17/11/2025
সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে সাপ্লিমেন্ট-
আপনারা অনেকেই বিগত কয়েকদিন ধরে জিজ্ঞেস করছেন যে, সমসাময়িক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে অন্যান্য বছরের ন্যায় সাপ্লিমেন্ট আসবে কিনা। প্রথমেই বলে নিচ্ছি আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে সবচেয়ে বেশি প্রভাববিস্তারকারী ইস্যুগুলো হচ্ছে;
ক) রোসিপ্রোক্যাল ট্যারিফ, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ, বাংলাদেশের উপর রোসিপ্রোক্যাল ট্যারিফের প্রভাব ও করণীয়,
খ) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও Two State Solution,
গ) সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ও মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে প্রভাব,
ঘ) বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের সমসাময়িক চ্যালেঞ্জ ও প্রস্তাবিত সংস্কার মডেলসমূহ,
ঙ) আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ানে বাংলাদেশের সম্ভাবনাসমূহ ও যোগদানে করণীয়,
চ) সার্কের পুনজার্গরণের নয়া প্রস্তাবনাসমূহ, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ ও মোকাবিলায় করণীয়,
ছ) বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যা সমাধানের নয়া দৃষ্টিভঙ্গিসমূহ,
জ) একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ফিউচার ডিরেকশন ইত্যাদি বিষয়গুলে একদম সমসাময়িক এবং প্রাসঙ্গিক।
সমসাময়িক পরিভাষা ও কনসেপচুয়ালের ক্ষেত্রে অনেকগুলো রিসেন্ট ট্রেন্ডস বিভিন্ন বিদেশি জার্নাল, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে উঠে এসেছে। একইভাবে ইম্পেরিক্যাল এর ক্ষেত্রে-
ঝ) বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক দ্বিপাক্ষিক ইস্যুসমূহ, পুশ-ইন সমস্যা ও সমাধান, হাসিনার প্রত্যর্পণ ও ডিপ্লোমেটিক ডিরেকশন, বাংলাদেশের সীমানা ঘেঁষে ভারতের ঘাঁটি ও নিরাপত্তা সংকট,
ঞ) বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দ্বিপাক্ষিক ইস্যুসমূহ, একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে রাষ্ট্রীয় ক্ষমা, ক্ষতিপূরণ ও নাগরিক বিনিময়ের মতো অমীমাংসিত বিষয়গুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় উদ্যোগসমূহ
ট) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাম্প্রতিক ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়গুলো অনেক বেশি রেলিভ্যান্ট।
বাংলাদেশ:
একইভাবে বাংলাদেশ বিষয়াবলির ক্ষেত্রে- ১) জুলাই সনদের আলোকে রাষ্ট্রের অর্গানসমূহের মধ্যে ভারসাম্য, ২) সংবিধান সংস্কার প্রস্তাবনাসমূহ, ৩) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নতুন মডেল ও গুরুত্ব, ৪) বিচার বিভাগের স্বাধীন রক্ষায় জুলাই সনদ, ৫) জুলাই সনদের আলোকে দুর্নীতি দমন কমিশনের সংস্কারসমূহ, ৫) বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা, চীনের উপস্থিতি ও চ্যালেঞ্জ-সম্ভাবনা-করণীয়, ৬) এলডিসি থেকে উত্তোরণ ও ডিরেকশন, ৭) বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও করণীয় ৮) গণতন্ত্রের চ্যালেঞ্জ ও গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, ৯) ডিপফেইক ও ডিসইনফরমেশন মোকাবিলা, ১০) বাংলাদেশে বিশ্বায়ন ও এআই এর প্রভাব, ১১) পোশাক শিল্প ও প্রবাসী খাতের সাম্প্রতিক দিকসমূহ ইত্যাদি বিষয়গুলো বিগত কয়েকমাস ধরে প্রাসঙ্গিক।
তাই আমি ভাবছি উপরেই বিষয়গুলো সহ আরও কিছু সাম্প্রতিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটো সাপ্লিমেন্ট নিয়ে আসার। আমার বইগুলোর মতোই একদম সহজ করে, একাডেমিক থিওরি ও পরিভাষা ব্যবহার করে। যেন আপনি একবার পড়ে গেলেই সবকিছু সহজে বোঝতে পারেন।
দুটো সাপ্লিমেন্ট এমন ভাবে সাজানোর চেষ্টা করছি আমার বইয়ের পাঠকদের পাশাপাশি যারা আসন্ন বিসিএস লিখিত দিবেন, বিজেএস দিবেন, দুদক সহ ব্যাংকের লিখিত ফোকাস রাইটিং পড়ছেন তাদের জন্যও উপকারী হবে। আচাকরছি চাকরির ভাইভা প্রার্থীদের জন্যও বেশ উপকারী হবে।
সাপ্লিমেন্ট দুটো খুব বেশি বড় হবে না। আসন্ন বিসিএস লিখিত যারা দিবেন এক- দুইদিন সময় নিয়ে কেবল একনজর দেখে গেলেই হবে। প্রশ্ন প্যাটার্নে যেহেতু পরিবর্তন আসার কথা বলা হচ্ছে তাই বলা যায় ট্রাডিশনাল প্রশ্নের পরিবর্তে সাম্প্রতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে।
আমি আশা করছি সবকিছু ঠিক থাকলে আগামী ১৯/২০ নভেম্বরের মধ্যেই নিয়ে আসতে পারবো। ইনশাআল্লাহ। আপনাদের কোন সাজেশন বা পরামর্শ থাকলে জানাতে পারেন।