছেন😢দূর্ঘটনাটি ঘটে এ-৫২ এর ৬৫ কিলোমিটার, পালা...
03/07/2025

⚫ জামোরা প্রদেশে ট্রাফিক দুর্ঘটনায় লিভারপুলের ফুটবলার ডিয়োগো জোটা মারা গেছেন😢

দূর্ঘটনাটি ঘটে এ-৫২ এর ৬৫ কিলোমিটার, পালাসিওস ডি সানাব্রিয়া পৌর টার্মিনালে উচ্চতায়।

জোটা এবং তার ভাই আন্দ্রে দুই ভাই একসাথেই মারা গেছেন এমনটাই জানাচ্ছে অনেক সংবাদ মাধ্যম।

সবশেষে আমার একটি কথায় মনে পরছে একদিন তো হাজার কবরের ভিরে আমার কবরেও বৃষ্টি পরবে, পানি উঠবো। কিন্তু খোঁজ নেওয়ার মানুষ থাক...
25/06/2025

সবশেষে আমার একটি কথায় মনে পরছে একদিন তো হাজার কবরের ভিরে আমার কবরেও বৃষ্টি পরবে,
পানি উঠবো। কিন্তু খোঁজ নেওয়ার মানুষ থাকবে না। কবরটা জিয়ারত হবে না বছরের পর বছর।
অবহেলায় কবরে কিছু অগোছালো উদ্ভিদ জন্ম নিবে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা কবরটা গাছের ছায়ার অন্ধকার হয়ে থাকবে দিবারাত্র।
প্রিয় মানুষগুলো কবরের কাছে আসতে ভয় পাবে।

শুধু আমার সঙ্গি হবে নেক আমল আর বদ আমল।

আমি আমার কৃতআমলের কারণে কবরে ভয়ংকর সাপের পেঁচের ভেতরেও থাকতে পারি অথবা গভীর ক্লান্তিহীন ঘুমেও মত্ত থাকতে পারি।

সবই আল্লাহর ইচ্ছে অনুযায়ীই হবে।
কিন্তু রাসূল (সাঃ) এর বাণী"আমি কবর অপেক্ষা ভয়ংকর কিছুই দেখিনি" এটা শুনলেই গলা শুকিয়ে যায়।

হায়! কি আমল করলাম?

এতটুকু আমল কি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নাকি দোযখে যাওয়ার জন্য অনিবার্য?
ইয়া রব আমলের বিনিময়ে নয়!
ক্ষমা ও জান্নাত কামনা করি তোমার দয়ায়।
আমিন 😭🤲

24/06/2025

আমার কাছে সুযোগ ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হওয়ার কিন্তু ভাগ্য আমাকে সবচেয়ে দুখি মানুষ বানিয়ে দিল।

23/06/2025

নির্বাচন পিছানোর জন্য পশ্চিমা*রা ষ'ড়'যন্ত্র করে ৩য় বিশ্বযুদ্ধ বাধানোর চেষ্টা করলে বিএনপি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে না-😹

কমেন্ট থেকে নেয়া 🤡

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দি...
23/06/2025

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দিয়ে, ক্ষতির জন্য চিৎকার করার বদলে তিনি পানি চাইলেন, ওযু করলেন এবং ২ রাকাত নফল নামাজ আদায় করলেন।

পরবর্তীতে তিনি বললেন, "আমি যদি কাঁদতেই চাই, তাহলে আল্লাহর সামনেই কাঁদব—যিনি আমার হারানো সম্পদের চেয়েও বেশি ফিরিয়ে দিতে সক্ষম।"

➡️"এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এটি বিনয়ী ছাড়া সবার জন্য কঠিন।" — সূরা আল-বাকারা ২:৪৫

➡️"নবী মুহাম্মদ ﷺ-কে যখনই কোনো বিষয় চিন্তিত করত, তিনি নামাজে মগ্ন হতেন।" — সুনান আবু দাউদ ১৩১৯

🟥 মেগা আপডেট 🟥চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সদস্যের হুঁশিয়ারি:“যদি কোনো দেশ ইসরায়েলের পক্ষে যুদ্ধের ময়দানে নামে, ত...
20/06/2025

🟥 মেগা আপডেট 🟥

চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সদস্যের হুঁশিয়ারি:

“যদি কোনো দেশ ইসরায়েলের পক্ষে যুদ্ধের ময়দানে নামে, তাহলে এটা ধরে নিতে হবে—বড় শক্তিগুলোও ইরানের পাশে দাঁড়াতে পারে।”

19/06/2025

🗣️হিজ রাইল সেনা বাহিনী,

"আমরা আর বেশি সময় ইরানের ক্ষেপণা স্ত্র মোকাবিলা করতে পরব না"😂

🟩 সোর্স ইনপুট''খামেনিকে হত্যা করা এখন ইজরায়েলের প্রায়োরিটি। কারণ প্ল্যান 'এ' কাজ করেনি। প্ল্যান 'এ' মানে, ইজরায়েল প্রত্য...
19/06/2025

🟩 সোর্স ইনপুট

''খামেনিকে হত্যা করা এখন ইজরায়েলের প্রায়োরিটি। কারণ প্ল্যান 'এ' কাজ করেনি। প্ল্যান 'এ' মানে, ইজরায়েল প্রত্যাশা করছিল ইরানে হামলার পর ইরানিরা রাস্তায় নেমে আসবে এবং খামেনি রেজিমকে অপসারন করবে, খামেনি পালিয়ে যাবেন। কিন্তু সেটা হয়নি। প্ল্যান 'বি' - খামেনিকে শেষ করে দেওয়া। তিনি আন্ডারগ্রাউন্ড বাংকারে আছেন পরিবারসহ। যেভাবে হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহকে বাংকার বোমায় শেষ করা হয়েছে, একই পরিণতি।

খামেনিকে হত্যা করলে ইরান থামবে। খামেনি থাকলে ইরান থামবে না। ইরান না থামলে প্রতিদিনের হামলা খুব দ্রুত ইজরায়েলিদের মধ্যে নেতানিয়াহুর ব্যাপারে অসন্তোষ বাড়াবে। থিংক ট্যাংকরা প্রত্যাশা করছেন, খামেনিকে হত্যায় ট্রাম্প অনুমোদন দেবেন।''

-ইজরায়েলি সোর্স (কনফিডেনসিয়াল)-

তেল আবিব হিজরায়েল
19/06/2025

তেল আবিব হিজরায়েল

সব যুদ্ধ জয়ের আশায় লড়া হয় না। কিছু যুদ্ধ লড়া হয় শুধু এই পৃথিবীকে জানান দিতে—একজন নীরব যোদ্ধা ছিল এখানে, রক্তমাখা মাটিতে,...
19/06/2025

সব যুদ্ধ জয়ের আশায় লড়া হয় না।

কিছু যুদ্ধ লড়া হয় শুধু এই পৃথিবীকে জানান দিতে—

একজন নীরব যোদ্ধা ছিল এখানে, রক্তমাখা মাটিতে, বুক চিতিয়ে দাঁড়িয়ে।

"যুদ্ধের জবাব যুদ্ধেই, বোমার জবাব বোমায়, আর আঘাতের জবাব আরও প্রবল আঘাতে।""ইরান কখনো আরোপিত যুদ্ধকে মাথা পেতে নেয় না, আর ...
18/06/2025

"যুদ্ধের জবাব যুদ্ধেই, বোমার জবাব বোমায়, আর আঘাতের জবাব আরও প্রবল আঘাতে।"

"ইরান কখনো আরোপিত যুদ্ধকে মাথা পেতে নেয় না, আর আরোপিত শান্তিকে তো আরও নয়। আমরা প্রতিরোধ করবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত।"

"যারা ইরানের ইতিহাস জানে, তারা জানে—আমরা কখনোই মাথানত করিনি।"

"ইরানের মানুষ কারো হুকুম মেনে চলে না।"

⚡️ আয়াতুল্লাহ খামেনি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Love Him posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share