গুগলি -googly

গুগলি -googly বিসমিল্লাহির রাহমানির রাহিম [ ﷽ ] بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ,

কাঁচা আম
14/04/2025

কাঁচা আম

06/04/2025
অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ফেরত দিলেন চালকসিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ ১৫ হাজ...
05/04/2025

অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ফেরত দিলেন চালক

সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ ১৫ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খায়রুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে বগুড়া সদর থানায় ১৮ ভরি স্বর্ণের গহনা ও নগদ টাকা এর মালিকের কাছে হস্তান্তর করা হয়।খায়রুল ইসলাম বগুড়া সরকারি শাহসুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সংসারে অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালান খায়রুল ইসলাম।

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, গত ২৯ মার্চ ব্যবসার কাজে তিনি বগুড়ায় আসেন। বগুড়ায় ১৮ ভরি স্বর্ণের গহনা কেনেন এবং সেই স্বর্ণের গহনা ও নগদ ১৫ হাজার টাকা একটি কালো ব্যাগে ভরে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। বনানী এলাকায় পৌঁছে নগরবাড়িগামী বাস দেখে দ্রুত নেমে বাসে ওঠেন। বাসটি শাজাহানপুর এলাকায় পৌঁছালে তিনি বুঝতে পারেন স্বর্ণের গহনা রাখা কালো ব্যাগটি তার হাতে নেই।

অটোরিকশাচালক খায়রুল ইসলাম বলেন, ইফতারের সময় শহরতলীর বেতগাড়ি এলাকায় বাড়িতে পৌঁছেন। ইফতারের পর তিনি দেখতে পারেন অটোরিকশার সিটের পেছনে একটি কালো ব্যাগ। পরে ব্যাগ খুলে ভেতরে গহনা ও নগদ টাকা দেখতে পান। পরে তার মায়ের সঙ্গে পরামর্শ করে ব্যাগের মালিকের খোঁজ করতে থাকেন। গত কয়েকদিন ধরে খোঁজ করে না পেয়ে শুক্রবার বিকেলে খায়রুল তার বিশ্বস্ত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আলমগীর হোসেনকে জানান।তিনি বলেন, পরে সার্জেন্ট আলমগীর হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অটোরিকশাচালক খায়রুল ইসলামকে স্বর্ণের গহনাসহ বগুড়া সদর থানায় নিয়ে যান। পরে সদর থানা-পুলিশ ব্যাগে থাকা একটি কাগজে লেখা ফোন নম্বরের সূত্র ধরে ব্যবসায়ী শাহিন হোসেনকে সংবাদ দেন। সংবাদ পেয়ে রাতেই শাহিন হোসেন বগুড়া সদর থানায় আসেন। পরে গহনা ক্রয় রশিদ যাচাই বাছাই করে শাহিন হোসেনকে স্বর্ণের গহনা এবং টাকা বুঝিয়ে দেওয়া হয়।

স্বর্ণের গহনাসহ ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত শাহিন হোসেন বলেন, ‘আমি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলাম। গ্রাহকের বিশ্বস্ততায় ও তাদের সহযোগিতায় কিছুদিন আগে গোপালনগর বাজারে নিজেই দোকান দিই। বিভিন্ন গ্রাহকদের গহনার অর্ডার নিয়ে বগুড়ায় স্বর্ণ কিনে গহনা তৈরি করে সরবরাহ করে থাকি। ব্যাগ হারিয়ে ভেবেছিলাম সব হারিয়ে ফেলেছি। ব্যাগে ২৬ লাখ টাকার গহনা ছিল। ব্যাগ ফিরে না পেলে আমি নিঃস্ব হয়ে যেতাম। অটোরিকশাচালক খায়রুলের সততা আমাকে স্তব্ধ করে দিয়েছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘খায়রুলের মতো শিক্ষার্থীরা সমাজের জন্য আশার আলো। তিনি শুধু সৎ নন, দায়িত্বশীল ও মানবিকও।’

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনাঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্...
05/04/2025

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
05/04/2025

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশ...
05/04/2025

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।

আজ শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢলকিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধ...
05/04/2025

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। স্রষ্টার কৃপা ও পাপমুক্তির আশায় সব বয়সী নারী-পুরুষ স্নানোৎসবে অংশ নেন।

আজ শনিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে স্নানোৎসব। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।

অষ্টমী স্নান পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সহ সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পূণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও মাঠ এবং রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা হরেক রকমের খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমী স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে।

পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুপাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রী...
05/04/2025

পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরী দল।

নিহতরা হলো, পাবনা সদর উপজেলার কোলচচোড়ী গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)। মৌ আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার বিকালে সুজানগর উপজেলার সাতবারিয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হয়ে তীরে উঠতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়ন্ত চন্দ্র দে সহকর্মীদের নিয়ে খোঁজ শুরু করেন এবং ডুবুরী দলকে খবর দেন। শুক্রবার থেকেই উদ্ধার অভিযান শুরু করেন তারা, শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামলে সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক আকমল হোসেন বলেন, মৌ আমাদের প্রাক্তন শিক্ষার্থী, এখান থেকে এইচএসসি শেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিল। অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের মেয়েটি এভাবে চলে যাওয়ার খবরে আমরা খুবই মর্মাহত ও শোকাহত।

মৌ এর মামা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুল আলীম বলেন, ‘অল্প কিছুদিন আগে মেয়েটিকে আমরা বিয়ে দিয়েছি, ঈদে তারা স্বামী-স্ত্রী ঘুরতে গিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি আমাদের জন্য খুবই বেদনাদায়ক, এছাড়া বলার তেমন কিছুই নেই।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়, পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট হস্তান্তর করা হয়।

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনসাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট দুই ...
05/04/2025

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাত ও মারপিটে মেজ ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছোট দুই ভাইকে গ্রেফতার করেছে।

নিহতের নাম মোশারফ হোসেন সরদার (৪৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।

গুরুতর আহত বড় ভাইয়ের নাম আবুল হোসেন (৫৫)। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি খালে আবুল হোসেন ও মোশারফ হোসেন মাছ ধরতে গেলে তাদের ছোট দুই ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেন তাদের বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চার ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আছারপ ও সোহরাব বড় দুই ভাইকে মারপিট করার একপর্যায়ে মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আবুল হোসেন। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছোট ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেনকে গ্রেফতার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন বলেন, নিহতের ঘটনায় ঘাতক ছোট দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

05/04/2025

শরীয়তপুরে জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরেই দু’পক্ষের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে, কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছে তারা। শনিবার সকালে কথাকাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয়। অনেকে বালতিতে হাতবোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

05/04/2025

ঈদের ছুটিতে নানার বাড়িতে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়েছিলেন পিঠাপিঠি দুই ভাই-বোন। পানিতে ডুবে একসাথে মৃত্যু।
সুখছড়ি এলাকা, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।

কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহতরাজধানীর পল্লবী থানাধীন কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ...
05/04/2025

কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

রাজধানীর পল্লবী থানাধীন কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহী—দুজনকেই দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুরের পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার ওসি জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া চালক ফ্লাইওভারের উপরেই ছিটকে পড়েন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুগলি -googly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share