EBarta24 (ইবার্তা24)

EBarta24 (ইবার্তা24) ■ ইবার্তা টুয়েন্টিফোর ডটকম, Online Newspaper,
eBart জেনে নিন সর্বশেষ শীর্ষ সংবাদ,
আলোচিত সংবাদ,
খবরের নেপথ্য সংবাদ
এবং সংবাদ বিশ্লেষণ ।

আমরাই পারি, আমরাই পারব: সজীব ওয়াজেদ জয়প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের তর...
27/07/2017

আমরাই পারি, আমরাই পারব: সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের তরুণ সমাজ চাইলে অনেক কিছু করতে পারে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদ্মা সেতুর অর্থ বরাদ্দ বন্ধ করা হয়েছিল। কিন্তু আমার সেটা করেছি। আমরাই পারি, আমরাই পারব।

বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক উইথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে দেশের আইসিটি খাত। ২০১০ সালে শূন্য থেকে শুরু করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সদিচ্ছায় আমারা আইসিটি খাতে উন্নতি করেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম আইসিটি খাতে উন্নয়নের। বর্তমানে আউটসোর্সিংয়ে আমরা বিশ্বের দ্বিতীয় দেশ।

তিনি বলেন, ১ এমবিপিএস কিনতে এক সময় ৯০ হাজার টাকা লাগত। আমাদের ইচ্ছা ছিলো তা ৯০০ টাকায় নামিয়ে আনার। বর্তমানে ৬০০ টাকায় ১ এমবিপিএস লাইন পাচ্ছেন আপনারা।

ভূমি অধিদফতর আইসিটি সহায়তা চালু করলে সারাদেশে জমে থাকা মামলার এক তৃতীয়াংশ সুরাহ হয়ে যাবে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, পাইলট প্রকল্প হিসেবে দেশের কিছু এলাকায় অনলাইনে জমির মিউটেশনসহ বেশ কিছু কাজ করা হচ্ছে। এর মধ্যে ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে দেশের ৩০ ভাগ অঞ্চলে ভূমি জরিপের তথ্য সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে জমি সংক্রান্ত সবকাজ অনলাইনে করা যাবে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সেই ব্যবস্থা করব।

এ সময় ৭৫ পরবর্তী সরকারগুলোর প্রসঙ্গ তুলে সজীব ওয়াজেদ জয় বলেন, বিগত ৮ বছর আমরা যা উন্নয়ন করেছি তারা কি সেটা করতে পারতেন না। বিএনপি আমাদের থেকে বেশি সময় ক্ষমতায় ছিল তারা কি উন্নয়ন করতে পারত না? আমি বলতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এর থেকে বেশি উন্নতি হতে বাংলাদেশের।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের দল ক্ষমতায় থাকলে যে কোন দেশের উন্নয়ন হয়। মালয়েশিয়ায় যেমন মাহতির মুহাম্মদের দলকে সেদেশের মানুষ ২০ বছর ক্ষমতায় রাখায় উন্নয়নশীল একটি দেশে পরিণত হয়েছে। বিএনপি উন্নয়ন করেনি। কারণ তারা স্বাধীনতার বিরোধী শক্তি। তারা দেশের উন্নয়ন চায়না নিজেদের উন্নয়ন চায়। আর সে কারণেই বাংলাদেশের উন্নয়নের জন্য স্বধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

09/09/2015

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ সেন্টু লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত এক বছর তিন মাস যাবত যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১:১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
আগামী ১১ই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৪৫ সেন্টু ভাইয়ের মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে৷
সেন্টু ভাইয়ের নামাজের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের বন্ধু, পরিচিত ও শুভাকাঙ্খীদের নামাজে জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে যোগাযোগ করুন :-
মনিরুজ্জামান মিন্টু
ফোন:০১৯৩৮৮৭৩০৩৭

09/01/2014
08/01/2014

■ ইবার্তা টুয়েন্টিফোর ডটকম: দশম জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সাংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ সংবাদ জানা গেছে।

06/01/2014

জামায়াত খালেদার পরিবর্তে তারেককে স্থলাভিষিক্ত করতে সর্বশক্তি প্রয়োগ করছে। খালেদার ব্যর্থ নেতৃত্ব জামায়াতকে খুশি করতে পারছে না।। জামায়াত এবং আইএসআই রাজাকারদের রক্ষা করতে তারেককে বেছে নিয়েছে।
তারেককে খালেদার স্থলাভিষিক্ত করতে খালেদাকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করবে না বলে গোয়েন্দাসূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সিআইএ এ ব্যাপারে অবগত। ভারতের গোয়েন্দা সংস্থা র এর কাছে এতদসংশ্লিষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

14/11/2013

স্টাফ রিপোর্টার: প্রীতম আহমেদ একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক। প্রীতমের গানে প্রচলিত ধারার পাশাপাশি জীবনমুখীতা তাকে যেমন জনপ্রিয় ও আলোচিত করেছে তেমনি স্বতন্ত্র একটি অবস্থানও তৈরি করেছে। এবার অনলাইনে প্রকাশ করলেন ১৮ দলের ডাকা হরতালে দগ্ধ মনীরকে নিয়ে।

সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সতর্ক দৃষ্টি বাঞ্চণীীয় ।http://www.samakal.net/2013/11/02/17464
02/11/2013

সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সতর্ক দৃষ্টি বাঞ্চণীীয় ।
http://www.samakal.net/2013/11/02/17464

আনন্দবাজারের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ ব্যাপারে নিজেদের আশঙ্কার কথা হাসিনা সরকারকেও ঘরোয়া ভাবে জানিয়েছে ভারত।

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চল সফরে থাকা সজীব ওয়াজেদ জয় শনিবার খুলনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণদে...
01/11/2013

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চল সফরে থাকা সজীব ওয়াজেদ জয় শনিবার খুলনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন ।
http://bangla.bdnews24.com/bangladesh/article693356.bdnews

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চল সফরে থাকা সজীব ওয়াজেদ জয় শনিবার খুলনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।

ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি ।http://priyodesh.net/?p=1099
01/11/2013

ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি ।
http://priyodesh.net/?p=1099

বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহারের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স’র (আইএসআই) কানেকশন খোঁজে দেখছে দেশিয় গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্যে হাতে পৌঁছা কিছু কাগজপত্রের মাধ্যমে দেশিয় গোয়েন্দা সংস্থা অনেকটা নিশ্চিত, আইএসআইয়ের সঙ্গে ফরহাদ মজহারের যোগাযোগের বিষয়ে।

হরতাল প্রত্যাহারের আহব্বান জানিয়ে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করেছেন এবং রোববার গণ...
26/10/2013

হরতাল প্রত্যাহারের আহব্বান জানিয়ে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করেছেন এবং রোববার গণভবনে আলোচনা এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ।

08/05/2013

■ নিজস্ব প্রতিবেদক: ইবার্তা টুয়েন্টিফোর ডটকম:

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে জামাত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ড. মহীউদ্দী...
05/05/2013

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে জামাত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলগমগীর। হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রেক্ষিতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জামাত এবং শিবির কর্মী এ সমাবেশে ঢুকে পড়েছে। আর তারা ভাঙচুরের প্রবৃত্ত হয়ে যে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার পথে বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা মনে করি যারা এ কাজটি করেছে তারা হেফাজতের ইসলামের বিরুদ্ধে কাজ করেছে।’

■ ইবার্তা টুয়েন্টিফোর ডটকম: হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে জামাত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলগমগীর। হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রেক্ষিতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জামাত এবং শিবির কর্মী এ সমাবেশে ঢুকে পড়েছে। আর তারা…

23/04/2013

Civilized world is now watching a new concept of Rule of Law only applicable for poor countries. Some Indian origin Executive kept some notes in his personal diary that certain percentage of commissio...

02/04/2013

আমার ব্লগ বন্ধের তীব্র নিন্দা জানাই। সত্যতা যাচাই করা ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে মত প্রকাশের কোন মাধ্যমকে এভাবে বন্ধ করে দেয়া কোনভাবেই কাঙ্ক্ষিত বা শোভনীয় নয়।
ইন্টারনেট একটি মুক্ত বিচরণ ক্ষেত্র যেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কোনভাবেই সম্ভব নয়। আমার ব্লগে রাজনৈতিক বিষয় বেশি প্রাধান্য পেত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে তালিকা ও অভিযোগ দেয়া হয়েছিল এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্লগার/প্রশাসক/মডারেটদের সাথে (প্রয়োজনে ইসলামী দলগুলোসহ) আলোচনা করে স্বল্পসময়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যেত। অভিযোগকারী যদি এ লেখাগুলো মুছে ফেলা হয়েছে - এই মর্মে অভিযোগ করে তবে তাদের বলতে চাই, এটি সম্ভবপর কোন বিষয় নয়, মুছে ফেলা লেখার অস্তিত্ব খুব সহজেই বের করা যায়, কয়েকটি ক্লিকই যথেষ্ট।
মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যারা নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে স্তব্ধ করে দেয়ার জামাতি ষড়যন্ত্রে পা দিয়েছে সরকার। এ চক্রান্তের নেপথ্য ব্যক্তিদের সামনে আনতে তদন্ত হওয়া প্রয়োজন। আমরা আশা করবো যত দ্রুত সম্ভব এ আত্মঘাতী সিদ্ধান্তের সমাধান করা হবে।

04/03/2013

Largest News Agency From Bangladesh

11/08/2012

“কিছু ব্যক্তির কারণে বঙ্গবন্ধুর আর্দশ থেকে রাষ্ট্র বিচ্যুত হয়ে গেছে। যারা বঙ্গবন্ধুর আর্দশ প্রতিষ্ঠা করার কথা বলছেন, তাদের দিয়ে বঙ্গবন্ধুর আর্দশ প্রতিষ্ঠা করা সম্ভব না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এ মুহূর্তে বঙ্গবন্ধুর প্রয়োজন ছিল”
অধ্যাপক আনিসুজ্জামান।

মাত্র ১০ বছর বয়সে দাখিল পাশ সাঈদী!বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আবদুন নূর জানান, বাংলাদেশ সরকারের পাবলি...
11/08/2012

মাত্র ১০ বছর বয়সে দাখিল পাশ সাঈদী!
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আবদুন নূর জানান, বাংলাদেশ সরকারের পাবলিক পরীক্ষা নীতিমালা অনুযায়ী এসএসসি সমমানের দাখিল পাশ করতে বয়স থাকতে হবে ১৪ থেকে ২০ বছরের মধ্যে।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=15873aadc0ca1a8f4d357dcbca964edf&nttl=128631

মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম দাখিল ও আলিম পাসের সনদে à¦à¦• নয়। à¦à¦®à¦¨à¦•ি à¦à¦–নকার নামের সঙà§à¦—েও à…

Address

Dhanmondi
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when EBarta24 (ইবার্তা24) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EBarta24 (ইবার্তা24):

Share