Riyad Mollah

Riyad Mollah White Rose

08/08/2025

গুড নাইট সবাইকে

08/08/2025

নামজারি মানেই জমির মালিকানা নয়
নামজারি মূলত ভূমি রেকর্ডে কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার একটি প্রশাসনিক প্রক্রিয়া। এটি মালিকানা প্রমাণের একটি প্রাথমিক দলিল হতে পারে, তবে চূড়ান্ত মালিকানা নয়। মূল মালিকানা নির্ধারিত হয় আইনি দলিল (যেমনঃ দলিল, হেবা, ওয়ারিশান), দখল, ও আদালতের রায় দ্বারা।

🔸 মিস কেসের মাধ্যমে নামজারি বাতিল কীভাবে হয়?
মিস কেস হচ্ছে ভূমি অফিসের মাধ্যমে ভুলভাবে নামজারি হয়ে গেলে তার সংশোধনের জন্য করা একটি মামলা/আবেদন।

✅ উদাহরণ:
কারও নাম ভুলভাবে নামজারি হয়ে গেছে।

কোনো জাল দলিলের ভিত্তিতে নামজারি হয়েছে।

আসল মালিক বাদ পড়ে অন্য কেউ নামজারি করে নিয়েছে।

এমন ক্ষেত্রে আসল মালিক বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে মিস কেস দায়ের করতে পারেন।

⚖️ মিস কেসের মাধ্যমে কী হতে পারে?
নামজারি বাতিল হতে পারে।

পুনঃনামজারি (রেকর্ড সংশোধন) করা যেতে পারে।

আইনি ও সত্যিকার মালিককে নামজারির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়।

📌 মনে রাখবেন:
নামজারি বাতিল বা সংশোধনের জন্য যথাযথ প্রমাণ ও কাগজপত্র দরকার।

যদি এসিল্যান্ড অফিসে সমাধান না হয়, তবে সিভিল কোর্টে মামলা করতে হয়।

06/08/2025

গুড নাইট

05/08/2025

৫ই আগষ্টের স্বাধীনতা

04/08/2025

মজা মজা মজা

02/08/2025

মাগো মাগো মাগো

01/08/2025

গুড নাইট

29/07/2025

সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা

28/07/2025

Good night

27/07/2025

দেখেন ভাই কি অবস্থা হয়

20/02/2025

ব্যাক টু ব্যাক

Address

Dhaka

Telephone

+8801619105386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyad Mollah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riyad Mollah:

Share

Category