18/05/2025
রাত ৪.২৩! নুরুল হক নুর তার একজন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের কৈফিয়ত চাইতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে দাঁড়িয়ে আছে!
ঘটনাটি গত শুক্রবার রাতের, শুক্রবার দুপুরে নুর ভাই আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক Nazmul Hasan এর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়, ওখান থেকে নরসিংদী জেলার প্রোগ্রামে মাগরিবের পূর্ব মূহুর্তে গিয়ে পৌঁছায়।
সংক্ষেপে বক্তব্য শেষ করে স্থানীয় মসজিদে নামাজ পড়ে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় করে প্রোগ্রামস্থল ত্যাগ করে।
এরপর রাত ৯টার দিকে নরসিংদীর একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের সাথে ডিনার শেষ করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা করে।
ঝড়বৃষ্টির মধ্যে বাসায় আসতে আসতে আমারই রাত ১১টা বেজেছে, ভিপির বাসা আমার বাসা থেকে আরো দূরে হওয়ায় স্বাভাবিকভাবেই তার আরো বেশি সময় লেগেছে।
রাত ১.৩৫! হঠাৎ নুর ভাই উচ্চতর পরিষদের গ্রুপে মেসেজ দিয়েছে আমাদের শেরেবাংলা থানার একজন সহযোদ্ধাকে থানায় আটক করেছে, উনি ঐ থানার ওসি এবং ঐ অঞ্চলের এসপিকে কল দেওয়ার পর তারা আন্তরিকতার সাথে বলেছে মামলাটির সাথে স্বয়ং একজন উপদেষ্টা জড়িত, তাই উপদেষ্টা লেভেলের কারো সুপারিশ ছাড়া তাকে থানা থেকে ছাড়তে পারবে না!
অনেক রাত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোনে না পেয়ে ভিপি রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় চলে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুমে থাকায় নুর ভাই রাত ২টা থেকে ৫টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার নিচে অবস্থান করে, এবং পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তার সহযোদ্ধাকে থানা থেকে মুক্ত করে!!
জাস্ট চোখ বন্ধ করে একবার ভাবুন! কোন নেতা সারাদিন এত জার্নি করার পর তার কর্মীর জন্য এভাবে ছুটে যাবে?
নুরুল হক নুরের সমালোচনা করার অনেক কারণ থাকতে পারে, তবে রাজনীতির মাঠে নুরুল হক নুরের বিকল্প নেতা আমি এখনো দেখিনি।
সমালোচকদের হাজারো সমালোচনা মাড়িয়ে নুরুল হক নুর এই পর্যন্ত আসছে, সমালোচনা মাড়িয়েই ভবিষ্যতে নুরুল হক নুর তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।
আব্দুজ জাহের
উচ্চতর পরিষদ সদস্য, জিওপি।