12/12/2024
আমরা যদি সবার কাছে প্রশংসনীয় হতে চাই, সবার পছন্দের মানুষ হতে চাই ছয়টা অভ্যাস বা কাজ আমাদের অবশ্যই করতে হবে।
১. মানুষকে গুরুত্ব বা সম্মান দিতে হবে। মানুষের জন্য সত্যিকার আগ্রহ থাকতে হবে। তার ভালো দিকগুলোতে নজর দিতে হবে।
২. প্রান খুলে হাসতে হবে।
৩. মানুষের নাম মনে রাখতে হবে কারণ একজন মানুষের নাম তার জীবনের সবচেয়ে মধুর আর গুরুত্বপূর্ণ শব্দ। অবশ্যই অবশ্যই তার নামকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। কেউ তার নামের ভুল উচ্চারণ পছন্দ করে না ।
৪. একজন ভালো শ্রোতা হবে। মানুষকে তার নিজের সম্পর্কে বলার উৎসাহ দিতে হবে। কেউ যখন কথা বলবে মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে। কেউ যখন কথা বলে তখন অন্য কাজ করাকে মানুষ তার কথা না শোনা বা অসম্মান করা হিসেবে বিবেচনা করে।
৫. কারো সাথে গল্প করলে বা কথা বললে সামনের মানুষ যে ধরনের কথা বলতে পছন্দ করে তার সাথে সেই টপিকে কথা বলা। এতে করে দুই তরফা আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হয়। সব সময় অপর মানুষকে জানার একটা আগ্রহ থাকতে হবে। যাকে আপনি যত ভালো জানতে পারবেন তার সাথে আপনার সম্পর্ক তত সুন্দর হবে।
৬. একদম মন থেকে মানুষকে গুরুত্ব দিতে হবে। ছোট বড় সবাইকে। শুধু মানুষের প্রশংসা করে অনেক বড় বড় জিনিস করা যায়।
এই ছিলো How to win friends and influence people এর দ্বিতীয় অধ্যায়ের মূল কথা।