08/11/2023
নেতার ছেলে মেয়েরা বিদেশে লেখা পড়া,
কর্মীরা দলের পিছনে ছুটতে গিয়ে তাদের ছেলে মেয়েরা লেখা করতে পারেনা ,মিছিল মিটিং এ নেতারা পিছনে কর্মীরা সামনে মাঠে ময়দানে কর্মীরা মরে অথচ নেতারা এসি রুমে বসে বেনসন সিগারেট মদের বোতল হাতে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করার চিন্তা করে, ক্ষমতায় আসার পড়ে কর্মীদের আর খবর থাকে না।
এটাই বাস্তব।