Anik Hasan Alamin Vlogs

Anik Hasan Alamin Vlogs সত্য প্রকাশে বলিয়ান 🙌

01/08/2025

শান্তিতে নোবেল পাওয়া লোকই শান্তিতে নেই, আর তুমি আসছো
শান্তি খুঁজতে ?
- বানীতে আবেগী মন

ঈদ মোবারক
13/04/2025

ঈদ মোবারক

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি
সবার জীবনে বয়ে আনুক, অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি।
"ঈদ মোবারক"
🖋️ অনিক হাসান আলআমিন

🖊️ Anik Hasan Alamin Vlogs

college life was good
22/09/2024

college life was good

অতীত ই ভালো ছিল ✌️
মিস ইউ ২০১৬ ইং
কলেজ লাইফ ❤️
👉 Anik Hasan Alamin Vlogs

17/07/2024

এ দেশটা চোরের দেশ
আমি চোর
সবাই চোর

আজ ছাত্র যারা
কাল সরকারি অফিসার
পরশু সরকারি চোর

যারা মেধাবী তারাও একদিন চোর হবে হয়তো
যারা কোটা তারাও একদিন চোর হবে হয়তো

আজ সরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র
কাল চাকরি পেলে মেধাবী চোর হবে

জনগণ আশার আলো দেখছেন
আমি সরকারি চাকরিতে আসন্ন চোর দেখছি

এদেশের হাতে গোনা সৎ অফিসারদের সালাম

কপি পোস্ট: Delwar Dulal Shikder

১ টাকায় ৪টা চকলেট দিতো, ভালোই লাগতো, আর ফিরে পাবো কি....?
13/07/2024

১ টাকায় ৪টা চকলেট দিতো, ভালোই লাগতো, আর ফিরে পাবো কি....?

10/07/2024

ওরাই শ্রেষ্ঠ সন্তান...!
যারা আবেদ আলীর প্রশ্ন
পেয়ে বিসিএস ক্যাডার
😁

06/07/2024

আমরা যখন ছোট ছিলাম......
যখন Facebook, Whatsapp, Instagram, Youtube এসব কিছুই তেমন ছিলো না!

সকাল হলে মুখ ধুয়ে কিছু খেয়েই পড়তে যাওয়া, সেখান থেকে এসে খাওয়া-দাওয়া, গোসল করে স্কুল! স্কুল থেকে ফিরেই একটু খেয়ে বিকেলে মাঠে গিয়ে খেলাধুলা, তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে একটু পড়তে বসা, তারপর বাবা মায়ের সাথে গল্প বা একটু TV দেখা, খুব miss করি এই daily routine টাকে.. miss করি ছোটবেলাটাকে!❤️

06/07/2024

ঋণগ্রস্থ ব্যক্তি অভাবগ্রস্থ হলে তার উপর চাপ দিওনা।
বরং তার স্বচ্ছলতা ফিরে আসা পর্যন্ত অবকাশ দাও।
-- সূরা বাকারাহ্ (২/২৮০)

ভালোবাসার আরেক নাম অডিয়েন্স ✅
28/06/2024

ভালোবাসার আরেক নাম অডিয়েন্স ✅


23/06/2024

রাসেল ভাইপার এখন আলাওলপুর ইউনিয়নের মেহমান......!

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর ...
20/06/2024

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক যুবককে #গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন।

এজাহারে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর ফেসবুকে লিখেন ‘কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ওই যুবকের এমন পোস্টের তীব্র প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে হাকিমপুর থানায় মামলা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

এ বিষয়ে হাকিমপুর ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

জাহাঙ্গীর আলম একসময় হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডে চাকরি করতেন। এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ‘বাংলা হোপ’ নামের একটি বেসরকারি সংস্থাতেও কর্মরত ছিলেন।

#যুবক_গ্রেফতার
#মুক্তিযোদ্ধা_কোটা_নিয়ে_কটাক্ষ
#মুক্তিযোদ্ধা_কোটা

Follow

27/04/2024

জীবন নাটকের
চেয়েও নাটকীয়

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anik Hasan Alamin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category