03/06/2025
জীবনে খুশি থাকার জন্য আমি শুধু একটা ছোট নিয়ম মেনে চলি –
"যা হারিয়েছি, তা আমার নসিবে ছিল না।
আর যা পেয়েছি, তা কোনো অংশে কম না।"
আমরা অনেক সময় আমাদের না-পাওয়াগুলো নিয়ে ভেঙে পড়ি, আফসোস করি। অথচ একটু গভীরভাবে ভাবলে বুঝি — আল্লাহ যেটা দেননি, সেটা থেকেও আমাদের রক্ষা করেছেন।
আর যা দিয়েছেন, সেটা অনেকের কল্পনারও বাইরে।
**যা এখনো পাইনি, তা হয়তো স্বপ্ন।
আর যা অর্জন করেছি, সেটার জন্য একটাই কথা —
আলহামদুলিল্লাহ!
চোখে স্বপ্ন থাকুক,
কিন্তু হৃদয়ে কৃতজ্ঞতাও থাকুক।