Fouziya Akter Bonna

Fouziya Akter Bonna Assalamualaikum I'm a professional Digital marketer.

Organic shampoo is made from natural, plant-based ingredients without synthetic chemicals. It typically avoids harsh det...
15/01/2024

Organic shampoo is made from natural, plant-based ingredients without synthetic chemicals. It typically avoids harsh detergents like sulfates and relies on botanical extracts to cleanse and nourish hair. Organic shampoos aim to promote healthier hair and reduce environmental impact through sustainable sourcing. Keep in mind that the term "organic" can vary in meaning, so it's essential to check product labels for certifications and specific ingredient details.Organic shampoos are often favored for several reasons. They typically contain natural ingredients without synthetic chemicals, reducing the risk of irritation or allergic reactions. Organic shampoos may also be environmentally friendly, as they often use sustainable farming practices and avoid harmful pesticides. Additionally, some users believe that organic ingredients can provide gentler care for the hair and scalp, promoting overall hair health.

FREELANCING  AND DIGITAL MARKETING(1)Freelancing : ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম "Freelancing" শব্দ...
17/11/2023

FREELANCING AND DIGITAL MARKETING

(1)Freelancing : ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম "Freelancing" শব্দটি ব্যবহৃত হয়েছে।

★Freelancing মূলত এমন একটি পেশা যেখানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ঘরে বসেই অর্থ উপার্জন করা যায়। লক্ষ করলে দেখা যায় বাংলাদেশের বেকারত্বের সমস্যা অনেক বেশি। জনসংখ্যার প্রায় ৫৫% শিক্ষার্থী এবং ৬৭.৮% বেকার। বেকারত্ব কমিয়ে আনতে Freelancing এর গুরুত্ব অপরিহার্য। এটা চাকরির মতোই শুধু পার্থক্য একটাই চাকরির ক্ষেত্রে ঘরের বাইরে গিয়ে কাজ করতে হয় এবং বসের অর্ডার ফলো করে কাজ করতে হয় কিন্তু Freelancing এ ঘরে বসে আমরা কাজ করতে পারবো এবং কোনো বসের অর্ডার ফলো না করে Freelancing এ
"নিজেই নিজের বস"হয়ে কাজ করা যায়।
Freelancing এর অন্যতম বৈশিষ্ট্য "টাইম ইজ মানি"।

★আমরা Freelancing এর বিভিন্ন সেক্টর দেখতে পাই তার মধ্যে অন্যতম একটি হলো Digital marketing এছাড়াও রয়েছে Graphic Design, web design and web development এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করলে দেখা যাবে সবচেয়ে বেশি উপরে রয়েছে Digital marketing বতর্মানে এর মাধ্যমে প্রচুর পরিমাণ সুযোগ-সুবিধা রয়েছে যার ফলে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

★Freelancing এর সবচেয়ে বহুল প্রচলিত ওয়েবসাইট হচ্ছে ফাইভার,ফ্রিল্যান্সার,আপওয়ার্ক ইত্যাদি।

★ বতর্মানে আয় ও ফ্রিল্যান্সার সংখ্যার দিক থেকে ওপরের স্থানে আমেরিকার দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে ব্রাজিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশের মাুনষও বেশি উৎসুক এর প্রমাণ হিসেবে দেখা যায় বাংলাদেশের আয় ও ক্রমবর্ধমান উপার্জনে অষ্টম অবস্থানে রয়েছে।

(2)★★Digital marketing: ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস জানতে হলে প্রায় ৩২ বছর পিছনে যেতে হবে। ১৯৯০ সালের কথা, তখন বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হিসেবে আর্চির যাত্রা শুরু হয় মাত্র কয়েক শো ওয়েব লিস্টিং এর মাধ্যমে। কিন্তু এই সংখ্যা টা এখন বিলিয়ন এ রুপ লাভ করেছে। আর এই আর্চির যাত্রার মাধ্যমেই ডিজিটাল মার্কেটিং এর সূত্রপাত ঘটেছে।

★★এবার আলোচনা করা যাক Digital marketing নিয়ে। Digital marketing মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকে বুঝায়।সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আবার ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমেও হতে পারে। আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন: টিভি,রেডিও ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রচার করা যায়। আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে Digital marketing এর ভূমিকা অপরিহার্য।

★Digital marketing এর কিছু ধাপ সম্পর্কে জেনে রাখা ভালো এগুলো প্রয়োগ হয় সবচেয়ে বেশি। যেমন সার্চ, ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,কনটেন্ট, সোশ্যাল মিডিয়া,এসফলিয়েট,ইমেল, ই-কমার্স প্রোডাক্ট,সিপিএ মার্কেটিং।

★বর্তমান সময়ের সবচেয়ে গ্রোইং সেক্টর গুলোর মধ্যে অন্যতম হল ডিজিটাল মার্কেটিং। ২০২০ সালে এসে ডিজিটাল মার্কেটিং এর মার্কেট সাইজ প্রায় ৩৬০-৩৮০ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতিনিয়তই এই মার্কেটটি বড় হচ্ছে। যত নতুন নতুন ব্যবসার জন্ম হচ্ছে এই পৃথিবীতে তত ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বাড়ছে। তাই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ অনেক অনেক উজ্জল এবং সূদরপ্রসারী।

★ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলে দেখা যাবে যে সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।এই সংখ্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যত বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে তত বেশি পন্যের মার্কেটিং করা যাবে।বর্তমান বিশ্বে প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ফোন ব্যবহার করে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম।জেনে অবাক হবো যে,একটা স্ট্যাটিসটিক্রের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে প্রায় ৫৮% বিক্রেতা মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্য।এছাড়াও আরও সার্ভে রেজাল্ট দেখিয়েছে সারা বিশ্বে ৫৫% মানুষ কোন যেকোনো পণ্য ক্রয়ের জন্য সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। ৪৩% ই কমার্স ক্রেতা গুগোলে সার্চ দিয়ে তাদের পছন্দ ই কমার্স ওয়েবসাইটে আসে। বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। ৭০% ক্রেতা কোন পণ্য কেনার আগে ইন্টারনেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করে না।আরো একটি মজার বিষয় হচ্ছে ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মাধ্যমেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান।

★★পরিশেষে বলতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। তবে ব্যাপারটা বলা যত সহজ করাটা ঠিক তার থেকে কয়েকগুণ বেশি কঠিন।

Address

Dhaka
1360

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 11:50 - 21:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801935235741

Alerts

Be the first to know and let us send you an email when Fouziya Akter Bonna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fouziya Akter Bonna:

Share