Boinama Prokashon

Boinama Prokashon আমাদের কাছে বই কেবল পঠনসামগ্রী নয়, একটি শিল্পকর্ম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি...
10/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি...

কবি ও সাংবাদিক ইমরান মাহফুজের সাহিত্যচর্চা, চিন্তা ও লেখার ভুবন আমাদের অনুপ্রেরণা দেয়। সমাজের অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে ত...
10/10/2025

কবি ও সাংবাদিক ইমরান মাহফুজের সাহিত্যচর্চা, চিন্তা ও লেখার ভুবন আমাদের অনুপ্রেরণা দেয়। সমাজের অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে তার দৃপ্ত উচ্চারণে জেগে ওঠে বিবেকের ডাক। তার কলম আরও শক্তিশালী হোক সৌন্দর্য ও মানবতার পক্ষে। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা...

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। চিত্তাকর্ষক ও দূরদর্শী সৃজনকর্মের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।...
09/10/2025

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহরকাই। চিত্তাকর্ষক ও দূরদর্শী সৃজনকর্মের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। যা মহাপ্রলয়ের ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে পুনর্জীবিত করে। তিনি মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার রচনা ফ্রাঞ্জ কাফকা এবং টমাস বার্নহার্ডের রচনার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। জার্মানির পটভূমিকায় লেখা ‘হার্শট ০৭৭৬৯’ বইয়ের জন্য এ পুরস্কার লাভ করেন।

লাসলো ক্রাসনাহরকাই ১৯৫৪ সালে রোমানিয়ান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। একই রকম প্রত্যন্ত গ্রামীণ এলাকা তার প্রথম উপন্যাস ‌‘সাটানটাঙ্গো’র পটভূমি। যা ১৯৮৫ সালে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি হাঙ্গেরির সাহিত্য মহলে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ফলে এটিকে লেখকের যুগান্তকারী রচনা হিসেবে গণ্য করা হয়।

07/10/2025

বইমেলা ফেব্রুয়ারিতে করার একটি আলোচনা শোনা যাচ্ছে। এটি হতেই পারে। ফেব্রুয়ারির বইমেলা আমাদের ঐতিহ্যের। বেশিরভাগ লেখক-প্রকাশক ফেব্রুয়ারিতেই বইমেলা চায়।

যেসব লেখক যৌথ চুক্তিতে বই প্রকাশের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের ধন্যবাদ। অনেকে কনফার্ম করেছেন। বইমেলা যেহেতু ড...
05/10/2025

যেসব লেখক যৌথ চুক্তিতে বই প্রকাশের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের ধন্যবাদ। অনেকে কনফার্ম করেছেন। বইমেলা যেহেতু ডিসেম্বরে হচ্ছে না তাই আমরা আরও সময় পাচ্ছি। সময় নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। শুধুমাত্র বইনামা লেখক পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেওয়ার লেখকদের বই ১০০ প্রকল্পে প্রকাশ করবো ।

আমাদের ওপর আস্থা রাখলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দ্রুত বুকিং দিন। ১০০ চূড়ান্ত হয়ে গেলে আর নেওয়া হবে না।

যোগাযোগ করুন-
- 01711 400460 (হোয়াটসঅ্যাপ)
[email protected]

‘আমি আসলে আগে জানতামই না কোনো প্রকাশনী এতোটা সুন্দরভাবে লেখকদের সম্মাননা দিতে পারে! বইনামার পথচলায় চলুন সবাই মিলে সহায়ক ...
04/10/2025

‘আমি আসলে আগে জানতামই না কোনো প্রকাশনী এতোটা সুন্দরভাবে লেখকদের সম্মাননা দিতে পারে! বইনামার পথচলায় চলুন সবাই মিলে সহায়ক হই।’

২০২৬ সালের মেলায় বইনামা প্রকাশনের এর সঙ্গে আপনিও যুক্ত হতে পারেন। আপনার দীর্ঘদিনের সাধনা (বই) আমাদের দক্ষ হাতে নান্দনিক করে পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আমাদের ওপর আস্থা রাখলে যোগাযোগ করতে পারেন।

✅ 01711 400 460 (হোয়াটসঅ্যাপ)
✉️ [email protected]
🌐 www.boinama.com

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি...
03/10/2025

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি...

‘জীবনের সকল প্রথমই সারাজীবন স্মৃতি হয়ে জ্বলজ্বল করে। সেই প্রথমের কাতারে যদি প্রথম বই চলে আসে, তবে সেটা আনন্দের মুহূর্তগু...
30/09/2025

‘জীবনের সকল প্রথমই সারাজীবন স্মৃতি হয়ে জ্বলজ্বল করে। সেই প্রথমের কাতারে যদি প্রথম বই চলে আসে, তবে সেটা আনন্দের মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে সেরাটাই হয়। প্রথম বই প্রকাশের অনুভূতি কখনো লিখে প্রকাশই করা যায় না। এ অনুভূতি ভাষাহীন এক আনন্দের অনুভূতি। এটি সব থেকে ভিন্ন। অবশেষে বইনামা আমার স্বপ্নের প্রথম সিঁড়ি হয়ে দাঁড়ালো।’

২০২৬ সালের মেলায় Boinama Prokashon-এর সঙ্গে আপনিও যুক্ত হতে পারেন। আপনার দীর্ঘদিনের সাধনা (বই) আমাদের দক্ষ হাতে নান্দনিক করে পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। আমাদের ওপর আস্থা রাখলে যোগাযোগ করতে পারেন।

✅ 01711 400 460 (হোয়াটসঅ্যাপ)
✉️ [email protected]
🌐 www.boinama.com

পাশে থাকার জন্য দৈনিক ফেনী সময়, দৈনিক ফেনী ও স্টার লাইন পরিবারের কাছে কৃতজ্ঞ...
29/09/2025

পাশে থাকার জন্য দৈনিক ফেনী সময়, দৈনিক ফেনী ও স্টার লাইন পরিবারের কাছে কৃতজ্ঞ...

অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি...
28/09/2025

অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি...

পাশে থাকার জন্য ধন্যবাদ। ঢাকা মেইল পরিবারের প্রতি কৃতজ্ঞ...পুরো খবর- https://dhakamail.com/arts-and-literature/257056
28/09/2025

পাশে থাকার জন্য ধন্যবাদ। ঢাকা মেইল পরিবারের প্রতি কৃতজ্ঞ...

পুরো খবর- https://dhakamail.com/arts-and-literature/257056

প্রিয় লেখক,বইনামা লেখক পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই তালিকায় ২০০ জন...
28/09/2025

প্রিয় লেখক,
বইনামা লেখক পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই তালিকায় ২০০ জনের মধ্যে আপনিও ছিলেন। এখান থেকে ১০০ জনের বই যৌথ চুক্তিতে করার কথা আমাদের। আগ্রহীরা ৫ অক্টোবরের মধ্যে যোগাযোগ করবেন।

কেন বইনামা ব্যতিক্রম
১। মিডিয়া কাভারেজ (আমরা লেখক ও বইয়ের মিডিয়া কাভারেজ দেওয়ার চেষ্টা করি)
২। প্রতিটি পাণ্ডুলিপি দক্ষ সম্পাদনা পরিষদ দ্বারা সম্পাদিত
৩। দৃষ্টিনন্দন ও মানসম্মত বই প্রকাশ
৪। রকমারি, পিবিএস, ওয়াফিলাইফসহ নিজস্ব মার্কেটপ্লেসে বিপণন সুবিধা
৫। নিজস্ব বেশ কয়েকটি গ্রুপসহ সামাজিক মাধ্যমে ব্র্যান্ডিং-মার্কেটিংয়ে সর্বোচ্চ সহযোগিতা

আমাদের ওপর আস্থা রাখলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দ্রুত বুকিং দিন। ১০০ চূড়ান্ত হয়ে গেলে আর নেওয়া হবে না।

যোগাযোগ করুন-
01711 400460 (হোয়াটসঅ্যাপ)

Address

25/B, Purana Paltan
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Boinama Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category