Tpm Bangla Television

Tpm Bangla Television সত্যের সন্ধানে প্রতিদিন

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনে যাতে হয় সেই প্রস্তুতি ন...
28/05/2025

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে: তারেক রহমান

‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনে যাতে হয় সেই প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘‘আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারো আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আজ ২৮ মে ২০২৫, বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে” ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত।

‘‘নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন।”
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘‘আমি বলতে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান। তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন।” “কারণ জনগণ বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।”

এরপরপরই সমাবেশের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শ্লোগান ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ- সবার আগে বাংলাদেশ।”
‘‘প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।”


বিকেল সাড়ে তিনটায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমােেব্শর কার্য্ক্রম শুরু হয়। বিকাল ৪টায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। এই সময় তুমুল করতালির মধ্যে নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানালে হাত তু্লে তাদের শুভেচ্ছা জানান তিনি।

‘নির্বাচন নিয়ে টালবাহানা চলছে’
তারেক রহমান বলেন, ‘‘আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।”
তারেক রহমান বলেন, ‘‘এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপনের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”

‘আদালতকে অবমাননা করা হচ্ছে’
তারেক রহমান বলেন, ‘‘পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি, তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে, আইনের প্রতি সম্মান থাকবে।”
তারেক রহমান বলেন, ‘‘আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই স্বৈরাচারের যে একই ঘটনা সেটিই পূনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি।”
এই সময়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘‘আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে- তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘আমি প্রায় একটি কথা বলি পূঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরী। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে, তার চেয়েও বেশি যেটি জরুরী তা হল মেনে চলা। ইসরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারো স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।”

‘রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না’
তারেক রহমান বলেন, ‘‘নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।”

তারেক রহমান বলেন, ‘‘একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়ে বলতে চাই, গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না।” তিনি বলেন, ‘‘যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়ৃ তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন।” ‘‘যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন।”

‘নতুন সাড়ে তিনকোটি ভোটার ভোটের সুযোগ চায়’
নতুন প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘‘এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি।”
‘‘পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি”- বলেন তারেক রহমান।

‘তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান’
অতীতের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলেও এবার অন্তবর্তীকালীন সরকার দশ মাসেরও সেই নির্বাচন করতে পাচ্ছে না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘‘অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবদায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছেৃঅতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।”
তারেক রহমান আরও বলেন, ‘‘কিন্তু আজ আমরা দেখছি ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়।

‘আর কথামালার রাজনীতি নয়’
তারেক রহমান বলেন, ‘‘গ্লোবাজাইশনের এই সময়ে মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে।”
তারেক রহমান বলেন, ‘‘আর কথামালার রাজনীতি নয়। বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি।”

‘স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা’
আগামীতে ক্ষমতায় গেলে জনসংখ্যাকে জনসম্পদের রুপান্তরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র-কুঠির শিল্পের বিকাশ, গ্রামীন উন্নয়নে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ব্যাপক প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কাজ করার কথা তুলে ধরেন তারেক রহমান। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের জন্য ফার্মাস কার্ড চালু, বেকারত্ম দূরীকরণে বিভিন্ন সেক্টার ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির খাতগুলো চিহ্নিত করা, স্কুল-কলেজে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রবর্তন, ক্রীড়াকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বিদেশী ভাষা শিক্ষা চালু করা, সরকারি ব্যবস্থাপনায় প্লামং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট, মেডিকেল টেকনিশিয়ান গড়ে তুলতে কোর্স চালু করা, বিশ্বখ্যাত ই-কর্মাস প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী কর্মী গড়ে তোলা, ফ্রিল্যান্সিং আউট সোর্সিং থেকে আয় বাড়ানো, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গ্রামীন হেলথকেয়ার ওয়ার্কার গড়ে তোলা, বৃক্ষরোপন কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেয়া প্রভৃতি পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘‘জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তরুণ প্রজন্মে সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেৃ তার কয়েকটি অগ্রধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম।”
‘‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে যেকোন দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার”- বলেন তারেক রহমান।

‘পূঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরী’
তারেক রহমান বলেন, ‘‘আমি প্রায় একটি কথা বলি পূঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরী। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে, তার চেয়েও বেশি যেটি জরুরী তা হল মেনে চলা। ইসরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারো স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।”

‘রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না’
তারেক রহমান বলেন, ‘‘নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।”
তিনি বলেন, ‘‘একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়ে বলতে চাই, গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না।”
তারেক রহমান বলেন, ‘‘ যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়ৃ তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন।” ‘‘যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন।”

‘নতুন সাড়ে তিনকোটি ভোটার ভোটের সুযোগ চায়’
নতুন প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘‘এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি।”
‘‘পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি”- বলেন তারেক রহমান।

‘তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব’
অতীতের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলেও এবার অন্তবর্তীকালীন সরকার দশ মাসেরও সেই নির্বাচন করতে পাচ্ছে না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘‘অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবদায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে- অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।”
তারেক রহমান বলেন, ‘‘কিন্তু আজ আমরা দেখছি ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়।”

"মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল। আজ ২২শে মে  বৃহস্পতিবার, ঠিক সকাল সা...
22/05/2025

"মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল।

আজ ২২শে মে বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, " মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুজো দিলেন, বলিউড অভিনেত্রী কাজল, "মা "ছবিটি মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে ২৭শে জুন। তিনি মন্দির পরিদর্শন এবং আশীর্বাদ গ্রহণের সময় কাজলকে অলৌকিক শাড়িতে একেবারেই অত্যাশ্চর্য রূপে দেখা যাচ্ছিল। তিনি পুজো দিয়ে বলেন এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র গুলির মধ্যে একটি।

বিশাল ফুরিয়া পরিচালিত এবং সাইউইন কোয়াডাস রচিত , জিও স্টুডিও এবং দেবগন ফিল্মস দ্বারা উপস্থাপিত , অজয় দেবগন এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত, কুমার মঙ্গত পাঠকের সহ প্রযোজনায়, "মা" ছবিটি মুক্তি পেতে চলেছে, "মা' ছবিতে কাজল ও আরো দুই চরিত্রে রয়েছেন রনিত রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ছবিটি মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। একটি অন্যরকম চিত্র মানুষের মনে ফুটে উঠবে।

মা" ছবিটি ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধের একটা বার্তা বয়ে নিয়ে যাবে, মেরুদণ্ড- ঠান্ডা সাসপেন্স এবং তীব্র নাটকীয়তা প্রদান করবে বলে জানা যায়।

পুজো দিয়ে অভিনেত্রী কাজল সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি একটাই কথা বলেন, এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে হয়, এটি আমার কাছে একটি শ্রেষ্ঠ চরিত্র, তিনি বলেন আজ আমি মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম, আমি মা কালীর ভক্ত, তিনি বলেন আমার অভিনীত ছবি " মা" মুক্তি পেতে চলেছে। তাই একটি জোরালো বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন, তবে এইটুকু বলব, পরিচালক যেভাবে ছবিটি তৈরি করেছেন আশা করি সকল দর্শককে মুগ্ধ করবে।, ছবিটি না দেখলে বলা মুশকিল, ছবিটি দেখুন ভালো-মন্দ আপনাদের কাছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

22/05/2025

"মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজো দিলেন, অভিনেত্রী কাজল।

আজ ২২শে মে বৃহস্পতিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, " মা" ছবিটি মুক্তি পাওয়ার আগে, দক্ষিণেশ্বরের কালীমন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুজো দিলেন, বলিউড অভিনেত্রী কাজল, "মা "ছবিটি মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে ২৭শে জুন। তিনি মন্দির পরিদর্শন এবং আশীর্বাদ গ্রহণের সময় কাজলকে অলৌকিক শাড়িতে একেবারেই অত্যাশ্চর্য রূপে দেখা যাচ্ছিল। তিনি পুজো দিয়ে বলেন এটি আমার অভিনীত সবচেয়ে শক্তিশালী চরিত্র গুলির মধ্যে একটি।

বিশাল ফুরিয়া পরিচালিত এবং সাইউইন কোয়াডাস রচিত , জিও স্টুডিও এবং দেবগন ফিল্মস দ্বারা উপস্থাপিত , অজয় দেবগন এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত, কুমার মঙ্গত পাঠকের সহ প্রযোজনায়, "মা" ছবিটি মুক্তি পেতে চলেছে, "মা' ছবিতে কাজল ও আরো দুই চরিত্রে রয়েছেন রনিত রায় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে ছবিটি মানুষের মন জয় করবে বলে আশা করা যায়। একটি অন্যরকম চিত্র মানুষের মনে ফুটে উঠবে।

মা" ছবিটি ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধের একটা বার্তা বয়ে নিয়ে যাবে, মেরুদণ্ড- ঠান্ডা সাসপেন্স এবং তীব্র নাটকীয়তা প্রদান করবে বলে জানা যায়।

পুজো দিয়ে অভিনেত্রী কাজল সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি একটাই কথা বলেন, এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে হয়, এটি আমার কাছে একটি শ্রেষ্ঠ চরিত্র, তিনি বলেন আজ আমি মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিলাম, আমি মা কালীর ভক্ত, তিনি বলেন আমার অভিনীত ছবি " মা" মুক্তি পেতে চলেছে। তাই একটি জোরালো বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন, তবে এইটুকু বলব, পরিচালক যেভাবে ছবিটি তৈরি করেছেন আশা করি সকল দর্শককে মুগ্ধ করবে।, ছবিটি না দেখলে বলা মুশকিল, ছবিটি দেখুন ভালো-মন্দ আপনাদের কাছে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন।আজ একুশে মে বুধবার ঠি...
21/05/2025

আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন।

আজ একুশে মে বুধবার ঠিক বিকেল পাঁচটায় ,কলকাতা প্রেস ক্লাবের মেন অডিটোরিয়ামে, বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টর নুপুর রায় ও প্রীতম সরকারের পরিচালনায় এবং ডক্টর রাজীব শীল পেট্রন বিএসএফ ২৫ এর উদ্যোগে, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক বৈঠক করলেন। এই ফিল্ম ফেস্টিভ্যাল ২৩শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত চলবে, শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে।

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ফিল্ম ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী দেবলীনা দত্ত, ফিল্ম প্রডিউসার দেবাশীষ বসু, চিফ পেট্রন বিএসএফ এফ ড: রাজীব শীল, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, অভিনেত্রী পিংকি ব্যানার্জি, অভিনেতা শায়ক চক্রবর্তী, সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

আজকে এই সাংবাদিক সম্মেলনে, চলচ্চিত্র জগতের দুই অগ্রণী ব্যক্তিত্ব দেবকী কুমার বসু ও হীরালাল সেন এবং অভিনেতা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের একটি পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু হয়।

এই ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য, নবযুগের সিনেমার চেতনা বাড়িয়ে তোলা, নতুন কণ্ঠস্বর ও নতুন দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ডিরেক্টর , গল্পকার তাদের অল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করবেন।। তাহাদেরই 50 টি ছবি এই ফিল্ম ফেস্টিভ্যাল তিনদিনে দেখানো হবে। তবে এই ফিল্ম ফেস্টিভ্যালের ছবি বিভিন্ন দৈর্ঘ্যের রয়েছে, তাহার মধ্যে বেশিরভাগ ৩৫ মিনিট দৈর্ঘ্যের ছবি রয়েছে, এই সকল তরুণ চলচ্চিত্র নির্মাতা ,গল্পকার এবং সৃজনশীল শিল্পীদের কাজ বৃহত্তর দর্শকদের সাথে ভাগ করে নেওয়া জন্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।, আগামী দিনে যাতে আরো কিছু ছবিতে কাজ করতে পারেন।। এটাই আমাদের লক্ষ্য।

এই ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি চলচ্চিত্রকে, বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বিচারকদের বিচারে এবং তাদের হাতে দেবকী কুমার বসুর স্মৃতি পুরস্কার দেওয়া হবে, এবং নগদ পুরস্কারও রয়েছে।, ২৫ হাজার, ১৫ হাজার ,১০ হাজার,

এই ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং প্রযুক্তি বিদদের সিনেমা মাস্টার ক্লাশ,

ভারতীয় স্বাধীন সিনেমার ভবিষ্যৎ নিয়ে ইন্টারভেকটিভ সেমিনার।

থাকছে দেব কুমার স্মৃতি পুরস্কার, বিজয়ী চলচ্চিত্র উদযাপন এবং উদীয়মান প্রতিভা।

এই চলচ্চিত্র উৎসবে সবার দেখার সুযোগ থাকছে, কোনরকম টিকিট লাগছে না, সবাইকেই আশার আহ্বান জানিয়েছেন, তাহার সাথে সাথে সমস্ত প্রেস বন্ধুদের।

চলচ্চিত্র উৎসব সম্বন্ধে বলতে গিয়ে , ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী ও অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, এরকম একটি নতুন উদ্যোগকে স্বাগত জানাই।, নুপুর রায় ও প্রীতম সরকারের উদ্যোগকে। তাহারা যে চিন্তা ভাবনা করে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, নতুন প্রজন্মের ডিরেক্টর দের ছবি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, আগামী দিনে যাতে এই ধরনের নতুন পরিচালক, শিল্পীরা এগিয়ে যেতে পারে তাহার প্রচেষ্টা করছেন, নিশ্চয়ই আগামী দিনে আরো বহু ছবি সাধারণ দর্শকরা দেখতে পাবেন , এবারে 50 টি ছবি নিয়ে ফ্লিম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, আগামী দিনে হয়তো দেখা যাবে একশোরও বেশি ছবি ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পাচ্ছে। সবাই এইভাবে উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং পাশে থাকুন। এবারে স্টুডেন্টরাও ফ্লিম ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছেন ।

রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

21/05/2025

আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন।

আজ একুশে মে বুধবার ঠিক বিকেল পাঁচটায় ,কলকাতা প্রেস ক্লাবের মেন অডিটোরিয়ামে, বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টর নুপুর রায় ও প্রীতম সরকারের পরিচালনায় এবং ডক্টর রাজীব শীল পেট্রন বিএসএফ ২৫ এর উদ্যোগে, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক বৈঠক করলেন। এই ফিল্ম ফেস্টিভ্যাল ২৩শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত চলবে, শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে।

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ফিল্ম ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী দেবলীনা দত্ত, ফিল্ম প্রডিউসার দেবাশীষ বসু, চিফ পেট্রন বিএসএফ এফ ড: রাজীব শীল, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, অভিনেত্রী পিংকি ব্যানার্জি, অভিনেতা শায়ক চক্রবর্তী, সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

আজকে এই সাংবাদিক সম্মেলনে, চলচ্চিত্র জগতের দুই অগ্রণী ব্যক্তিত্ব দেবকী কুমার বসু ও হীরালাল সেন এবং অভিনেতা মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের একটি পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু হয়।

এই ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য, নবযুগের সিনেমার চেতনা বাড়িয়ে তোলা, নতুন কণ্ঠস্বর ও নতুন দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ডিরেক্টর , গল্পকার তাদের অল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করবেন।। তাহাদেরই 50 টি ছবি এই ফিল্ম ফেস্টিভ্যাল তিনদিনে দেখানো হবে। তবে এই ফিল্ম ফেস্টিভ্যালের ছবি বিভিন্ন দৈর্ঘ্যের রয়েছে, তাহার মধ্যে বেশিরভাগ ৩৫ মিনিট দৈর্ঘ্যের ছবি রয়েছে, এই সকল তরুণ চলচ্চিত্র নির্মাতা ,গল্পকার এবং সৃজনশীল শিল্পীদের কাজ বৃহত্তর দর্শকদের সাথে ভাগ করে নেওয়া জন্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।, আগামী দিনে যাতে আরো কিছু ছবিতে কাজ করতে পারেন।। এটাই আমাদের লক্ষ্য।

এই ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি চলচ্চিত্রকে, বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বিচারকদের বিচারে এবং তাদের হাতে দেবকী কুমার বসুর স্মৃতি পুরস্কার দেওয়া হবে, এবং নগদ পুরস্কারও রয়েছে।, ২৫ হাজার, ১৫ হাজার ,১০ হাজার,

এই ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং প্রযুক্তি বিদদের সিনেমা মাস্টার ক্লাশ,

ভারতীয় স্বাধীন সিনেমার ভবিষ্যৎ নিয়ে ইন্টারভেকটিভ সেমিনার।

থাকছে দেব কুমার স্মৃতি পুরস্কার, বিজয়ী চলচ্চিত্র উদযাপন এবং উদীয়মান প্রতিভা।

এই চলচ্চিত্র উৎসবে সবার দেখার সুযোগ থাকছে, কোনরকম টিকিট লাগছে না, সবাইকেই আশার আহ্বান জানিয়েছেন, তাহার সাথে সাথে সমস্ত প্রেস বন্ধুদের।

চলচ্চিত্র উৎসব সম্বন্ধে বলতে গিয়ে , ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী ও অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, এরকম একটি নতুন উদ্যোগকে স্বাগত জানাই।, নুপুর রায় ও প্রীতম সরকারের উদ্যোগকে। তাহারা যে চিন্তা ভাবনা করে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, নতুন প্রজন্মের ডিরেক্টর দের ছবি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, আগামী দিনে যাতে এই ধরনের নতুন পরিচালক, শিল্পীরা এগিয়ে যেতে পারে তাহার প্রচেষ্টা করছেন, নিশ্চয়ই আগামী দিনে আরো বহু ছবি সাধারণ দর্শকরা দেখতে পাবেন , এবারে 50 টি ছবি নিয়ে ফ্লিম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, আগামী দিনে হয়তো দেখা যাবে একশোরও বেশি ছবি ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পাচ্ছে। সবাই এইভাবে উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং পাশে থাকুন। এবারে স্টুডেন্টরাও ফ্লিম ফেস্টিভ্যালে সুযোগ পেয়েছেন ।

রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ

21/05/2025

এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, আদ্যাপীঠের, মেডিকেল ভবনের সংস্কার রুমে, ইউ এস জি মেশিনের শুভ উদ্বোধন হলো।

আজ ২১শে মে বুধবার , ২০ শে মে ঠিক বিকেল পাঁচটায়, ডি ডি মন্ডল ঘাট রোডের সংযোগস্থলে, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীর চারিটেবল ডিস পেনসারী মেডিকেল ভবনের সংস্কার রুমে, এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে একটি নতুন ইউএসজি মেশিনের শুভ সূচনা হলো, যাহা দুস্থ রোগী ও মানুষের সেবায় কাজে লাগবে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেশিনটি শুভ সূচনা করেন, উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুরাল ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মেডিকেল বিবেক ভাই, এছাড়াও উপস্থিত ছিলেন এলআইসি অফ ইন্ডিয়া পূর্বাচল শাখা সম্মানিত জেনারেল ম্যানেজার সি জে এস টোলিয়া, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার কে এস ডিও শ্রী এ কে দাস, ডিভিশনাল ম্যানেজার সিসি পূর্বাচল শ্রী এস কে দে সহ অন্যান্যরা।

উদ্বোধনের পর উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

স্বনামধন্য কবিরাজ শ্রী অন্নদা ঠাকুরের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশে, সমাজের দরিদ্র দুস্থ মানুষদের চিকিৎসার জন্য, আদ্যাপীঠ ডিসপেনসারির মাধ্যমে বিভিন্ন রোগ পরীক্ষা নির্ণয় করে থাকেন। অতি স্বল্প খরচে। ডাক্তারদের কাছে অল্প ফ্রিতে। কিন্তু ১৩ বছরের পুরানো ইউএসজি মেশিনটি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল, তাই তাহারা বিভিন্ন সংস্থার কাছে অনুদানের হাত বাড়ান, কোনরকম ফল প্রশু হয়নি, চিকিৎসা ও পরীক্ষা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মত।

তাহারা বলেন অতি অল্প খরচে আমরা পরীক্ষা ,চিকিৎসা এবং বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করে থাকি, কারণ ট্রাস্টের নিজস্ব কোন আয় নায়, কেবল ভক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানে চলে এটি। তাই আমরা নতুন ইউ এস জি মেশিনের দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, অনুদানের হাত যদি কেউ বাড়িয়ে দেয়।

অবশেষে এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, ২৮ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই নতুন ইউএসজি মেশিনটি দান করেন, আজ যার শুভ সূচনা হলো, আমরা ধন্যবাদ জানাবো সকল এলআইসির কর্তৃপক্ষকে, দুস্থ ও দরিদ্র মানুষের পরিষেবার জন্য তাহারা যেভাবে এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন,

যে মেশিনটির মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষের সেবায় লাগবে যৎসামান্য খরচে,
এই মেশিনটির মাধ্যমে, ইসিজি, এক্সরে, প্যাথলজি সহ রক্ত পরীক্ষা, ফিজিওথেরাপি, দাঁতের চিকিৎসা, দাঁত বাঁধানো, অর্থোপেডিক ,নার্ভ, হার্ট ,চোখ শিশু , স্ত্রীরোগ ছাড়াও অন্যান্য চিকিৎসার পরিষেবা পাবেন। চারিটেবিল টাস্ট সবার সেবায়, সবার পাশে থাকেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,

মাদারীপুরের রাজৈর এ সাংবাদিক এস এম ফেরদাউস এর উপর অতর্কিত হামলা।হাওলাদার রানা, মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর এ ...
21/05/2025

মাদারীপুরের রাজৈর এ সাংবাদিক এস এম ফেরদাউস এর উপর অতর্কিত হামলা।

হাওলাদার রানা, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর এ আজ ২০, মে২০২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকার সময়

রাজৈর এ নিজ দোকান থেকে ডেকে রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি ,এস এমন ফেরদাউস হোসাইন এর উপর এক দল সংঘবদ্ধ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।

এস এম ফেরদাউস হোসাইন সাংবাদিকদের জানান, আমার দোকানে বসে পত্রিকা পড়তেছি এমন অবস্থায় এক ব্যক্তি আমাকে ডেকে বাহিরে উম্মেহানি হাসপাতাল এর সামনে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধরক মার পিট করে রাস্তার উপর রেখে পালিয়ে যায়।পরে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

ভূক্তভোগী ফেরদাউস সাংবাদিকদের জানান,উম্মেহানী হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীরদের চিন্তিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়।

21/05/2025
15/05/2025

কালিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন@টিপিএম বাংলা টিপিএম টেলিভিশন

"পথে ঘাটে, মাঠে তারুণ্যের পদচারায় জেগে উঠেছে দেশ,  এবার চলো গড়ি নতুন বাংলাদেশ"
15/05/2025

"পথে ঘাটে, মাঠে তারুণ্যের পদচারায় জেগে উঠেছে দেশ, এবার চলো গড়ি নতুন বাংলাদেশ"

13/05/2025

শ্রমিক দিবসের বিএনপি Tpm Bangla Television নিউজ #@

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশা...
13/05/2025

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Address

55/A Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Tpm Bangla Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share