Jayed Al Hafiz

Jayed Al Hafiz .

17/12/2025

ইন্নালিল্লাহ 😭😭😭
কি ভয়াবহ দুর্ঘটনা

ইন্না-লি'ল্লা'হ, কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির নি′র্যা′তনের শি′কার এক গৃহবধূ।বর্তমানে মা ও মেয়ে টাঙ্গ...
15/12/2025

ইন্না-লি'ল্লা'হ, কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির নি′র্যা′তনের শি′কার এক গৃহবধূ।
বর্তমানে মা ও মেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কতোবড় না'দান অ'সভ্য প্রকৃতির ঐ পরিবারটা একটু চিন্তা করুন। এরা মানুষের কা'তারেই পড়ে না।
একটা প'শু'রও যে খাসলতটা নেই - তারা সেটা করে দেখিয়ে দিয়েছে।
প্রত্যেকটা পরিবারে ঘা'প'টি মে'রে থাকা এমন জীব-জ'ন্তু'দের উচিৎ শিক্ষা দেওয়া সময়ের চাহিদা ও অতীব প্রয়োজন মনে করছি।

সন্তান হবে কি হবে না, হলে- ছেলে হবে না মেয়ে হবে এই গুণটির একমাত্র একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ।
একটা সন্তানের মুখ দেখার জন্য কত-শত মা-বাবা রা অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। একটা সন্তান পেলেই যেন পুরো পৃথিবী তারা পেয়ে যাবে– অনেক মা-বাবাদের আশা, আকাঙ্খা ও আবেগ দেখে এমনটাই অনুভূত হয়।

ই'স'লা'মি জীবনব্যবস্থায় কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ও শ্রেষ্ঠ এক নেয়ামত, যা সৌভাগ্য ও বরকতেরও নিদর্শন।
কারণ, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি তিনটি কন্যাকে সুশিক্ষায় শিক্ষিত ও যত্নসহকারে লালন-পালন করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
কন্যা সন্তানকে অশুভ মনে করা কা'ফে'রদের অভ্যাস। যা, একজন মুমিনের জন্য কাম্য নয়।

তাই, প্রত্যেকটা মেয়ের বাবা-মা'কে বলি– আপনার আদরের দুলালী, কলিজার টুকরা কন্যাকে কোন কুলা'ঙ্গা'র, মানুষরূ'পী হায়েনার হাতে তুলে দিবেন না।
যাচাই বাছাই করে দ্বীনদার ও পরিশ্রমী ছেলে দেখে বিয়ে দিন।
গরীব হোক সমস্যা নেই কিন্তু স্বচরিত্রবান একজন স্বামীর ঘরে যাওয়ায় পরবর্তীতে আপনার মেয়েটা সুখি হবে— ইনশা-আল্লাহ।
[পরিমার্জিত]

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাস...
15/12/2025

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।

+৯১৬০০১৩৯৪০**

এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যেসকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়, যা গতকাল ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

13/12/2025

হাদীকে গু'লি করা সেই যুবক রেলযোগে সিলেট এসে নেমেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্য সত্য হলে সীমান্ত পাড়ি দেওয়ার আগেই তাকে গ্রেফতার করুন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।

13/12/2025

ক্ষনিকের এই দুনিয়াতে কিসের এত অহংকার।

সিলেটের ভাইয়েরা বর্ডার সাইট এরিয়া গুলোতে নজরদারি রাখুন
13/12/2025

সিলেটের ভাইয়েরা বর্ডার সাইট এরিয়া গুলোতে নজরদারি রাখুন

🚨🚨🚨 Allert পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে  গুলি করা ব্যাক্তি।তথ্য যদি সত্য ...
13/12/2025

🚨🚨🚨 Allert

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে গুলি করা ব্যাক্তি।
তথ্য যদি সত্য হয়, তবে আজকে রাতেই সে বর্ডার পাড় হয়ে যেতে পারবে।

ইন্নালিল্লাহ দেশে এগুলো কি শুরু হইলো!!রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘট...
12/12/2025

ইন্নালিল্লাহ দেশে এগুলো কি শুরু হইলো!!
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 😭😭

পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট...
12/12/2025

পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল।

অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।

সকলে নিজ নিজ টাইমলাইন থেকে পোস্ট করুন।
এই ২ জনকে কেউ চিনে থাকলে কমেন্টস করুন।

12/12/2025

ভ্রমণ করুন। অনেক কিছু জানতে পারবেন।

11/12/2025

আপনার পছন্দের মার্কা কি?

Address

Mirpor Dhaka
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Jayed Al Hafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jayed Al Hafiz:

Share