Tara's Dream

Tara's Dream hello!

16/11/2025

আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন নীরবে আশ্বাস দেয়—হাল ছেড়ো না, এই সময়ও কেটে যাবে।
যা ভেঙে গেছে তা জোড়া লাগবে, যা হারিয়েছ তার বিকল্প আসবে। সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষাই মানুষকে টিকিয়ে রাখে।

সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার আমলআপনি কি কখনও রাতের নিঃস্তব্ধতায় সন্তানের কথা ভেবে কেঁদেছেন?চেয়েছেন— সে যেন সঠিক পথে চলে,...
11/11/2025

সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার আমল

আপনি কি কখনও রাতের নিঃস্তব্ধতায় সন্তানের কথা ভেবে কেঁদেছেন?
চেয়েছেন— সে যেন সঠিক পথে চলে,
মানুষ হয়, নামাজে দাঁড়ায়,
আর আপনার চোখের প্রশান্তি হয়?

কিন্তু বাস্তবতা হচ্ছে—
এই দুনিয়ার রঙ, প্রলোভন আর ভুল পথের ডাকে সন্তানকে ধরে রাখা বড় কঠিন।
তাই এই দোয়াটা সেই বাবা-মায়ের জন্য,
যাদের সন্তানের জন্য বুক ভরে দোয়া ওঠে, কিন্তু চোখে জল নেমে আসে।

🌙 কুরআনে আল্লাহ তাআলা বলেন —

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ:
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন,
ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের এমন দান করুন,
যারা আমাদের চোখের প্রশান্তি হবে,
আর আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন।
(সূরা ফুরকান, আয়াত ৭৪)

ইমাম ইবন কাসির (রহ.) এই আয়াতের তাফসিরে বলেন —
“এই দোয়ায় মুমিন শুধু সন্তান চায় না,
বরং এমন প্রজন্ম চায় যারা দুনিয়ায় নেক কাজের দৃষ্টান্ত হবে।”

🌿 আমলটি এমন:
প্রতিদিন রাতে ঘুমানোর আগে
এই আয়াতটি ৩ বার পড়ুন,
তারপর দুই হাত তুলে বলুন —
“হে আল্লাহ, আমার সন্তানকে ঈমান, চরিত্র ও সাফল্যে আলোকিত করুন।”

ইনশাআল্লাহ দেখবেন —
যে সন্তানের জন্য আপনি উদ্বিগ্ন ছিলেন,
তার হৃদয়ে ধীরে ধীরে প্রশান্তি, ভদ্রতা ও নেক চরিত্র ফুটে উঠছে।
দেখবেন — আপনার দোয়া আল্লাহর দরজায় অশ্রু হয়ে কবুল হচ্ছে।

শেষ কথা:
আপনার সন্তানের ভবিষ্যৎ হয়তো আজ রাতের আপনার কান্নার ওপর নির্ভর করছে।
দোয়া শুধু ঠোঁটে নয় — আল্লাহ কবুল করেন সেই দোয়া,
যেটি ঝরে পড়ে চোখের জল হয়ে,
আর উঠে যায় হৃদয়ের গভীর ব্যথা থেকে।

এই দোয়াটা আজ থেকেই শুরু করুন—
হয়তো আপনার সন্তানই হবে সেই নেক প্রজন্মের সূচনা,
যাদের দেখে আল্লাহও খুশি হবেন ইনশাআল্লাহ।

👇 কমেন্টে লিখুন: “আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য দোয়া করবো” —
দেখি কয়জন মা-বাবা আজ রাতেই সন্তানদের জন্য চোখের জল ফেলবেন ইনশাআল্লাহ।

বিবেকহীন,  স্বার্থপর লোকেরা যা দেয়, তার চেয়ে বেশি আশা করে..!তারা যতক্ষন নিতে পারে ততক্ষন খুশি,যখনি দেয়া বন্ধ হয়ে যায় উগর...
26/10/2025

বিবেকহীন, স্বার্থপর লোকেরা যা দেয়,
তার চেয়ে বেশি আশা করে..!তারা যতক্ষন নিতে পারে ততক্ষন খুশি,যখনি দেয়া বন্ধ হয়ে যায় উগরে দিবে বিষ!

25/10/2025

মানুষের স্বভাবই এমন—
নিজের ব্যবহার ভুলে যায়, অন্যের প্রতিক্রিয়া নিয়েই বিচার করে।
তোমার রাগ, অভিমান, নীরবতা— সবই তাদের কাছে “দোষ”, কিন্তু কারণটা?
সেটা কারো জানার আগ্রহ নেই।

15/09/2025

মানুষের যখন বয়স বাড়ে তখন সে পরিপক্ক হয়।আরো বুঝদার হওয়া জরুরী তখন......
আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিকে পরিচালনা করুন! আমিন 🙏

15/09/2025

কেউ খুব গুছিয়ে মিথ্যা বলছে এবং আপনি তা খুব সহজেই ধরে ফেলতে পারছেন; এমন ম্যাচিউরিটি অত্যন্ত ক্ষতিকর! কেননা সত্য বুঝে ফেলবার ক্ষমতা- মানুষকে নিঃসঙ্গ করে দেয়।

14/09/2025

অভাবী মানুষ খুঁজে নেয় জীবনের ছোট ছোট সুখ,
কিন্তু লোভী মানুষের অন্তরের ফাঁকা গহ্বর কখনো পূর্ণ হয় না।
কারণ লোভ চিরকাল ক্ষুধার মতো—যত খাও, তত ক্ষুধা বাড়ে।

13/09/2025

অন্যের কাছ থেকে তুমি যত বেশি বঞ্চিত হবে; খোদা তোমার জন্য তারও অধিক এক অনন্য সুন্দর জীবন সাজিয়ে রাখবে।

আশাহত হইয়ো না; তোমার জন্য যা বন্টন করা হয়েছে, তুমি ঘুমিয়ে থাকলেও তা তোমার হাতের মুঠোয় চলে আসবে।

"লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলিয়্যিল আজিম"
13/09/2025

"লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলিয়্যিল আজিম"

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেন...
13/09/2025

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা।

প্রেগন্যান্ট অবস্থায় কে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে, কে তাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, কে তাকে একটু সেবাযত্ন করেছে তা আজীবন তারা মনে রাখবে।

অন্যদিকে কে কে তাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে, কার কাছে কদবেল খেতে চেয়েছিলো কিন্তু সে দেয়নি, কার বাড়ির বিরানির ঘ্রান নাকে এসেছিলো কিন্তু এক প্লেট দেয়নি এই কথাও সে আজীবন মনে রাখবে এবং তাদেরকে আজীবন সে বাতিলের খাতায় টুকে রাখবে।

আসলে প্রেগ্ন্যাসিটা একটা মেয়ের জীবনে এমন একটা সময় যখন তার মন কোন যুক্তি, পরামর্শ, কোন নিয়ম বোঝেনা। অবুঝ শিশুর মতো হয়ে যায়।

পাশের বাড়ির বিড়ালের ঝগড়া দেখেও সে ভেউভেউ করে কাঁদে, আবার অতি শখের জামাটা কেন গায়ে আঁটছেনা এটা নিয়েও ফুপিয়ে কাঁদে।

আসলেই এই সময়টা একটা মেয়ের জীবনের বড় আশ্চর্যের সময়। দেখবেন এই নয় মাসের ঘটনা সে যদি নব্বই বছর বেঁচে থাকে তাও ইনিয়ে বিনিয়ে বলবে- "আলামিনের বাপ প্যাটে থাকতে কতো যে ডিম ওয়ালা কই মাছ খাইতে মন চাইছে, কেউ আইনা দেয়নাই"।

ইন শা আল্লাহ 💓   #ইসলাম  #ইসলামীবার্তা
12/09/2025

ইন শা আল্লাহ 💓
#ইসলাম #ইসলামীবার্তা

Address

Uttara Dhaka
Dhaka
1230

Telephone

+8801974787013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tara's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tara's Dream:

Share