04/07/2025
আমি কি আসলেই সবকিছুতে অযোগ্য? বন্ধুত্বের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে—সবখানেই যেন আমি ব্যর্থ। মনে হয় কেউই আমার পাশে থাকার কারণ খুঁজে পায় না, আর আমি নিজেও হয়তো সে ভালোবাসা বা সম্পর্কের যোগ্য নই। প্রতিটি সম্পর্ক যেন একেকটা বোঝা হয়ে দাঁড়ায়, যেখানে আমি শুধুই ভুল করি।
মাঝে মাঝে নিজেকে এতটাই তুচ্ছ মনে হয় যে, ভাবি হয়তো আমি আসলেই কারও প্রয়োজন নই!