
04/09/2025
হে আমার প্রাণের প্রিয় নবী ❤️,
আপনি আমাদের ইসলাম'কে নিয়ে এসেছেন, আপনি আমাদের ইসলাম'কে প্রচার করেছিলেন,
আবার
আপনি চলে গিয়েছেন আপনার প্রিয় বন্ধুর সাক্ষাতে,
পৃথিবীতে তখনও আমার আগমন ঘটেনি, জন্ময়নি কালের বহু,রথি,মহারথি। আপনি ছিলেন, আপনি ছিলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আজও কত গল্প হয়, কত স্লোগান হয় মাশরিক থেকে মাগরিবে।
অথচ আপনি নেই। আপনি নেই ইয়া রাসূলাল্লাহ! এই বিরহী আর্তনাদ কেউ কি শুনতে পাবে!
নির্জনতার মাঝে দাঁড়িয়ে --- সেই গল্প আমি কাকে বলবো?
----
তুমি যে নূরের রবি,
নিখিলে ধ্যানেরও ছবি,
তুমি না এলে এই দুনিয়ায়,
আঁধারে ডুবিত সবি,
ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসুল সালাম আলাইকা,
ইয়া হাবীব সালাম আলাইকা,
সালাওয়া তুল্লাহ আলাইকা,