
16/08/2025
আজ শরতের প্রথম দিন।ভাদ্র মাসের ১।শরৎ মানেই শিউলি,কাশের মেলা।শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা।শরৎ আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা,আনন্দ অনুভূতি। বিশেষ করে এ সময় আকাশ টা এত সুন্দর থাকে!অভিভূত হয়ে যাই।শরতের প্রথম প্রহরে কাক ডাকা ভোরে শিউলি কুড়ালাম।স্নিগ্ধ মায়ায় ভরা সকালে, ভালোবাসার শিউলি কুড়াতে অন্য রকম আবেশ পেলাম।শুভ শরৎকাল ঋতুরানী।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা💙🤍
শুভ সকাল☁️
১ লা ভাদ্র শরৎকাল-১৪৩২ বঙ্গাব্দ
১৬ আগস্ট-২০২৫ খ্রীষ্টাব্দ
২২ সফর-১৪৪৭ হিজরি