01/05/2025
মানুষ নিজের জীবনে অনেক দুঃখ অনুভব করে,প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে,কারোর মনে এই দুঃখ থাকে যে,-সে তার বাবা মায়ের সব ইচ্ছে পুরন করতে পারেননি,
কেউ এটা ভেবে দুঃখ পান যে,-সে চিরকাল সদাচার করেছেন সৎ কর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়,
কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার সামনে তিনি শত্রু হয়ে ওঠেছেন বা খারাপ হয়ে
ওঠেছেন,যেখানে তিনি কোনো অনুচিত বা অন্যায় কাজই করেননি..এবার এই সমস্ত নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে ,তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন নিজেকে ,যে আপনি যা করেছেন তা আদো করা কি উচিত ছিলো নাকি অনুচিত,
এখন যেটা প্রয়োজন সেটা হলো,এটা বোঝায় যে আপনার অন্তর মন আপনার বিবেক আপনাকে কি বলছে,আর আপনার অন্তর মন আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু আপনি সেটাই করবেন.আর তারপরে এই সমাজ/সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না,কারন এই সংসার/সমাজ তো স্বয়ং ঈশ্বর কেও প্রশ্ন করে থাকেন , ঈশ্বর কেও দোষী মনে করেন.
যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না ,তখন মানুষ এটা বলে যে "হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না",আপনি অনেক কঠোর -এটা আপনিই ঘটিয়েছেন এটা আপনার দোষ,"
যেখানে বেশিরভাগ সময়ই সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আবার কখনও কখনও ঈশ্বর হয়ত আরও ভালোকিছু তারজন্য পরিকল্পনা করে রাখে,কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না...তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বোঝতে হবে,আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগিয়ে যেতে থাকুন..😊