Zarna Akter

Zarna Akter I am Zarna Akter. I'm a professional digital marakter

লুমিনাস আইটি ইনস্টিটিউটের সাথে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ! 🚀💼আপনার ক্যারিয়ারে এক ...
13/11/2024

লুমিনাস আইটি ইনস্টিটিউটের সাথে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ! 🚀💼

আপনার ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যেতে এবং ফ্রিল্যান্সিং দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে লুমিনাস আইটি ইনস্টিটিউট দিচ্ছে বিস্তৃত ডিজিটাল মার্কেটিং কোর্স। চলুন জেনে নেওয়া যাক আমাদের কোর্সের কিছু গুরুত্বপূর্ণ ফিচার!👇

আমাদের কোর্সে যা পাচ্ছেনঃ

ডিজিটাল মার্কেটিং বেসিক: ১২টি ক্লাস 🎯

ক্লায়েন্ট কমিউনিকেশন ইংলিশ: ৮টি ক্লাস 💬

ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স: ৭টি ক্লাস 🏆

বাচ ডকুমেন্ট লাইভ সাপোর্ট: ৫টি ক্লাস 🔥

মোট ৭২টি লাইভ ক্লাস, যা আপনাকে এক্সপার্ট করে তুলবে!

কোর্সের বিশেষ সুবিধাসমূহঃ

🎖 নিজের দায়িত্বে ফ্রিল্যান্সিং: ১০০% নিশ্চিত ক্যারিয়ার।

🏅 প্রফেশনাল ট্রেনিং: ১০০% লাইভ ক্লাস, রেকর্ড সেশনের সুবিধা।

🔑 মেন্টর সাপোর্ট: লাইফটাইম ক্লাস ও আপডেট সুবিধা।

🕐 ক্লাসের সময়সীমা: সপ্তাহে ২ দিন (৩ ঘণ্টা করে)।

🏆 সার্টিফিকেট প্রাপ্তি: কোর্স শেষে পাবেন সার্টিফিকেট, যা ফ্রিল্যান্স মার্কেটে আপনাকে এগিয়ে রাখবে।

লুমিনাস আইটি ইনস্টিটিউটের কোর্সে অংশগ্রহণ করে নিজেকে দক্ষ ডিজিটাল মার্কেটার এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলুন! 🌟

hightlight

বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে অভ্যাস গুলো নিজের মধ্যে তৈরি করতে হবে:১. স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের একটা ...
12/11/2024

বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে অভ্যাস গুলো নিজের মধ্যে তৈরি করতে হবে:
১. স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের একটা তালিকা করতে হবে।
২. ৯ টা – ৫ টা ভুলে যেতে হবে। কাজ হবে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ, অন্তত ক্যারিয়ারের শুরুর ৫-৭ টা বছর।
৩. এই ৫-৭ টা বছর উজার করে দিতে হবে ভালোলাগার কাজটার প্রতি,
৪. এই রকম ভাববার কোন কারণ নাই যে সব আইডিয়া সফল হবে, তবে হাল ছাড়া যাবে না। একটা রাস্তা বন্ধ হলে, আরেকটা রাস্তা খুলে যাবে...
৫. কোন অভিযোগ, অজুহাত বা বাহানা খোঁজা যাবে না, খুঁজতে হবে সমাধান
৬. আপনার কোন কাজটা করতে বেশী ভালো লাগে, এটা খুঁজে বের করতে হবে বার বার নিজের সাথে কথা বলে
৭. গতানুগতিক নয় একটু ব্যতিক্রমি কিছু করতে হবে
৮. একই সঙ্গে ২ বা ৩ টা কাজ (চাকরী বা ব্যবসা) করা যায়, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে
৯. প্রতিদিন অন্তত ৪৫ মিনিট দৌড়ান, কাজের গতি বেড়ে যাবে
১০. বার বার নিজেকে বলুন আমি “পারবো”, কখনো আপনাকে দিয়ে হবে না - এটা চিন্তাই করবেন না।
১১. আপনাকে দিয়ে “সম্ভব না” – এটা না বলে “সম্ভাবনা” খুঁজুন। ঐ একই কাজ আরেকজন পারলে, আপনি কেন পারবেন না!
১২. নিজেকে চালানোর নিয়ন্ত্রন নিজের হাতে নিয়ে নিন, নিজের সিদ্ধান্ত নিজে নিন
১৩. সপ্তাহে কারো অন্তত একটা উপকার করুন, মন ভালো থাকবে
১৪. সময় নষ্ট করা যাবে না একদিনও, কারণ সময় একদিন আর আপনাকে সময় দিবে না
১৫. এবং শুরু করতে হবে

কথাগুলো: ইকবাল বাহার স্যারের

11/07/2024
 #ফ্রিলান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই, সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-ফ্রীতে শিখতে চাওয়া...
08/12/2023

#ফ্রিলান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই, সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-

ফ্রীতে শিখতে চাওয়া।
ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
শুরু করলেই ইনকাম করা যায়।
সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হতে হলে তাকে কতটা পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করতে হয়। তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে।
ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুনতো
ডক্টর হতে ইঞ্জিনিয়ার হতে কত বছর লাগে তাকি ভেবে দেখেছেন? আর আপনি ভাবছেন ১ সপ্তাহে আপনি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন। ভাই একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৪-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন। আর যদি হয় লম্বা কোর্স তাহলে তো কোনো কোথায় নাই।

তাই সঠিক জায়গায় ইনভেস্ট করে, সঠিকটা শিখুন। নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন। জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা।
তাই আজই নিজেকে গড়ে তুলুন।

#ফ্রিল্যান্সিং

ABOUT FFREELANCINGFreelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষঅভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে জড়িত কাজ ...
13/11/2023

ABOUT FFREELANCING
Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষঅভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেয়তাই, অন্যরা তাদের প্রয়োজন হিসেবে আপনাকে কাজ দিবে, এবং সেই কাজ যদি আপনি জানেন, তাহলে নির্ধারিত সময়ে আপনার তাকে সেই কাজ করে দিতে হবেএক্ষেতের, আপনার এমন কিছু দক্ষতা (skills) বা কাজ জানা থাকতে হবে, যেগুলি লোকেরা আপনার থেকে কিনতে চাইবেন বা করাতে চাইবেন।

#পটো #বেস্ট #ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সার

"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড''ইনশাআল্লাহ আমিও পেয়ে যাবো 😇🥰😍✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি...
20/10/2023

"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড''
ইনশাআল্লাহ আমিও পেয়ে যাবো 😇🥰😍

✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি কার্ড। যে আইডি কার্ডে থাকবে ফ্রিল্যান্সার হওয়ার পেশাগত পরিচয় এবং ক্ষমতা।
ফ্রিল্যান্সাররা প্রচুর টাকা ইনকাম করেন কিন্তু তা একদিনে বা একসপ্তাহে হয় নি।এর পেছনে থাকে বহু রাত জাগা এবং নিরলস পরিশ্রম। একজন ফ্রিল্যান্সারের ইনকাম অবশ্যই একজন ১ম শ্রেণী কর্মকর্তার বেতনের চাইতে কয়েকগুণ বেশি।

✅কিন্তু এই অর্থ শুধু সে নিজের জন্যই আয় করে না বরং দেশের অর্থনীতিতে বিরাট একটা অবদান রাখছে।একজন ফ্রিল্যান্সারের আয়ের সিংহভাগই হচ্ছে বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিতে বিরাট এক অবদান।

✅অবশেষে সেই সুদিন আসতে চলেছে যখন মানুষ ফ্রিল্যান্সিং কেও আর দশটা পেশার মতো স্বাভাবিক ভাববে।

Photography #পটো #বেস্ট #ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সার

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন। ২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠেসকাল ...
11/10/2023

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ
১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন।
২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠে
সকাল ১১-০১টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"
৪। এরা ঘুঘুর মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।
৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।
৬। কাজ করার সময় যদি এদেরকে কফি
দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।
৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।
৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।
৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।
১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে।
❤️❤️❤️

#পটো #বেস্ট #ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সার Photography

- নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবল...
09/10/2023

- নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।

প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী হতে। হোক সেটা পার্সোনাল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা সাংসারিক জীবনে আর্থিক সচ্ছলতার মাধ্যমে সুখ বয়ে আনতে।

এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরাই চাইলেও তা পারে না কারন বর্তমানে যে চাকরির করুন পরিস্থিতি
আর কেউ কেউ চাকরি পেলেও যাতায়াত, সময় নিয়ে অফিস করা, সাংসারিক জীবনইত্যাদি, আরও অনেক কারনেও ইচ্ছা থাকলেও চাকরি করা সম্ভব হয় না

তাই ফ্রিল্যান্সিং ই সেরা একটা পেশা যেখানে কোনো ধরা-বাধা সময় নাই কাজ করার জন্য।
যাতায়াত বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় না, কারন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বায়ার দের কাজ করে ইনকাম করা যাচ্ছে।
তাই বসে না থেকে নারী উদ্যোক্তা হন❤️❤️

# ডিজিটাল মাকেটিং
#ফ্রিল্যান্সার #ফ্রিল্যান্সিং #বেস্ট #পটো # Photography

➤ যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য আজকে ফ্রিল্যান্সিংয়ের কমন কিছু প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ 🥰➤ প্রশ্নঃ...
03/10/2023

➤ যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য
আজকে ফ্রিল্যান্সিংয়ের কমন কিছু প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ 🥰
➤ প্রশ্নঃ-
☞ ফ্রিলান্সিং কি?
☞ আমি ফ্রিলান্সিং করতে চাই!
☞ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
☞ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে

★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।

★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।

★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারবেন।

Address

123North Mugda. Dhaka1214
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zarna Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarna Akter:

Share