16/03/2025
ঘটনাটি শাঁখারী বাজারের ক্যামেরা বন্দি হয়েছে । মুরুব্বি ভদ্রলোক শাঁখারী বাজারে প্রবেশ করেন হোলি খেলা চলাকালীন এবং তার গায়ে যেন ছোটো ছেলে মেয়েরা ভুল করেও রঙ না দেয় তাই এলাকার লোকজনরা তাকে গার্ড দিচ্ছেন। এমন কি তাকে দেখে বারান্দা থেকে রঙ ছোড়া বন্ধ করেন আশেপাশের মানুষগুলো ।
ভারতের এইসব দেখে,বাংলাদেশের থেকে শিক্ষা নেওয়া উচিত !!!