Rebeka Islam Tohfa

Rebeka Islam Tohfa Hello, I'm Rebeka Islam Tohfa. I mainly talk about fashion, apparel, lifestyle, books and whatever I like.

হ্যালো, আমি রেবেকা ইসলাম তোহ্ফা।

আমি মূলত ফ্যাশন, পোশাকশিল্প, জীবনধারা, বই এবং টুকটাক যা ভালো লাগে তাই নিয়ে কথা বলি, আসলে অনেক বলি।

আমার ইচ্ছা আমরা যে যা শিখবো, সবাই একসাথে শিখবো। যেন সবাই সবাইকে সাহায্য করতে পারি। নিজে অনেক ভালো কিছু করার চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে করবো।

সবশেষে সবার জন্য অনেক ভালোবাসা�

আমরা যদি সবার কাছে প্রশংসনীয় হতে চাই, সবার পছন্দের মানুষ হতে চাই ছয়টা অভ্যাস বা কাজ আমাদের অবশ্যই করতে হবে। ১. মানুষকে...
12/12/2024

আমরা যদি সবার কাছে প্রশংসনীয় হতে চাই, সবার পছন্দের মানুষ হতে চাই ছয়টা অভ্যাস বা কাজ আমাদের অবশ্যই করতে হবে।

১. মানুষকে গুরুত্ব বা সম্মান দিতে হবে। মানুষের জন্য সত্যিকার আগ্রহ থাকতে হবে। তার ভালো দিকগুলোতে নজর দিতে হবে।

২. প্রান খুলে হাসতে হবে।

৩. মানুষের নাম মনে রাখতে হবে কারণ একজন মানুষের নাম তার জীবনের সবচেয়ে মধুর আর গুরুত্বপূর্ণ শব্দ। অবশ্যই অবশ্যই তার নামকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। কেউ তার নামের ভুল উচ্চারণ পছন্দ করে না ।

৪. একজন ভালো শ্রোতা হবে। মানুষকে তার নিজের সম্পর্কে বলার উৎসাহ দিতে হবে। কেউ যখন কথা বলবে মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে। কেউ যখন কথা বলে তখন অন্য কাজ করাকে মানুষ তার কথা না শোনা বা অসম্মান করা হিসেবে বিবেচনা করে।

৫. কারো সাথে গল্প করলে বা কথা বললে সামনের মানুষ যে ধরনের কথা বলতে পছন্দ করে তার সাথে সেই টপিকে কথা বলা। এতে করে দুই তরফা আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হয়। সব সময় অপর মানুষকে জানার একটা আগ্রহ থাকতে হবে। যাকে আপনি যত ভালো জানতে পারবেন তার সাথে আপনার সম্পর্ক তত সুন্দর হবে।

৬. একদম মন থেকে মানুষকে গুরুত্ব দিতে হবে। ছোট বড় সবাইকে। শুধু মানুষের প্রশংসা করে অনেক বড় বড় জিনিস করা যায়।

এই ছিলো How to win friends and influence people এর দ্বিতীয় অধ্যায়ের মূল কথা।

05/06/2024
20/04/2024

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ

09/01/2024

"এখনকার দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, রিস্ক না নেয়াই সব থেকে বড় রিস্ক" - জাকারবার্গ

31/12/2023
কোন কিছু করার জন্য যখন টাকার কথা আসে, আমরা বেশির ভাগ মানুষই  তখন একটু নড়েচড়েই বসি। পৃথিবীর সিংহভাগ মানুষই চায় যেভাবে চলত...
09/12/2023

কোন কিছু করার জন্য যখন টাকার কথা আসে, আমরা বেশির ভাগ মানুষই তখন একটু নড়েচড়েই বসি। পৃথিবীর সিংহভাগ মানুষই চায় যেভাবে চলতেছে চলতে থাক, অন্তত মাস গেলে টাকা তো আসবে! চিন্তা তো নাই! শান্তি তো আছে! নিরাপদ তো আছি! যেভাবে চলছে চলুক না! যেদিন অনেক টাকা হবে সেদিন না হয় স্বপ্নের পিছনে ছুটবো, স্বপ নিয়ে কাজ করব! আসলে তখন আমাদের স্বপ্ন আমাদের তাড়া করে না, ভয় কাজ করে, ভয় তাড়া করে। আশে পাশে তাকালেই দেখা যায়, যারা এই ভয়কে কাবু করতে পারে তারাই তাদের স্বপ্নের পিছনে ছুটতে পারে ভালোভাবে।

ছোটবেলায় আলাদিনের দৈত্যর গল্প ছিল না? আবার মিনারও ছিল। মানুষ করতে চাইলে পারে না,  এমন কিছু আছে বলে আমার মনে হয় না। এই তি...
29/11/2023

ছোটবেলায় আলাদিনের দৈত্যর গল্প ছিল না? আবার মিনারও ছিল। মানুষ করতে চাইলে পারে না, এমন কিছু আছে বলে আমার মনে হয় না। এই তিন ইচ্ছাও তেমনি। আমার কথা শুনতে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিংবা হাস্যকরই হয়ত! কিন্তু এই তিন ইচ্ছা দুনিয়ার সহজতম ইচ্ছা।

***১ম ইচ্ছা, কাজ না করে টাকা ইনকাম করা।- ইউটিউবে কিছু কোয়ালিটি ভিডিও বানায় আপলোড দিলে আজ না হয় কাল ইনকাম হবে। Freepik, Envato tuts, Shopify ও ট্রাই করা যায়।

*** ২য় ইচ্ছা, কষ্ট না পেয়ে কারো ভালোবাসা পাওয়া। - কারো কাছ থেকে ভালোবাসার বদলে আমরা যে কিছু না কিছু আশা করতে থাকি মূলত এই কারনেই বুঝি কষ্ট পাই আমরা। আমি খুব ইমোশনাল একটা মানুষ তাই এটা আমি খুব ভালোভাবেই নিজের সাথে মিলাতে পারি। আমি একটা জিনিস দেখছি আমি আল্লাহকে যেদিন থেকে ভালোবাসি আমার অনেক কষ্ট গায়েব হয়ে গেছে, আমার অনেক মুশকিল সময়, যেটা কোনভাবেই সমাধান পাওয়ার আশা আমি করি নি- কিভাবে যেন ঐ সময় পার হয়ে গেছে।

***৩য় ইচ্ছা, আমি ভরপেট খাবো কিন্তু মোটা হবো না।- শাকসব্জি অনেক ভালো এক্ষেত্রে সাথে অল্প হাটাহাটি। কিন্তু সমস্যা হচ্ছে আমার মন আর জিহবা অনেক লোভী। যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমাদের তা বেশি মজা লাগে।

14/11/2023

"দোয়ার শক্তি এত বেশি যে, তা বান্দার তকদীর পর্যন্ত বদলে দিতে পারে।'' (তিরমিজি- ২১৩৯)

04/09/2023

What are you afraid of losing when nothing in this duniya actually belongs to you??

02/09/2023

September will be filled with happiness.

September will be filled with blessings.

September will be filled with positivity.

September will be filled with progress.

September will be filled with kindness.

September will be filled with opportunity.

September will be filled with love.

IN SHA ALLAH.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rebeka Islam Tohfa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rebeka Islam Tohfa:

Share