
05/09/2023
নূর উদ্দিন খাঁন ফাউন্ডেশন এর উদ্দোগে বৃক্ষ রোপন কর্মসূচী - ২০২৩🌳
আশা করা যায়, বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আজ আমরা সকলেই কিছু না কিছু জানি। বৃক্ষরোপণ কেনো দরকার? দরকার, কারণ, বৃক্ষরা কার্বন ডাইঅক্সাইড নামের গ্রিনহাউস গ্যাস শুষে নিয়ে বায়ু দূষণ কমায়। বিনিময়ে তারা আমাদের দেয় অমূল্য প্রাণবায়ু— অক্সিজেন। বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, কারণ সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। পৃথিবীতে প্রাণবৈচিত্র সুরক্ষিত রাখতেও বৃক্ষরোপণ ছাড়া গতি নেই।
এরপর বৃক্ষরোপণের অর্থনৈতিক গুরুত্ব তো আছেই। আম, কাঁঠাল, নারকেল, তাল, খেজুর, আপেল, পেয়ারা, ইত্যাদি অসংখ্য ফলের গাছ থেকে আমরা পাই পুষ্টিকর খাদ্যের জোগান। বৃক্ষরোপণের আরেকটা উদ্দেশ্য হতে পারে আর্থিক গুরুত্ব সম্পন্ন নানান উপাদান সংগ্রহ করা। যেমন,—
তন্তু,
ভোজ্য ও অভোজ্য তেল,
রেজিন,
সুগন্ধী,
জ্বালানি, ইত্যাদি।
তবে মানবকল্যাণে বৃক্ষরোপণের সুফলকে শুধুমাত্র অর্থনীতির মাপকাঠিতে বিচার করা একেবারেই ঠিক নয়।
সার্বিক ব্যবস্থাপনায়ঃ আব্দুল ওয়াহেদ
#বৃক্ষ_রোপন_অভিজান
#গাছ
#গাছ_লাগান_পরিবেশ_বাঁচান