বিএম ফররুখ আহমেদ

বিএম ফররুখ আহমেদ দপ্তর সম্পাদক
গণঅধিকার পরিষদ
মাগুরা জেলা।

https://www.facebook.com/share/p/1HUCfL4Xph/
20/05/2025

https://www.facebook.com/share/p/1HUCfL4Xph/

মাগুরা প্রতিদিন : গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহমুক্তিযুদ্ধ এবং জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক মাগুরার সন্তান...

❤️❤️
19/05/2025

❤️❤️

18/05/2025

রাত ৪.২৩! নুরুল হক নুর তার একজন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের কৈফিয়ত চাইতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে দাঁড়িয়ে আছে!
ঘটনাটি গত শুক্রবার রাতের, শুক্রবার দুপুরে নুর ভাই আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক Nazmul Hasan এর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়, ওখান থেকে নরসিংদী জেলার প্রোগ্রামে মাগরিবের পূর্ব মূহুর্তে গিয়ে পৌঁছায়।
সংক্ষেপে বক্তব্য শেষ করে স্থানীয় মসজিদে নামাজ পড়ে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় করে প্রোগ্রামস্থল ত্যাগ করে।
এরপর রাত ৯টার দিকে নরসিংদীর একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের সাথে ডিনার শেষ করে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা করে।
ঝড়বৃষ্টির মধ্যে বাসায় আসতে আসতে আমারই রাত ১১টা বেজেছে, ভিপির বাসা আমার বাসা থেকে আরো দূরে হওয়ায় স্বাভাবিকভাবেই তার আরো বেশি সময় লেগেছে।

রাত ১.৩৫! হঠাৎ নুর ভাই উচ্চতর পরিষদের গ্রুপে মেসেজ দিয়েছে আমাদের শেরেবাংলা থানার একজন সহযোদ্ধাকে থানায় আটক করেছে, উনি ঐ থানার ওসি এবং ঐ অঞ্চলের এসপিকে কল দেওয়ার পর তারা আন্তরিকতার সাথে বলেছে মামলাটির সাথে স্বয়ং একজন উপদেষ্টা জড়িত, তাই উপদেষ্টা লেভেলের কারো সুপারিশ ছাড়া তাকে থানা থেকে ছাড়তে পারবে না!
অনেক রাত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোনে না পেয়ে ভিপি রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় চলে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুমে থাকায় নুর ভাই রাত ২টা থেকে ৫টা পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার নিচে অবস্থান করে, এবং পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তার সহযোদ্ধাকে থানা থেকে মুক্ত করে!!

জাস্ট চোখ বন্ধ করে একবার ভাবুন! কোন নেতা সারাদিন এত জার্নি করার পর তার কর্মীর জন্য এভাবে ছুটে যাবে?

নুরুল হক নুরের সমালোচনা করার অনেক কারণ থাকতে পারে, তবে রাজনীতির মাঠে নুরুল হক নুরের বিকল্প নেতা আমি এখনো দেখিনি।
সমালোচকদের হাজারো সমালোচনা মাড়িয়ে নুরুল হক নুর এই পর্যন্ত আসছে, সমালোচনা মাড়িয়েই ভবিষ্যতে নুরুল হক নুর তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।

আব্দুজ জাহের
উচ্চতর পরিষদ সদস্য, জিওপি।

17/05/2025

গণঅধিকার পরিষদ মাগুরা জেলার পক্ষ থেকে সদর উপজেলার ইছাকাদা এলাকায় ফুটবল বিতরণ কর্মসূচি।

10/05/2025

আওয়ামীলীগ নিষিদ্ধ

কলিকাতা হারবালেও কাজ হলো না।🤣এইজন্য বলে বাঘের লেজে পা দিতে নেই।
10/05/2025

কলিকাতা হারবালেও কাজ হলো না।🤣
এইজন্য বলে বাঘের লেজে পা দিতে নেই।

৯ই মে শুক্রবার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।
08/05/2025

৯ই মে শুক্রবার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।

03/05/2025

আমার নেতা নুরুল হক নুর সঠিক সময়ে সাহসীকতার সাথে বড় স্বপ্ন দেখে বলেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছেলেটি আজ জনতার ভিপি নুর❤️❤️
আলহামদুলিল্লাহ। 👍বিএম.

গণঅধিকার পরিষদ গণমানুষের দল!!  প্রেক্ষাপট বিবেচনায় গণঅধিকার পরিষদেই হবে গণমানুষের শেষ আশ্রয়স্থল।এগিয়ে যাচ্ছে গণঅধিকার পর...
03/05/2025

গণঅধিকার পরিষদ গণমানুষের দল!! প্রেক্ষাপট বিবেচনায় গণঅধিকার পরিষদেই হবে গণমানুষের শেষ আশ্রয়স্থল।
এগিয়ে যাচ্ছে গণঅধিকার পরিষদ

02/05/2025

আশুলিয়ায় ভিপি নুরের সমাবেশে ঝাকে ঝাকে লোক জমা হচ্ছে।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জিরাবো স্কুল এন্ড কলেজ মাঠ সমাবেশে মাগ...
01/05/2025

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জিরাবো স্কুল এন্ড কলেজ মাঠ সমাবেশে মাগুরা জেলার নেতৃবৃন্দের উপস্থিতি।
সময় যেরকমই থাকুক না কেন গণঅধিকার পরিষদ এর জন্য ঘরে বসে থাকতে পারিনা।গণঅধিকার পরিষদ এর আমার আত্মার বন্ধন আদর্শের বন্ধন।
ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে গণঅধিকার পরিষদ এর বাংলাদেশ।
জনতার নেতা ভিপি নুরুল হক নুর ❤️
জনতার অধিকার আমাদের অঙ্গিকার।

Address

Gazipur
Dhaka
DHAKA1207

Telephone

+8801780241527

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএম ফররুখ আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিএম ফররুখ আহমেদ:

Share