The Beauty of RU Campus

The Beauty of RU Campus ৭৫৩ একরের প্রিয় ক্যাম্পাসের, প্রিয় বিষয়গুলো তুলে ধরা হবে, আমাদের এই পেইজে।

17/05/2025

দেশের বিশ্ববিদ‍্যালয়গুলোর নিউজ দেখলে মনে হয় না এটা ২০২৫ সাল। মনে হয় ১৮২৫ সাল।

আর দুনিয়ার বিশ্ববিদ‍্যালয়গুলোর নিউজ দেখলে মনে হয়, ওরা ২০৭৫ সালে বাস করছে। চিন্তায়। জ্ঞানে। উদ্ভাবন-আবিষ্কারে। জনশক্তি তৈরিতে।

বড়ো দুর্ভাগা জাত আমরা!

RAUFUL ALAM

ক্যাসিয়া জাভানিকা x রাবি 🌸Photo: রাবিগ্রাফি
08/05/2025

ক্যাসিয়া জাভানিকা x রাবি 🌸

Photo: রাবিগ্রাফি

🗣️ যে কথা হাসিনা বলেননি!
16/04/2025

🗣️ যে কথা হাসিনা বলেননি!

আলহামদুলিল্লাহ🌼রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসাশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের আজকের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ...
03/03/2025

আলহামদুলিল্লাহ🌼
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রসাশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের আজকের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ১০ হাজার রোজাদারের ইফতারের ব্যাবস্থা করেছে। রমজান মাস ব্যাপী এই আয়োজন 🍀

(০৩-০৩-২০২৫)

📍কেন্দ্রীয় মসজিদ(রাজশাহী বিশ্ববিদ্যালয়)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক বহিরাগত শিক্ষার্থী রাতে ক্যাম্পাসে এক তরুণীকে নিয়ে সময় কাটাচ্ছিলো, এমন  সময় প্রক্টরের...
24/01/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক বহিরাগত শিক্ষার্থী রাতে ক্যাম্পাসে এক তরুণীকে নিয়ে সময় কাটাচ্ছিলো, এমন সময় প্রক্টরের গাড়ি দেখে সেই বহিরাগত শিক্ষার্থী ভীত হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়।

এই ঘটনা সঠিকভাবে তুলে ধরার পরিবর্তে স্বৈরাচারপন্থী এবং বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের মালিকানাধীন টিভি চ্যানেল "ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন" এটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে "পিটিয়ে হত্যা" হিসেবে প্রচার করেছে। এমন ভুয়া এবং বিভ্রান্তিকর সংবাদ সমাজে গুজব ও উত্তেজনা ছড়ায়, যা সমাজের স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর।

সাংবাদিকতার নীতি অনুযায়ী গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও নির্ভুল তথ্য সরবরাহ করা। কিন্তু কিছু সংবাদমাধ্যম, বিশেষত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রোপাগান্ডা এবং স্বৈরাচারের স্বার্থে জনগণকে ভুল পথে পরিচালিত করছে। এর মাধ্যমে তারা কেবল সাংবাদিকতার মান নষ্ট করছে না, বরং দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধেও কাজ করছে।

এমন সাংবাদিকতা যে শুধু নীতিহীন তা-ই নয়, এটি সমাজে বিভেদ সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে। জাতি জানতে চায়, এমন মিথ্যা প্রচারণার দায়ে কেন সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Somewhere in Delhi rn
05/01/2025

Somewhere in Delhi rn

মেজর ডালিম বলেছেন, তারা চেয়েছিল পাশের দেশের দা**স মুজিব কে মসনদ থেকে হটিয়ে নিজেদের চেতনা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাষ্ট্...
05/01/2025

মেজর ডালিম বলেছেন,
তারা চেয়েছিল পাশের দেশের দা**স মুজিব কে মসনদ থেকে হটিয়ে নিজেদের চেতনা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাষ্ট্র গঠন ও পরিচালনা করতে।

আর এরজন্য জিয়াউর রহমান কে বানিয়েছিল নেতা,
জিয়া কোরআন ছুঁয়ে শপথও করেছিল,
কিন্তু শেষ পর্যন্ত জিয়া শপথ ভ*ঙ্গ করেছিল।

02/01/2025

আলহামদুলিল্লাহ!
অবশেষে এতো নাটকীয়তার পরে পোষ্য কোটা নামক ক্যান্সার বাতিল হলো।

ইনকিলাব জিন্দাবাদ!✊

02/01/2025

এতো নাটকীয়তার পরে, অবশেষে পোষ্য কোটা বাতিল।

মাননীয় ভিসি মহোদয় আমার হলের যে মালি উনার বেতন ৬০০০০ টাকা।আমার হলের ঝাড়ুদারের বেতন ৩৬ হাজার টাকা।একজন চা শ্রমিকের বেতন  গ...
02/01/2025

মাননীয় ভিসি মহোদয় আমার হলের যে মালি উনার বেতন ৬০০০০ টাকা।
আমার হলের ঝাড়ুদারের বেতন ৩৬ হাজার টাকা।

একজন চা শ্রমিকের বেতন গড়ে ৪৫০০ টাকা

একজন দিনমজুরের কোনো বেতন নেই সে যদি কাজ পায় তাহলে টাকা আসে।

কোটা দরকার চা শ্রমিক আর দিন মজুরের ছেলে মেয়েদের।

আর আপনি বলেন এটা অন্যায় আবদার!!

স্যার আমি বিশ্ববিদ্যালয়ের পড়ি আমার খরচের ব্যয়ভার আসে দিন মজুর,চা শ্রমিক সহ অই সমস্ত খেটে খাওয়া মানুষদের ট্যাক্সের টাকা থেকে।

আপনি, আপনারা যে বেতন ভাতা তা আসে অই সকল খেটে খাওয়া মানুষদের থেকে।
আপনি ওদের প্রতি ইনসাফ করেছেন কখনো?
কোটা দরকার, আপনি ওদের কোটা নিয়ে ভাবুন।

31/12/2024

Happy New Year 2025 🎆🎇

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ ১০টি বাসে ৫...
23/11/2024

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ ১০টি বাসে ৫০০+ প্রথম বর্ষের শিক্ষার্থী নিয়ে শিক্ষা সফরের যাত্রা শুরু করেছে

আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন এই সফর সুন্দর, নিরাপদ এবং শিক্ষণীয় অভিজ্ঞতায় ভরপুর হয়।

শিক্ষা সফর – জ্ঞানের পথে এক নতুন অধ্যায়।

#বাংলাদেশ_ইসলামী_ছাত্রশিবির

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of RU Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share