সত্যের কলম

সত্যের কলম ডিজিটাল সত্যের কলম গাইডলাইন
(4)

24/05/2025

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন?

23/05/2025

প্রয়োজনে নিজেকে বদলে ফেলার নাম'ই জীবন।

তাই অভ্যাস বলতে কিছু নেই।
অভ্যাস গুলো ছাড়ুন নিজেকে পরিবর্তন করুন।
এবং আপনার গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করুন নিজেকে বদলে ফেলুন ইনশাল্লাহ আপনার সফলতা অবশ্যই আসবে।

25/11/2023

জন্মের পর থেকে কারো কাছে কোন কর্য করিনি.
না খেয়ে থেকেছি বহুবেলা।
বুকের হাড় গুলো গোনা যেত, আমাকে দেখলে বুঝা যেত দ্বিতীয় বিশ্ব-যুদ্ধে মানুষ কতটা অসহায় ছিল.!

একবার না খেয়ে থাকার কারণে জ্ঞান হারালাম. তবুও কর্য করলাম না . জ্ঞান ফিরলে শুনলাম.
মাথাপিছু ঋণ লাখ টাকা 🙂

গল্প হলেও বাস্তবতার সাথে মিল 😃

23/11/2023

আজকে নানি নামক প্রিয় মানুষটা কে নিজহাতে মাটির ঘরে রেখে আসলাম.😢
ফরিয়াদ হে...মাওলা তুমি দুনিয়ায় করা ভুল গুলো খমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিও.🤲😥

সবার নিকট দোয়ার মোহতাজ 🖤

জীবন বড় আশ্চর্যকারী.!জাদুকবী এক উপহার. কারো কাছে বৃস্টি বিলাশ.কারও কাছে বেঁচে থাকার লড়াই।
23/11/2023

জীবন বড় আশ্চর্যকারী.!
জাদুকবী এক উপহার. কারো কাছে বৃস্টি বিলাশ.
কারও কাছে বেঁচে থাকার লড়াই।

আলহামদুলিল্লাহ🖤নানান প্রতিকূলতার মধ্যেও আজ ২২ নভেম্বর'২৩, বুধবার আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুজুরের উদ্বোধনী বয়ানে...
22/11/2023

আলহামদুলিল্লাহ🖤
নানান প্রতিকূলতার মধ্যেও আজ ২২ নভেম্বর'২৩, বুধবার আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুজুরের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে চরমোনাইর ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো.
আগামী ২৫ নভেম্বর'২৩, শনিবার বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ.

উক্ত মাহফিলকে আল্লাহ তায়ালা কবুল করুক.
বাংলাদেশের দূরদূরান্ত থেকে মাহফিলে যারা অংশ নিয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি. সহিসালামতে গন্তব্যে ফিরে আসতে পারে সেই প্রত্যাশা করছি.
-আমিন 🤲

21/11/2023

সফল তো সে—যে অসংখ্য পথভোলা মানুষের মাঝে রব'এর পক্ষ থেকে হেদায়াতের আলো পেয়েছে। এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ সফলতা। 💚

রমাদান মাসের শুভ আগমন ঘটতে যাচ্ছে. 🍁রমজানের ৩০ টি রোজা পরিপূর্ণভাবে আদায় করার জন্য এখন থেকেই ট্রেনিং শুরু করতে পারেন শম...
20/11/2023

রমাদান মাসের শুভ আগমন ঘটতে যাচ্ছে. 🍁
রমজানের ৩০ টি রোজা পরিপূর্ণভাবে আদায় করার জন্য এখন থেকেই ট্রেনিং শুরু করতে পারেন শম ও বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে.যা রাসূল (সা) তাঁর জীবদ্দশায় রেখেছিলেন😍

আল্লাহ সবার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিক
-আমিন 🤲

20/11/2023

একজন মুমিনের ক্যারিয়ার, তার জীবনের লক্ষ্য কি বাকি সবার মতো? মানুষ ক্যারিয়ার বলতে তার টাকা এবং সম্মানকে বোঝে। গোটা জীবন ছুটে বেড়ায় এসব অর্জনের পেছনে। অথচ মুমিন বিশ্বাস করে টাকা, রিজিক, এবং সম্মান আসে আল্লাহ তাআলার কাছ থেকে।

আমাদের ক্যারিয়ারটা হবে অন্যান্য মানুষের চেয়ে আলাদা। একজন মুমিনের ক্যারিয়ার হবে মূলত দুইটা উদ্দেশ্যে, একটা হচ্ছে দাওয়াহ, আরেকটা হচ্ছে, সাদাকাহ। একজন মুমিন অনেক উপরে উঠবে, সম্পদ উপার্জন করবে তবে সেটা হবে তার আখেরাতের পারপাসকে কেন্দ্র করে।

19/10/2023

🍂🍂

খুব সরল হয়ে বাঁচতে চাই, 🙂যতটা সরল হলে মানুষ কষ্ট দিয়ে শান্তি পায়, ঠিক ততটাই সরলতা নমনীয়তা আমার নসিব হোক। 😊
18/10/2023

খুব সরল হয়ে বাঁচতে চাই, 🙂
যতটা সরল হলে মানুষ কষ্ট দিয়ে শান্তি পায়, ঠিক ততটাই সরলতা নমনীয়তা আমার নসিব হোক। 😊

18/10/2023

আমরা তো বেঁচে থাকি যাবতীয় বিষাদে 'সব ভালো হয়ে যাবে,'এইটুকু আশাতে!🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের কলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category