Ohona Mim 143

Ohona Mim 143 আমি খারাপ সেটা জানি, তবুও চাইনি কখনো হোক কারো হানি ���

20/05/2025

কার জন্য কি করলাম 💔🥀 Ohona Mim 143

13/04/2025

কিছু মন খারাপের কোন ব্যাখ্যা হয় না, শুধু নিশ্বাস নিতে কষ্ট হয়..!❤️‍🩹

09/04/2025

__"আমায় এভাবে না ভাঙলেও পারতেন, আপনি তো জানতেন আমি পুরোটাই আপনার, আপনার ভরসায় ছিলাম..!!💔😅

30/03/2025

সকল প্রবাসি ভাই এবং বোনদের ঈদ মোবারক 💗সাথে বাংলাদেশি ভাই ও বোনদের অগ্রিম ঈদের শুভেচ্ছা 👏👏💗

22/03/2025

Say Mashallah 💗👈

21/03/2025

সেই দিন খুব বেশি দূরে নয় 🤲💔👈

19/03/2025

একজন স্ত্রীর পৃথিবী খুবই ছোট হয়— সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে, আর শেষও হয় আপনাকে দিয়ে

সে সমাজের, পরিবারের, এমনকি নিজের স্বপ্নের অনেক কিছু ত্যাগ করেও আপনার পাশে থাকে। দুঃখ-কষ্ট, অভাব-অনটন, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আপনার দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না। কারণ, তার ভালোবাসার একমাত্র আশ্রয় তার স্বামী

তাই কখনো স্ত্রীকে কষ্ট দেবেন না। তার হাসির পেছনে হয়তো হাজারো দুঃখ লুকিয়ে থাকে, কিন্তু আপনার ভালোবাসার ছোঁয়া পেলেই সে সব ভুলে হাসতে পারে। তাকে ভালোবাসুন, সম্মান করুন, তার অনুভূতিকে মূল্য দিন। দেখবেন, সে তার ছোট্ট দুনিয়াটা শুধুই আপনার জন্য সাজিয়ে রাখবে!🤍

18/03/2025

ওপরে আল্লাহ আছে, তার সঠিক বিচার সে শুরু করে দিয়েছে,আস্তে আস্তে সব যাবে,নিজের কষ্টের কথা বলার মতো কাউকে পাশে পাবেনা,যতোটা কষ্ট আমি পাচ্ছি তার থেকে ১৪ গুন কষ্ট আল্লাহ তোকে দিবে🤲এটা অভিশাপ না,এটা এক অসহায় মেয়ের হাহাকার💔🥀কারো হকের টাকা দিয়ে কিছু করলে ওটা কখনোই চিরস্থায়ী থাকেনা 🤣ওটা যেকোন ভাবে হোক আল্লাহ কেড়ে নেয়👈যে মেয়ে জন্মের পর থেকে কষ্ট করেছে, সেই মেয়েকে তুই কষ্ট দিয়ে পাথর করে দিসিস,সত্যি আল্লাহ ওপরে আছেন🤲লাখ লাখ শুকরিয়া আল্লাহ 🤲আরও অনেক কিছু দেখার অপেক্ষায় রইলাম🤲🙏🙏🙏

10/03/2025

না'রীকে কাঁদিয়ে যে পুরুষ জীবনে বড় হতে চেয়েছে তার সারাজীবন ভাঙতে ভাঙতে গেছে..!😊💔 Ohona Mim 143

07/03/2025

"চিন্তা করো না, আমিতো তোমার জন্য তোমার পাশে সবসময় আছি।এই ছোট কথাটা অনেক স্ত্রীর জন্য বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠে, তাদের নতুন করে বাঁচতে শেখায়। হাসতে শেখায়।যত বিপদই আসুক না কেন হাসি মুখে লড়তে শেখায়।🤍🫀যা কখনো আমার ভাগ্যে হয়নি😃👍 Ohona Mim 143

16/02/2025

নারীর জেদ সম্পর্কে পুরুষের কোন ধারণা নাই🤍

যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, তবে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি "আমি" হয়ে জন্মাও!

তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া,তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হারে হারে টের পাও আপন মানুষের "কাছের মানুষ" হতে না পারাটা কতটা যন্ত্রণার!

তুমি টেরপাও কয়েক'শ কথার উত্তরে ছোট ছোট মেসেজ এলে দেখতে কি বিচ্ছিরি লাগে।সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে। অবহেলার স্বাদ কেমন!ছোটখাটো দুঃখ গুলোও কেমন ভয়ানক মনে হয়। কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে।

যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তুমি 'আমি' হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা ফিলিংস,যা ভেতরটা গুঁড়িয়ে দেয়। কারো কাছের মানুষ, আপন মানুষ না হতে পারে,কারো ভালোবাসা পাওয়ার জন্য তড়পাতে কেমন লাগে তুমিও টের পাও।
তোমাকে অভিশাপ দিলাম তুমিও আমার মত ভালবেসে ক্ষয়ে যাও,মরে যাও ভেতরে ভেতরে,কারো কাঁধে মাথা রেখে তুমিও কাঁদো এই আঁক্ষেপে যে

"ও আমায় ভালোবাসেনি কেনো?"❤️‍🩹😅 Ohona Mim 143

মেয়ে চালাক হওয়া গর্বের। শ্বশুর বাড়ি তে মানিয়ে নিতে পারবে। কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক।সংসার ভাঙবে।মেয়ে কথায় কট...
19/01/2025

মেয়ে চালাক হওয়া গর্বের। শ্বশুর বাড়ি তে মানিয়ে নিতে পারবে। কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক।সংসার ভাঙবে।

মেয়ে কথায় কটু হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়। বউ কথায় কটু হওয়া মানেই খারাপ । মেয়ে কথা কম বললেই চুপচাপ। বউ কথা কম বললে মুডি। মিশুক না, এক ঘুরে।

মেয়ে কাঁদলে কষ্ট। আর বউ কাঁদলে ন্যাকামো। মেয়ের ভুলে মাফ আর বউয়ের ভুল হলো অপরাধ।

আধুনিক যুগে পা রেখেও হাজার যুগের পুরোনো সেই তুচ্ছ ধারণায় আটকে পড়া মূর্খমির বহিঃপ্রকাশ।

কি আজব শ্বশুর বাড়ি তাই না। নিজের মেয়ের ভেলা এক আর বউয়ের বেলা আরেক। এ কেমন সমাজ।
তিতা হলেও সত্য কথা 💯🤙..... Ohona Mim 143.......

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ohona Mim 143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ohona Mim 143:

Share

Category