The University Press Limited (UPL)

The University Press Limited (UPL) A leading publisher in Bangladesh with an aim to build a knowledge-based society. www.uplbooks.com

সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর প্রবন্ধে নানা বিষয়কে বিচিত্র দিক থেকে প্রাঞ্জল অথচ ঋজু ভাষায় উন্মোচিত করে দেখান। তথ্যে ও তত্...
02/11/2025

সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর প্রবন্ধে নানা বিষয়কে বিচিত্র দিক থেকে প্রাঞ্জল অথচ ঋজু ভাষায় উন্মোচিত করে দেখান। তথ্যে ও তত্ত্বে ভারাক্রান্ত নয় তাঁর প্রবন্ধ। অনায়াসে তিনি জটিল ও দুরূহ সব বক্তব্যকে পাঠযোগ্য ও বোধগম্য করে তোলেন পাঠকের জন্য । কিন্তু পাঠককে শুধু আনন্দ দেওয়া তাঁর লক্ষ্য নয়, তিনি চিন্তা জাগান, অনুসন্ধানী হতে সাহায্য করেন।

'স্বাধীনতার স্পৃহা সাম্যের ভয়' বইয়ের পনেরোটি প্রবন্ধে নানা প্রসঙ্গ আছে, যা রাষ্ট্র থেকে কবিতা পর্যন্ত বিস্তৃত । কিন্তু সবগুলো প্রবন্ধের গভীরে রয়েছে একটি বিষয়, স্বাধীনতার আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা প্রভাবিত হয় সাম্যের ভয়ের দ্বারা। এ ভয়ের আবার নানান রূপ ।

সাম্য ও স্বাধীনতাকে অনেক সময় পরস্পরবিরোধী মনে হয়, মনে করার কারণও আছে। এ বইয়ে স্বাধীনতা ও সাম্যের আপদ-বিপদের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
সূচি:
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
সাম্য ও স্বাধীনতা
সমাজ, দর্শন ও বাস্তবতা
বিজ্ঞানের সামাজিকতা
নবজাগরণের আসা না-আসা
রবীন্দ্রনাথের রাষ্ট্র ও সমাজ-চিন্তা
চাঁদ ও কাস্তে
আধ্যাত্মিক রাজনীতি
অবনতের আত্মোন্নতি
পদাঘাত, নয়তো পরিহাস
পণ্যেরও পণ্য
অক্টোবর বিপ্লবের সাংস্কৃতিক তাৎপর্য
চীনের কাছ থেকে শেখার
বাংলাদেশের বুর্জোয়াদের জাতীয়তাবাদ
মৌলবাদের শক্তি কোথায়
দয়া ও মায়া

২০% ছাড়ে ৩০০ টাকার বইটি ২৪০ টাকায় সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নাম্বারে।












#সিরাজুলইসলামচৌধুরী
#স্বাধীনতারস্পৃহা
#সাম্য
#প্রবন্ধ
#চিন্তাজাগ্রত
#রাষ্ট্রওকবিতা
#স্বাধীনতাএবংসাম্য

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় হত্যাকাণ্ডগুলোর একটি হলো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা। ১৯৮১ সালের ...
01/11/2025

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় হত্যাকাণ্ডগুলোর একটি হলো প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা। ১৯৮১ সালের সেই ভয়াল রাত শুধু একজন রাষ্ট্রনেতার মৃত্যুর দিন ছিল না, বরং তা ছিল একটি যুগের অবসান ও আরেকটি অস্থির সময়ের সূচনা। যে মানুষটি এক সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনিই পরবর্তীতে এক নতুন রাজনৈতিক দর্শনের প্রবর্তন করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। কিন্তু সেই ক্ষমতা তাকে কতটা নিরাপত্তা দিতে পেরেছিল?

Assassination of Ziaur Rahman and the Aftermath বইয়ের লেখক, যিনি তখন চট্টগ্রামের ডেপুটি কমিশনার ছিলেন, অত্যন্ত কাছ থেকে দেখেছেন জিয়াউর রহমানের জীবনের শেষ অধ্যায়। তার বিবরণ অনুযায়ী, জিয়ার জনপ্রিয়তা তখন তুঙ্গে ছিল, কিন্তু তিনি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন তার মূল ক্ষমতার ভিত্তি—মুক্তিযোদ্ধা ও সামরিক বাহিনীর কিছু অংশ থেকে।
তার রাজনৈতিক কৌশল, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতিকে পুনর্বাসনের বিষয়টি, অনেকের মধ্যেই অস্বস্তির জন্ম দেয়।

তারই ধারাবাহিকতায়, ১৯৮১ সালের মে মাসের শেষ দিকে চট্টগ্রামে সফরের সময় একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এই হত্যার সাথে জড়িত ছিলেন সেনাবাহিনীরই কিছু কর্মকর্তা, কিন্তু এর পেছনে ষড়যন্ত্র কতদূর বিস্তৃত ছিল, তা আজও অজানা। রাষ্ট্রীয় তদন্ত, সামরিক কোর্ট মার্শাল, এমনকি বিচারিক অনুসন্ধানেও প্রকৃত সত্য বের হয়নি। বরং সময়ের সাথে সাথে সত্য হারিয়ে গেছে গুজব, রাজনৈতিক কৌশল আর ইতিহাসের পাতা ওল্টানোর মাঝে।

এ বইতে শুধু জিয়ার হত্যাকাণ্ডই নয়, বরং তার ক্ষমতা দখল থেকে শুরু করে রাজনীতির উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়েছে। কীভাবে তিনি একদল মুক্তিযোদ্ধা অফিসারের সহায়তায় ক্ষমতায় এলেন, কীভাবে তিনি বিএনপি গঠন করলেন, এবং কীভাবে শেষপর্যন্ত তার নিজের ঘনিষ্ঠ মহল থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হলেন—এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন লেখক।

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#জিয়াউর_রহমান #বাংলাদেশ_রাজনীতি #সামরিক_অভ্যুত্থান #রাজনৈতিক_ষড়যন্ত্র #বিএনপি #বাংলাদেশি_জাতীয়তাবাদ #মেজর_জেনারেল_মঞ্জুর

গ্রাম থেকে শহরে আসা জনগোষ্ঠীর জীবনের গল্প তাদের গানের চর্চার মধ্যে খোঁজার চেষ্টা করেছেন সুমন রহমান তাঁর 'Migration of ...
01/11/2025

গ্রাম থেকে শহরে আসা জনগোষ্ঠীর জীবনের গল্প তাদের গানের চর্চার মধ্যে খোঁজার চেষ্টা করেছেন সুমন রহমান তাঁর 'Migration of Metaphors' বইতে। তিনি দেখিয়েছেন, ভাগ্যবিড়ম্বিত জনগোষ্ঠীর এই শহরে আসার বেদনাত্মক আখ্যান কীভাবে বাংলা গানে আরবান ফোক নামক একটা রোমাঞ্চকর জাঁরার জন্ম দিয়েছে বাংলাদেশে। গান এবং গরিবির এই নাগরিক যোগাযোগ সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, গণমাধ্যম অধ্যয়ন, নগরায়ন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী যে-কোনো পাঠককে চিন্তার খোরাক জোগাবে। পরিচিত শহুরে বস্তি এবং চেনাশোনা নানান গানের এই যুগলবন্দী নতুন তাত্‌পর্য নিয়ে হাজির হবে পাঠকের সামনে।

সুমন রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি পড়াশুনা করেছেন দর্শন, উন্নয়ন অধ্যয়ন, সাউথ এশিয়া স্টাডিজ এবং সাংস্কৃতিক অধ্যয়নে। পিএইচডি করেছেন অসে্ট্রলিয়ার দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যাণ্ড থেকে। সাহিত্যের সৃজনশীল এবং মননশীল উভয় শাখাতেই স্বচ্ছন্দ এই লেখকের গল্পগ্রন্থ "নিরপরাধ ঘুম" ২০১৮ সালে প্রথম আলো বর্ষসেরা বই হিসেবে পুরস্কৃত হয়েছে।

২০% ছাড়ে বইটির মূল্য মাত্র ৬৪০ টাকা। বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।

#লোকগীতি #পল্লীগীতি #সমাজবিজ্ঞান #নৃবিজ্ঞান #সংস্কৃতি #গবেষণা #নতুনবই #ইউপিএল #ইউপিএলবুকস

বাংলাদেশের ইতিহাসের দুইটি আকর্ষণীয় প্রসঙ্গ চা বাগান এবং পুরান ঢাকা, আর এগুলোর বর্ণনা যদি হয় নিখুঁত এবং হাস্যরসাত্মক, তাহ...
01/11/2025

বাংলাদেশের ইতিহাসের দুইটি আকর্ষণীয় প্রসঙ্গ চা বাগান এবং পুরান ঢাকা, আর এগুলোর বর্ণনা যদি হয় নিখুঁত এবং হাস্যরসাত্মক, তাহলে তো কথাই নেই! লেখক আনোয়ারুল আজিম তাঁর জীবনের একটি অংশ কাটিয়েছেন চা বাগানে। চা বাগানে অতিবাহিত সেই জীবনের গল্প বলে "My Life in Tea"। এই ঝরঝরে ভাষায় লেখা আত্মজীবনীতে পাঠকেরা চা বাগানের বৈচিত্র্যময় সংস্কৃতি, সেখানকার উৎপাদন ব্যবস্থা, চা বাগানে ব্যবহৃত পরিভাষাগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিনের সাধারণ এক কাপ গরম চা-এর পেছনে কী পরিমাণ শ্রম ঢালতে হয় সেই তথ্য পাঠককে নতুনভাবে ভাবাবে। বইটিকে আরও সমৃদ্ধ করেছে উনিশ শতকের মাঝামাঝি থেকে পুরান ঢাকা কেমন ছিলো, তার অসাধারণ বিবরণ।

পঞ্চাশের দশকের সাদাকালো ঢাকাকে জীবন্ত করে তুলেছেন আনোয়ারুল আজিম তার স্মৃতিকথায়। সেইসাথে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাখ্যান, মধ্যবিত্ত পরিবারের মানসিক-সামাজিক দিক, চা-বাগানের উপর মুক্তিযুদ্ধের প্রভাব এবং শহরের জীবন এবং চা-বাগানের জীবনের মধ্যে পার্থক্য। বইটির পাতায় পাতায় পাঠকেরা শুধুমাত্র চা বাগানের সৌন্দর্যের বিবরণই নয়, বরং চা-বাগানের সংস্কৃতিতে ব্রিটিশ প্রভাব এবং বিদ্যমান শ্রেণিবিন্যাস সম্পর্কে জানতে পারবেন। এই বইটি লেখক আনোয়ারুল আজিমের ঘটনাবহুল এবং দুঃসাহসিক জীবনের একটি প্রাণবন্ত বিবরণ।

'My Life in Tea'-এর ছাড়কৃত মুল্য মাত্র ৭৭০ টাকা। বইটি অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১- এই নম্বরে।

#আত্মজীবনী #স্মৃতিকথা #চাবাগান #ঢাকা #ইউপিএল #দিইউনিভার্সিটিপ্রেসলিমিটেড #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল

বিশ গেরামের গল্প বইটির মূল লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বহুস্তর-বিশিষ্ট দৈব নমুনা চয়নের ভিত্তিতে বাছাইকৃত ২০টি ...
01/11/2025

বিশ গেরামের গল্প বইটির মূল লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বহুস্তর-বিশিষ্ট দৈব নমুনা চয়নের ভিত্তিতে বাছাইকৃত ২০টি গ্রামের চার দশকব্যাপী ঘটে যাওয়া আর্থ-সামাজিক রূপান্তর উপস্থাপন করা। সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব চিন্তাভাবনা বা অনুভূতিকে নির্ভর করে গ্রাম রূপান্তরের এই গল্প উপস্থাপন করা হয়েছে। গল্প তৈরিতে নির্দিষ্ট ছকে বাঁধা কোনো প্রশ্নমালা ছিল না। বেছে নেওয়া হয়েছে এক নবধারামূলক পদ্ধতি বাড়ির উঠোনে বসে, চায়ের স্টলে আড্ডা দিয়ে কিংবা ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে জানতে চাওয়া হয়েছে রূপান্তর নিয়ে মানুষের বক্তব্য।

তবে প্রতিটি গল্পের শেষে গ্রামের ওপর কিছু মৌলিক পরিসংখ্যান সংযোজন করা হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান বা পরিমাণগত উপাত্ত প্রধানত তাদের জন্য যারা উলিয়াম পেটির পথ ধরে মনে করেন যে, শব্দের চেয়ে সংখ্যার গুরুত্ব বেশি কিংবা পরিসংখ্যান ব্যতীত অর্থনীতির আলোচনা অর্থহীন। যাই হোক, গল্পে উঠে আসা এই গ্রামের মানুষের অনুভূতি থেকে মনে হবে ঘটে যাওয়া রূপান্তর যেন সিনেমা বা নাটকের দৃশ্য-নায়ক-নায়িকা ও ভিলেনের ভূমিকা যেমন আছে তেমনি আছে সিকোয়েন্স ও সাসপেন্স সম্বলিত অ্যাকশন । গ্রামের অধিকাংশ মানুষ মনে করেন যে, গ্রাম রূপান্তরের পেছনে মোটা দাগে অবদান রেখেছে কৃষিতে আধুনিক প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও এনজিও। এসবের কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, প্রজনন হার কমেছে ও খামার ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। অধিকাংশ মানুষের ধারণা তাঁরা আগের চেয়ে 'ভালো' ও 'সুখী' আছেন; 'ওলড্ ইজ গোল্ড' এমন ভাবনা কারও মধ্যে লক্ষ্য করা যায় না।

মানুষের কাছ থেকে শোনা গ্রামভিত্তিক গল্পগুলো অনেকটা ছোট গল্পের মতো – ‘শেষ হয়ে হইল না শেষ’। শেষ হবার কথাও নয়: উন্নয়ন প্রক্রিয়া বহমান বিধায় গল্পও শেষ হয় না। আশা করি বইটি সর্বশ্রেণির পাঠকের মন জয় করতে সক্ষম হবে।

অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে। এছাড়া সরাসরি কল করতে পারেন +৮৮০১৯১৭৭৩৩৭৪১- এই নম্বরে। আর ৮০০ টাকার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি।

#বইপ্রেমী #বই #বাংলাদেশ

৮-১০ বছর বয়সী শিশুদের নতুন নতুন ইংরেজি শব্দ আকর্ষণীয়ভাবে শেখানোর জন্য প্রকাশ করা হয়েছে Vocabulary Voyage বইটি। শিশুদের ...
01/11/2025

৮-১০ বছর বয়সী শিশুদের নতুন নতুন ইংরেজি শব্দ আকর্ষণীয়ভাবে শেখানোর জন্য প্রকাশ করা হয়েছে Vocabulary Voyage বইটি। শিশুদের ইংরেজি ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে রঙ্গিন ছবি, বয়সপোযোগী ভাষা ও প্রাসঙ্গিক শব্দগুলোকে সংকলন করা হয়েছে। ইংরেজি ভাষা শিক্ষার প্রক্রিয়াকে এই বইটি একইসাথে আনন্দদায়ক ও কার্যকরী করে তুলবে ।
* ইংরেজি শব্দের ইংরেজি অর্থ
*রঙিন ছবি
*বয়সপোযোগী সহজ এবং বোধগম্য শব্দের ব্যবহার

২০ শতাংশ ছাড়ে বইটি অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#শিশুশিক্ষা
#ভোকাবুলারিশেখা

#রঙ্গিনশিক্ষা
#ইংরেজি_শব্দ

#বইপাঠ
#শিশুদেরইংরেজি



#শব্দভাণ্ডার

বাংলাদেশে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় মিথ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে। আসলেই কি তাই? পড়ুন গবেষক ক্যাম...
31/10/2025

বাংলাদেশে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় মিথ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে। আসলেই কি তাই? পড়ুন গবেষক ক্যামেলিয়া দেওয়ানের 'Misreading the Bengal Delta: Climate Change, Development and Livelihoods in Coastal Bangladesh' বইটি ।

সূচি:
Foreword by K. Sivaramakrishnan
Introduction: Climate Reductive Translations in Development
Chapter One: Simplifying Embankments
Chapter Two: Translating Climate Change
Chapter Three: Assembling Fish, Shrimp, and Suffering in a Saltwater Village
Chapter Four: Entangling Rice, Soil, and Strength in a Freshwater Village
Chapter Five: Surviving Inequality
Conclusion: Misreading Climate Change

বইটির ছাড়কৃত মূল্য ৯৬০ টাকা। অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি সুবিধা।
বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১ এই নম্বরে।

#ইউপিএল #পরিবেশ #বদ্বীপ #জলবায়ু

সিলেটের সাথে বাংলা ও আসামের সাংস্কৃতিক বন্ধন গভীর, জটিল ও বিচিত্র। ঐতিহ্যিকভাবে সিলেট কি বাংলাদেশের অংশ, নাকি আসামের? সি...
31/10/2025

সিলেটের সাথে বাংলা ও আসামের সাংস্কৃতিক বন্ধন গভীর, জটিল ও বিচিত্র। ঐতিহ্যিকভাবে সিলেট কি বাংলাদেশের অংশ, নাকি আসামের? সিলেটের ভাষা কি বাংলা, অসমিয়া না কি সিলেটি? ১৯২৭ সালে আসাম পার্লামেন্টে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে সিলেটের প্রতিনিধিদের ভূমিকা কি ছিলো?

সিলেটের বর্তমানের ওপর সিলেটের অতীতের রয়েছে বিশাল ভূমিকা। ১৯৪৭ সালে গণভোটে সিলেট যেভাবে যুক্ত হয়েছিলো পূর্ববাংলার সাথে, ভারতভাগের ইতিহাসে তা অন্য যে কোন অঞ্চলের চাইতে অনেক বেশি ঘটনাবহুল ছিল। অথচ এই সময়ের সিলেটের রাজনীতি, সমাজ, সংস্কৃতিবিষয়ক কোনো গভীর গবেষণা হয়নি।

কেন সিলেটের ভূমিব্যবস্থা পূর্ববাংলা এবং আসামের চাইতে আলাদা? বিলাতে সিলেটিদের অভিগমন কিভাবে শুরু হলো? বৃটিশ বিরোধী আন্দোলনে সিলেটের ঐতিহ্য কি ছিলো?
বাংলাদেশের ইতিহাসের বৈচিত্র বুঝতে, এবং সিলেটের স্বাতন্ত্র ও অনন্যতা উপলব্ধি করতে "সিলেটের ইতিহাস" বইটি বিকল্পহীন। লেখকের গবেষণামূলক গ্রন্থ "বিলাতে বাঙালি অভিবাসন" ইতিমধ্যেই সকলের মাঝে উচ্চ প্রশংসা পেয়েছে। তার সর্বশেষ গ্রন্থ "সিলেটের ইতিহাস"-এ ফারুক আহমেদ গবেষক হিসেবে তার শ্রম ও একাগ্রতার ধারা অব্যাহত রেখেছেন।

লন্ডনে এত বিশাল সিলেটি জনগোষ্ঠী কীভাবে তৈরি হলো? কারা ছিলেন লস্কর নামে পরিচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাল তোলা জাহাজের সেই নাবিকেরা? বিলাতে বাঙালির অভিবাসনের শুরুটাই যথেষ্ট রোমাঞ্চকর। কিন্তু সময় যতই গড়িয়েছে, অভিবাসনকে কেন্দ্র করে ঘটনার ঘনঘটা ক্রমাগতই বেড়েছে।

লেখক ফারুক আহমদ বিগত প্রায় তিন দশক থেকে বিলাতের বাঙালিদের ওপর গবেষণা করে আসছেন। বিলাতের বাঙালির অভিবাসনের অনালোচিত ও বিস্মৃত-প্রায় চারশ বছরের ইতিহাস নিয়ে এই কাজটি তিনি বহু বছরের পরিশ্রমে সম্পন্ন করেছেন।

অর্ডার করতে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#সিলেটেরইতিহাস #সিলেট #বাংলাদেশ #আসাম #বাংলাভাষা #সিলেটিবাসী #গণভোট #বাংলাদেশইতিহাস #বৃটিশবিরোধীআন্দোলন #সিলেটেরঐতিহ্য #বিলাতেবাঙালি #ফারুকআহমেদ

"গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ কোন পথে যাবে, দেশে গণতন্ত্র আর জবাবদিহি প্রতিষ্ঠিত হবে নাকি দীর্ঘমেয়াদি নৈরাজ্য গ্রাস করবে?...
31/10/2025

"গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ কোন পথে যাবে, দেশে গণতন্ত্র আর জবাবদিহি প্রতিষ্ঠিত হবে নাকি দীর্ঘমেয়াদি নৈরাজ্য গ্রাস করবে? পৃথিবীর আরও যেসব রাষ্ট্র নানা সময়ে এমন সংকটের মুখে পড়েছে, তারা কীভাবে উত্তরণ করেছে? কোন কোন রাষ্ট্র উত্তরণে আদৌ সক্ষম হয়নি? বইটিতে লেখক অধ্যাপক আলী রীয়াজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। " প্রথমআলোর নিউজ লিংক কমেন্টে।

১৯১৪ সালে দুই বোন জন আর রুমার লন্ডন ছেড়ে এসেছিল পূর্ববঙ্গের শীতলক্ষ্যার তীর ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জ নামের একটি কর্মচঞ্চল,...
31/10/2025

১৯১৪ সালে দুই বোন জন আর রুমার লন্ডন ছেড়ে এসেছিল পূর্ববঙ্গের শীতলক্ষ্যার তীর ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জ নামের একটি কর্মচঞ্চল, প্রাণপ্রাচুর্যে ভরা বন্দর নগরীতে। ব্রিটিশ উপনিবেশের ওই পর্বটিতে পাঁচটি বছর তাদের বাবার কর্মসূত্রে তারা নারায়ণগঞ্জে শৈশব-কৈশোর কাটিয়েছেন, সেই সময়ের স্মৃতি নিয়ে লিখেছেন Two Under the Indian Sun বইটি, প্রথমবার প্রকাশিত হয়েছিল ১৯৬৬ সালে। সে বইটিরই দারুণ সাবলীল অনুবাদ বাংলার রোদে আমরা দু’বোন।

বিংশ শতকের শুরুর দিকের বাংলা জনপদের পটভূমিতে লেখা এ স্মৃতিকথায় উঠে এসেছে সেসময়ের স্থাপত্য, নদী, বন্দর, যোগাযোগ ব্যবস্থা, সেসময়ের সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের জীবনাচরণ, শ্রেণি ও পেশার বিভেদ, সহাবস্থান, সামাজিক উৎসব সহ গডেন পরিবারের আনন্দ ও বিষাদময় বিভিন্ন সময়ের আখ্যান। এই স্মৃতিকথায় ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে কর্মরত একজন ব্রিটিশ কর্মকর্তার সাথে স্থানীয় মানুষের সম্পর্কের বিবরণ যেমন পাওয়া যায়, তেমনই বাংলার সুন্দরবন, মানুষ ও পরিবেশ কেমন করে দুই ইংরেজ কিশোরীর স্মৃতিময় প্রিয় ঠিকানা হয়ে ওঠে—সেটিও সুখপাঠ্য কোনো উপন্যাসের মতো পাঠকের কাছে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে।

জন গডেন ও রুমার গডেন ভারতবর্ষের পটভূমিতে লেখা জীবনস্পর্শী গল্পের জন্য পরিচিত দুজন খ্যাতিমান ঔপন্যাসিক। জন গডেন (১৯০৬-১৯৮৪)-এর জন্ম ভারতের আসামে, এবং রুমার গডেন (১৯০৭-১৯৯৮)-এর জন্ম ইংল্যান্ডের সাসেক্সে। দুই বোনের মধ্যে সাহিত্যচর্চায় তুলনামূলক বেশি জনপ্রিয়তা পেয়েছেন রুমার, তার একাধিক রচনা আশ্রয় করে তৈরি হয়েছে সিনেমাও। বাবার চাকরিসূত্রে শৈশব থেকে কৈশোরে পদার্পনের সময়টুকু নারায়ণগঞ্জে কাটিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেও, দু’বোনই আবার ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং জীবনের একটি বড় অংশ পৃথিবীর এ প্রান্তেই কাটিয়েছেন।

বইতির অনুবাদক মোহাম্মদ নূরুজ্জামান পেশায় স্থপতি, প্যাশন চলচ্চিত্র নির্মাণে আর হতে চেয়েছিলেন লেখক। এ যাবৎ নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আম-কাঁঠালের ছুটি এবং মাস্তুল উভয়ই একাধিক আন্তর্জাতিক ও দেশীয় পুরস্কার অর্জন করেছে। প্রথম প্রকাশিত গ্রন্থ: নিজেদের সিনেমা, নিজেদের পথঘাট।

অর্ডার করতে করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১-- এই নম্বরে।
#নারায়ণগঞ্জ #ব্রিটিশশাসনামল #উপনিবেশ, #ব্রিটিশকর্মকর্তা, #বন্দর, #সুন্দরবন, #নদী, #নৌকা #স্মৃতিকথা

হজ পালনে কোনো ত্রুটি হলে আজীবন সেই আক্ষেপ রয়ে যায়, তাই সকল হাজির জন্যই হজ পালনের নিয়মকানুন নিখুঁতভাবে জানাটা জরুরি। কী ক...
31/10/2025

হজ পালনে কোনো ত্রুটি হলে আজীবন সেই আক্ষেপ রয়ে যায়, তাই সকল হাজির জন্যই হজ পালনের নিয়মকানুন নিখুঁতভাবে জানাটা জরুরি। কী কী কাজ করলে হজ বাতিল হয়ে যেতে পারে বা হজ শুদ্ধ করতে হলে কী কী করতে হবে–এই প্রশ্নগুলো অনেকেই করেন। হাজিদের জন্য তাই প্রয়োজন এমন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, যা থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন সম্ভব। আবার, সবসময় তো বড়ো একটি বই নিয়ে ঘোরা যাবে না। তাই দরকার ছোটো একটি বই, যা হাতব্যাগ বা পকেটেই রাখা যায়।

অস্ট্রেলিয়ান ধর্মপ্রচারক আবু মুনীর ইসমাইল ডেভিড্স রচিত ‘’Getting the Best out of Al-Hajj (pilgrimage)’’ বইটির বাংলায় অনুবাদ করা হয়েছে ‘’হজ পালনের শ্রেষ্ঠ উপায়‘’ নামে এবং একই নামে এই বইটির আছে একটি পকেট-সংস্করণ। লেখক ১৯৮৯ সালে নিজের হজ সম্পাদনের পরে সেখানে ১৫ বছর বসবাস করার পরে কুরআন-সুন্নাহ ও হজযাত্রীদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে বইটি রচনা করেন। বইটিতে প্রথমেই রয়েছে হজের পরিচয়; পরে ক্রমান্বয়ে এর প্রকারভেদ ও কোন প্রকারের হজ পালনে কী কী সুবিধা লাভ করা যাবে। এ ছাড়াও রয়েছে হজের ফরজ ও ওয়াজিব কী; ইহরাম বাঁধার নিয়ম কী; ইহরাম মুক্ত হওয়ার পরে কী কী কাজ সম্পাদন করতে হবে–এসবের বিবরণ। তাওয়াফ কত প্রকার এবং কীভাবে তাওয়াফ করতে হবে, সাফা-মারওয়ায় কীভাবে সা’য়ি করতে হবে, মসজিদুল হারামে প্রবেশের সুন্নত, সেখানে নামাজ পড়ার সওয়াব ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন পাঠক।

হাদি (হাজিদের জন্য কোরবানির পশু জবাই) প্রেরণ ও হজ পালনের সময় কোন কোন বিষয় ছুটে গেলে দম দিলেই হজ শুদ্ধ হবে, আবার কী কী কাজ করলে হজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কেও জানা যাবে। বইটিতে রয়েছে মিনা-মুজদালিফা-আরাফার ময়দানের ধর্মীয় অনুশীলন ছাড়াও কীভাবে জামারায় শয়তানকে উদ্দেশ্য করে কঙ্কর (পাথর) নিক্ষেপ করতে হবে।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এটি আর্থিক ইবাদতের পাশাপাশি শারীরিক ইবাদত হিসেবে সারাবিশ্বের সামর্থ্যবান মুসলিমরা পালন করে থাকেন। ফলে আদায়কৃত ইবাদতটি যদি সঠিকভাবে সম্পন্ন না হয় অথবা ভুল হয়ে যায়, তা হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শারীরিক কষ্টও বৃথা যাবে। ‘’হজ পালনের শ্রেষ্ঠ উপায়‘’ বইটি পড়লে হজে পালনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিই এ ইবাদতকর্ম-সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবেন। বইটিতে হজের পূর্ব-পরিকল্পনা থেকে শুরু করে এ ধর্মীয় অনুশীলনটির নিয়মনীতি পাঠক সহজেই বুঝতে পারেন–এমনভাবে বর্ণনা করা হয়েছে। বইটি পড়লে একজন পাঠক জানতে পারবেন, মহানবি (স.) কোন পদ্ধতিতে হজ করতেন বা তিনি কোন পদ্ধতিতে হজ করার পরামর্শ দিয়েছেন। মদিনা শরিফ জিয়ারত করা হজের অংশ না হলেও লেখক বইয়ে মদিনা শরিফ জিয়ারত, এমনকি ইসলামের প্রথম দুই খলিফার কবর কীভাবে জিয়ারত করতে হবে, সে সম্পর্কেও বলেছেন।

অস্ট্রেলিয়ান ধর্মপ্রচারক আবু মুনীর ইসমাইল ডেভিড্‌স রচিত ‘Getting the Best out of Al-Hajj (pilgrimage)’ বইটি দারুসসালাম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটি বাংলায় অনুবাদ করা হয়েছে ‘হজ পালনের শ্রেষ্ঠ উপায়’ নামে। লেখক ১৯৮৯ সালে নিজের হজ সম্পাদনের পরে সেখানে ১৫ বছর বসবাস করার পরে কুরআন-সুন্নাহ ও হজযাত্রীদের থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে বইটি রচনা করেন।

#হজপালন #হজ #হাজি #ওমরা #ওমরাহ্‌ #ইহরাম #তাওয়াফ #আমল #দোয়া #মক্কা #মদিনা #মিনা #আরাফাত #মুহরীম #ইসলাম #ইসলামিক #মুমিন #মুসলিম #হজপালনেরনিয়ম #ধর্মীয়শিক্ষা #ইসলাম #মুসলিম #হজ #নারী #পুরুষ #বৃদ্ধ #শিশু #ইদ্দতকাল #ঋতু #হায়েজ #হজপালন #হজ #হাজি #ওমরা #ওমরাহ্‌ #উমরাহ #ইহরাম #তাওয়াফ #আমল

রাজশাহী বিভাগীয় বইমেলায় ইউপিএল! এই মেলায় ইউপিএলের সব বই পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে!   আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সে...
31/10/2025

রাজশাহী বিভাগীয় বইমেলায় ইউপিএল! এই মেলায় ইউপিএলের সব বই পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে!

আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই', আকবর আলি খানের 'পরার্থপরতার অর্থনীতি'-র মতো বইয়ের প্রকাশক ইউপিএল বাংলাদেশে গত পাঁচ দশক ধরে ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সাহিত্য ও গবেষণামূলক বইয়ের প্রধানতম খনি। এই ভান্ডারে আরও যুক্ত হয়েছে ফ্রান্সিস বুকাননের জার্নি টু সাউথ ইস্ট বেঙ্গল, ভেলাম ভান সেন্দেলের "বাংলাদেশ: ইতিহাস ও জনপদের সংস্কৃতি" কিংবা রেহমান সোবাহানের আত্মজীবনী। মওদুদ আহমেদের সব বইও মিলবে এই বইমেলায়। আরো আছে সুন্দরবনের ডাকাতদের নিয়ে সাংবাদিক মোহসিন উল হাকিমের "রূপান্তরের গল্প", জয়া চ্যাটার্জির "বাংলা ভাগ হলো" কিংবা ইউভাল নোয়া হারারির "স্যাপিয়েন্স" এর মত পাঠকপ্রিয় গ্রন্থ।

গবেষণাগ্রন্থের পাশাপাশি শিশুদের বইয়েও থাকবে বিশেষ ছাড়।

#বইমেলা #জনপ্রিয়বই #গবেষণা #সাহিত্য #ইউপিএল #জ্ঞানভিত্তিকসমাজগঠনেইউপিএল #বইমেলা #আইন #সুশাসন #দুর্নীতি #বাংলাদেশ #জবাবদিহিতা #স্বচ্ছতা #অধিকার #সরকার #আমলা #দুদক




Address

R H Home Centre, Suite 232-239, Level 3, 74/B/1 Green Road
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801917733741

Alerts

Be the first to know and let us send you an email when The University Press Limited (UPL) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The University Press Limited (UPL):

Share