01/02/2024
🙏Save Applicants 🙏
ফেইসবুক গ্রুপ, পেজ কোথাও একজন মানুষ নেই যে আপনাকে অরিজিনাল National Employment Poland in India VFS appointment niye dibe, এখানেই সব ফেক, প্রথম অ্যাডভান্স দিতে হবে এর পরে এডিট করে লগইন ভিডিও দেখায় হাতিয়ে নিবে টাকা,↔️
প্রথম দিকে যারা জানতো না যে ক্যাটাগরি চেঞ্জ করে এপয়েন্টমেন্ট ফেক করা যায় - এমনি হাজার মানুষ ধরা খেয়েছে। এর পরো "গড ফাদার VFS" তাঁদের ধোঁকা দেওয়া নিয়মে চলছে। ⏩পিডিএফ যাচাই করে পেমেন্ট করবেন সেখানেও বাটপার নতুন টেকনিক অবলম্বন করেছে।
🤐 গড ফাদার্স VFS কে মেইল করে জানতে চাবেন তারা বলবে সেন্টার এ আসুন জমা দিন সে জানতে পারবেন । কত শত মানুষ এবার এই এপয়েন্টমেন্ট এ ধরা খেয়েছে।
অথচ এপয়েন্টমেন্ট ভ্যারিফিকেশন এ ক্যাটাগরি উল্লেখ করলেই হয়। 🤐গড ফাদার্স VFS 🤐🌏
✍️Note plz আপনাদের কারো এপয়েন্টমেন্ট চেক করতে হলে নক দিয়েন,
আবার মানুষের ভালো করতে নেই সেখানেও সমস্যা, আসলে সব কিছু থেকে দিন দিন বিশ্বাস উঠে যাচ্ছে।
এপয়েন্টমেন্ট সপ্তাহে একটা দুইটা পাওয়া যায় যারা অরিজিনাল দিয়ে থাকে তাঁদের কাছে। একটা BOT soft used kore একটি এপয়েন্টমেন্ট পাওয়া যায়।
মনে রাখবেন কেউ যদি কন্ফার্ম বলে এতো তারিখ এই সেন্টার এ এপয়েন্টমেন্ট পাবেন ১০০% ধরে নিবেন সে এক নাম্বার বাটপার।
বর্তমান কেউ বলতে পারবে না কোন তারিখ কোন সেন্টার প্লেস ফাঁকা রয়েছে।
✍️ভালো লাগলে সবার স্বার্থে শেয়ার করুন।