Md Abdul Wahed

Md Abdul Wahed বৃক্ষ রোপন করুন, প্রকৃতি বাঁচান।

নূর উদ্দিন খাঁন ফাউন্ডেশন এর উদ্দোগে বৃক্ষ রোপন কর্মসূচী - ২০২৩🌳আশা করা যায়, বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ...
05/09/2023

নূর উদ্দিন খাঁন ফাউন্ডেশন এর উদ্দোগে বৃক্ষ রোপন কর্মসূচী - ২০২৩🌳

আশা করা যায়, বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আজ আমরা সকলেই কিছু না কিছু জানি। বৃক্ষরোপণ কেনো দরকার? দরকার, কারণ, বৃক্ষরা কার্বন ডাইঅক্সাইড নামের গ্রিনহাউস গ্যাস শুষে নিয়ে বায়ু দূষণ কমায়। বিনিময়ে তারা আমাদের দেয় অমূল্য প্রাণবায়ু— অক্সিজেন। বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, কারণ সবুজ পাতার রাশি নিয়ে বৃক্ষরা পরিবেশকে ছায়াস্নিগ্ধ করে। মাটির ক্ষয় রোধে ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। পৃথিবীতে প্রাণবৈচিত্র সুরক্ষিত রাখতেও বৃক্ষরোপণ ছাড়া গতি নেই।

এরপর বৃক্ষরোপণের অর্থনৈতিক গুরুত্ব তো আছেই। আম, কাঁঠাল, নারকেল, তাল, খেজুর, আপেল, পেয়ারা, ইত্যাদি অসংখ্য ফলের গাছ থেকে আমরা পাই পুষ্টিকর খাদ্যের জোগান। বৃক্ষরোপণের আরেকটা উদ্দেশ্য হতে পারে আর্থিক গুরুত্ব সম্পন্ন নানান উপাদান সংগ্রহ করা। যেমন,—

তন্তু,
ভোজ্য ও অভোজ্য তেল,
রেজিন,
সুগন্ধী,
জ্বালানি, ইত্যাদি।

তবে মানবকল্যাণে বৃক্ষরোপণের সুফলকে শুধুমাত্র অর্থনীতির মাপকাঠিতে বিচার করা একেবারেই ঠিক নয়।

সার্বিক ব্যবস্থাপনায়ঃ আব্দুল ওয়াহেদ

#বৃক্ষ_রোপন_অভিজান
#গাছ
#গাছ_লাগান_পরিবেশ_বাঁচান

05/09/2023

বৃক্ষ প্রেমিক আব্দুল ওয়াহেদ🌳

একটি গাছ হিসেবে তালগাছ আমাদের মনুষ্য সমাজকে নিজের জ্ঞান, দক্ষতা, বিবেক নিয়ে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। ন্যায় ও সত্যতে অটল থাকতে বলে অবিরত। এছাড়াও খান মুহাম্মদ মইনুদ্দীনের “ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ।/ ঐ খানেতে বাস করে, কানা বগীর ছা।” শিশু মননের তালগাছ কেন্দ্রিক আরেক আলোড়িত ছড়া।

তালের রস দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন পিঠা আগের দিনে বিভিন্ন বাড়িতে তৈরি হতো। তালের পাতা দিয়ে তৈরি হতো নানা কারুকার্যের হাতপাখা। গরমকালে তালপাতার পাখার কদর ছিল সকলের কাছে। কিন্তু তালগাছের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে বিশাল ভূমিকা আছে এবং পরিবেশবান্ধব; তালের উপকার সম্পর্কে না জানায় তালগাছ ইটভাটায় জ্বালানি, ঘর তৈরির উপকরণসহ নানান কাজে ব্যবহারের জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। কিন্তু নতুন করে গাছ লাগানোর কোনো উদ্যোগ নেই। এ কারণে দিন দিন প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। তালগাছ প্রকৃতির বন্ধু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী বৃক্ষ।

এ গাছ প্রবল ঝড়-বৃষ্টি ও আকাশের বিজলি থেকে মানুষ ও প্রাণী জগৎকে রক্ষা করতে সহায়তা করে। যে এলাকায় তালগাছের সংখ্যা বেশি, সে এলাকায় ঝড় ও বিজলিতে মানুষ ও পশু-পাখির মৃত্যুহার খুব কম। প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষায় বাড়ির আঙিনার পাশে, রাস্তার ধারে, অনাবাদি ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণ করা উচিত।

#বৃক্ষ_রোপন_অভিজান

তাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অপ্রচলিত ফল। একক লম্বা কাণ্ড ও তার আগায় সুন্দরভাবে এক গুচ্ছ পাতার সমারোহে সুশোভিত তাল গাছ দে...
28/08/2023

তাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অপ্রচলিত ফল। একক লম্বা কাণ্ড ও তার আগায় সুন্দরভাবে এক গুচ্ছ পাতার সমারোহে সুশোভিত তাল গাছ দেখতে অপূর্ব লাগে। নারিকেল, খেজুর, সুপারির মতো তাল একই ‘পামী’ পরিবারভুক্ত। এ উদ্ভিদ এক দল বীজ পত্র দলীয় এবং এ গাছের শিকড় গুচ্ছ মূল বিশিষ্ট। তাল গাছের শিকড় মাটির বেশি গভীরে পৌঁছে না তবে শতাধিক গুচ্ছ মূল চারদিকে সমানভাবে ছড়িয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে। প্রাকৃতিক প্রতিকূলতা (ঝড়, সাইক্লোন) থেকে গাছকে রক্ষা ও ভূমির ক্ষয় রোধ করে। বয়স্ক গাছ ৬০-৮০ ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের আগায় ৩৫-৫০টা শক্ত পাতা থাকে। পাতার আগা সূচালো হওয়ায় বজ্রপাত রোধক গাছ হিসেবে এ ফলের আবাদ অতি জনপ্রিয়। একই কারণে বজ্রপাতের কবল থেকে প্রাণিকুলকে রক্ষা করার জন্য ও গাছের বহুবিধ ব্যবহার সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে তাল ফল সম্প্রসারণে অনেক দেশেই প্রাধান্য দেয়া হয়।

#বৃক্ষ_রোপন_অভিজান

তাল গাছের কাণ্ড থেকেও রস সংগ্রহ হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিছরি, তাড়ি (একপ্রকার চোলাই মদ) ইত্যাদি তৈরি হয়। তালে রয...
28/08/2023

তাল গাছের কাণ্ড থেকেও রস সংগ্রহ হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিছরি, তাড়ি (একপ্রকার চোলাই মদ) ইত্যাদি তৈরি হয়। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ আরো অনেক খনিজ উপাদান। এর সাথে আরো আছে অ্যান্টি অক্সিডেন্ট ও এ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। তবে তাল কেনার সময় নরম তাল কেনা উচিত।

#বৃক্ষ_রোপন_অভিজান

তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এন্টি অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় ত...
28/08/2023

তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এন্টি অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এছাড়া স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতেও তাল বেশ উপকারী। তালে আছে ভিটামিন-বি, তাই ভিটামিন-বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে।

#বৃক্ষ_রোপন_অভিজান

Address

Basundhara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdul Wahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdul Wahed:

Share