20/10/2023
বর্তমান সময়ে দেশের এই পরিস্থিতিতে আয়ের সেরা মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং।
মজার ব্যাপার হচ্ছে মোবাইল ফোন দিয়েও ফ্রিল্যান্সিং শুরু করে এই সেক্টরে ক্যারিয়ার করা যায়।
আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই প্রতিভাবান, আর আপনার প্রতিভা বিকাশের দায়িত্ব প্রয়োজন কেবল আগ্রহ এবং নিয়মিত অনুশীলনের।
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটি সরাসরি ভূমিকা পালন করছে।
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন।|
ধন্যবাদ 🖤
প্রতিটি মানুষের মাঝেই আছে সম্ভাবনা-তবুও প্রথাগত কাজের সাথে যুক্ত না হতে পারলে একজন মানুষকে বেকার বলে আখ্যায়িত করা হয়। এই শব্দটি একটি মানুষের আত্মবিশ্বাস ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট। তবে নিজের উপর বিশ্বাস থাকলে এমনটি আর হওয়ার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে মূল্যবান সময়কে কাজে লাগিয়ে স্কিল অর্জন করে আপনিও হতে পারেন সফল ফ্রিল্যান্সার। এক্ষেত্রে বেঁছে নিতে পারেন আইটি কেন্দ্রিক বিষয়গুলোকে। যেমন:-
✅Graphic Design
✅Digital Marketing
✅Motion Graphic
✅Video Editing
✅Office Application with Data Entry
✅Web Design
✅Web Development
নিজেকে আগামীর জন্য প্রস্তুত করা সম্ভব আইটি স্কিল আয়ত্ত করে। বর্তমানে কাজের অনেক সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বেড়েছে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা। প্রচলিত ধারণার বাইরে গিয়ে রিমোট জব বা ফ্রিল্যান্সিং করতে পারেন, হতে পারেন উদ্যোক্তা। নিজেকে যদি আপনি সঠিক উপায়ে প্রস্তুত করতে পারেন তাহলে আর থাকতে হবেনা ব্যাকার । আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন Creative Frelence.