15/12/2025
ইন্না-লি'ল্লা'হ, কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির নি′র্যা′তনের শি′কার এক গৃহবধূ।
বর্তমানে মা ও মেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কতোবড় না'দান অ'সভ্য প্রকৃতির ঐ পরিবারটা একটু চিন্তা করুন। এরা মানুষের কা'তারেই পড়ে না।
একটা প'শু'রও যে খাসলতটা নেই - তারা সেটা করে দেখিয়ে দিয়েছে।
প্রত্যেকটা পরিবারে ঘা'প'টি মে'রে থাকা এমন জীব-জ'ন্তু'দের উচিৎ শিক্ষা দেওয়া সময়ের চাহিদা ও অতীব প্রয়োজন মনে করছি।
সন্তান হবে কি হবে না, হলে- ছেলে হবে না মেয়ে হবে এই গুণটির একমাত্র একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ।
একটা সন্তানের মুখ দেখার জন্য কত-শত মা-বাবা রা অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। একটা সন্তান পেলেই যেন পুরো পৃথিবী তারা পেয়ে যাবে– অনেক মা-বাবাদের আশা, আকাঙ্খা ও আবেগ দেখে এমনটাই অনুভূত হয়।
ই'স'লা'মি জীবনব্যবস্থায় কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ও শ্রেষ্ঠ এক নেয়ামত, যা সৌভাগ্য ও বরকতেরও নিদর্শন।
কারণ, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি তিনটি কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত ও যত্নসহকারে লালন-পালন করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
কন্যা সন্তানকে অশুভ মনে করা কা'ফে'রদের অভ্যাস। যা, একজন মুমিনের জন্য কাম্য নয়।
তাই, প্রত্যেকটা মেয়ের বাবা-মা'কে বলি– আপনার আদরের দুলালী, কলিজার টুকরা কন্যাকে কোন কুলা'ঙ্গা'র, মানুষরূ'পী হায়েনার হাতে তুলে দিবেন না।
যাচাই বাছাই করে দ্বীনদার ও পরিশ্রমী ছেলে দেখে বিয়ে দিন।
গরীব হোক সমস্যা নেই কিন্তু স্বচরিত্রবান একজন স্বামীর ঘরে যাওয়ায় পরবর্তীতে আপনার মেয়েটা সুখি হবে— ইনশা-আল্লাহ।
[পরিমার্জিত]