পৃথিবীর দর্পণ - Prithibir Darpan

পৃথিবীর দর্পণ - Prithibir Darpan সময়ের সাথে ঘটে যাওয়া বিভিন্ন শিক্ষনীয় ঘটনা ও গরিব দুঃখী মানুষের অসহায়ত্বের দৃশ্যপট তুলে ধরাই মূল লক্ষ
(1)

21/04/2023

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মুবারক 🌙

17/02/2023
৪০ বছর ধরে মদিনাতে বসবাসকারী একজন বয়স্ক সিরিয়ার ইসমাইল শেখ, মদিনাতে ওমরাহ ও হজ যাত্রীদের ফ্রিতে কফি এবং চা দিয়ে আসছেন...
08/02/2023

৪০ বছর ধরে মদিনাতে বসবাসকারী একজন বয়স্ক সিরিয়ার ইসমাইল শেখ, মদিনাতে ওমরাহ ও হজ যাত্রীদের ফ্রিতে কফি এবং চা দিয়ে আসছেন!
- মাশাআল্লাহ্ ❤️

ছবিঃ সংগৃহীত

খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক দৃশ্য মহান আল্লাহ তাআ'লা সবাইকে হেফাজত করুক,আমীন।
07/02/2023

খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক দৃশ্য
মহান আল্লাহ তাআ'লা সবাইকে হেফাজত করুক,আমীন।

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা" ( সং...
07/02/2023

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"

( সংগৃহীত)

ছবি যখন কথা বলে 😥অসহায় অভাবী মানুষ কতটা কষ্ট করে জীবন অতিবাহিত করে।
25/11/2022

ছবি যখন কথা বলে 😥
অসহায় অভাবী মানুষ কতটা কষ্ট করে জীবন অতিবাহিত করে।

05/11/2022

নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ।
(সূরা আল ইনশিরাহঃ ৬)

-আমি মামা রিক্সা চালাই-এই ধরেন বছর ১৫ ধইরা! -ও আমার কাছে আছে বছর ২ ধইরা।- ওর নাম মিঠু - রিক্সা চালানোর সময় টোকাইয়া পাইছি...
15/08/2022

-আমি মামা রিক্সা চালাই
-এই ধরেন বছর ১৫ ধইরা!
-ও আমার কাছে আছে বছর ২ ধইরা।
- ওর নাম মিঠু
- রিক্সা চালানোর সময় টোকাইয়া পাইছিলাম
-ছোট্ট একটা বাচ্চা রাস্তায় পরে ট্যাও ট্যাও করতেছিল। আমি না নিলে গাড়ীর নিচে পইড়া মইরা থাকত।
- মায়া হইল দেইখা „ বাড়ি নিয়া গেলাম।
-গরিব মানুষ আমি নিজে যা খাইতাম ওরেও তাই ই দিতাম।
-শুরুর দিকে তেমন খাইত না পরে অবশ্য আর সমস্যা হয়নাই।
-আমিও রিক্সা চালাই বউ ও কামে যায় বাড়ি ফাঁকা।ওরে একা ঘরে রাইখা আসতে খারাপ লাগত
- একটু বড় হইলে ঘাড়ে বসায় নিয়া বাইর হইতাম।
- শুরুর দিকে গাড়ির শব্দে ভয় পাইত।উইড়া যাইত তাও বেশিদুর যাইত না। আবার ফিইরা আসত একাই।
-এমনে করে অভ্যাস হয়ে গেলো।
-এহন আর ভয় পায়না।
-আমি সারাদিন রিক্সা চালাই মিঠু ঘাড়ে বইসা থাকে।
-মাঝে মাঝে বাদাম কিনলে আমার মুখে থেকে খায়।
- অনেক যাত্রীরা আবার অরে বাদাম / কলা কিন্না দেয়।

- ওই আমার সাথে কথাও বলে। আমি বুঝি কথা অনেকে বুঝে আবার অনেকেই বুঝে না
- বেঁচবো?
- না মামা ও আমার পোলার মত।
-সন্তান কি কোটি টাকা হলেও বেঁচা যায় নাকি?
--A random rickshaw puller from Bogura


(Collected)

16/07/2022

মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে,
অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না,,

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when পৃথিবীর দর্পণ - Prithibir Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All