Shopno asha tv

Shopno asha tv "আসসালামু আলাইকুম"
ইসলামি সংগীত শিল্পী, ঢাকা, বাংলাদেশ

দেশ ব্যাপী ইসলামি সংগীতের প্রোগ্রামের জন্য
যোগাযোগ : 01704598772

23/09/2025

কিছু লোকের ধারনা!
হুজুর মানেই গরিব হতে হবে।
হুজুরের টাকা থাকতে পারবেনা। তাহলে ইসলাম কি শুধু গরিবের ধর্ম?

23/09/2025

জাতিসংঘ তাদের ইনভাইটেড গেস্টদের নিরাপত্তা দিতে পারে না; আবার তারা আসছে মানবতার অফিস খুলে আমাদেরকে নিরাপত্তা দিতে!

 #শিরকমানুষ কত বড় খারাপ, নিকৃষ্ট নিচু স্বভাবের বিকৃত মানসিকতার হতে পারে!!!জলঢাকার,গোলমুন্ডা ঘাটের পাড়, বুড়ি তিস্তা নদ...
22/09/2025

#শিরক
মানুষ কত বড় খারাপ, নিকৃষ্ট নিচু স্বভাবের বিকৃত মানসিকতার হতে পারে!!!

জলঢাকার,গোলমুন্ডা ঘাটের পাড়, বুড়ি তিস্তা নদীতে মাছের মুখ সিলাই করে, জীবন্ত অবস্থায় ছেড়ে দিয়েছে।

মাছটি পেয়েছে এলাকার এক ছেলে।
নদীতে রাতে মাছ ধরবার সময়।
বুড়ি তিস্তা নদী।

19/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

09/09/2025

কে হবে 'ভিপি নূর'?
আবিদ নাকি সাদিক?

07/09/2025

যখন তুমি কোনো সিদ্ধান্তে উপনীত হও, তখন আল্লাহর ওপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।

( সূরা আল ইমরান : ১৫৯)

উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। উলামায়ে কেরামের সামনে কিভাবে আদবের সাথে থাকা লাগে এই ছবিটা তারই একটি নমুনা।
04/09/2025

উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। উলামায়ে কেরামের সামনে কিভাবে আদবের সাথে থাকা লাগে এই ছবিটা তারই একটি নমুনা।

03/09/2025

ইস্তেগফার আর দুরূদ এই দুইটি কে সবসময় এর সঙ্গী করে নেন। মনের অশান্তি, দুশ্চিন্তা মুক্ত থাকবেন
ইনশাআল্লাহ ।

01/09/2025

মানুষের আসল সৌন্দর্য
লুকিয়ে থাকে তার কথার মধ্যে-ই !!

31/08/2025

দেশ কোন পথে যাচ্ছে?

এটা হচ্ছে আমাদের এনামুল হাসান ফারুকী ভাই যার জীবনের অর্ধেক চলে গেছে উস্তাদের খেদমত করতে করতে, আল্লাহ পাক এনাম ভায়ের প্রত...
31/08/2025

এটা হচ্ছে আমাদের এনামুল হাসান ফারুকী ভাই যার জীবনের অর্ধেক চলে গেছে উস্তাদের খেদমত করতে করতে, আল্লাহ পাক এনাম ভায়ের প্রতি এহসান করুক।

31/08/2025

একমাত্র মৃত্যু-ই পারে সব ব্যথা মুছে দিতে ,,
মৃত্যুর চেয়ে বড় কোনো সমাপ্তি নেই !!

Address

Natul Bazar, Batara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno asha tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno asha tv:

Share

Category