Sohoz Poth_সহজ পথ

Sohoz Poth_সহজ পথ If Allah Guides You To Remember Him, It Is A Sign That Allah Loves You.

এই বৃষ্টির মাঝে শত শত কবর আজ পানির দখলে,যারা অন্যায় করেছে,যারা মানুষকে ঠকিয়েছে,যারা অহংকার নিয়ে অন্যকে অপমান,জুলুম করেছে...
06/06/2025

এই বৃষ্টির মাঝে শত শত কবর আজ পানির দখলে,যারা অন্যায় করেছে,যারা মানুষকে ঠকিয়েছে,যারা অহংকার নিয়ে অন্যকে অপমান,জুলুম করেছে,তারা কোথায় যাবে তাদের এই কবরেই যেতে হবে দুইদিন আগে বা দুই দিন পরে,সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে।

জিবনে কিছু মানুষের কাছে তুচ্ছ ছিলাম,কালো গায়ের রঙ নিয়ে কিছুই করতে পারবো না শুনতে হয়েছিল,আর আজ ১৮০০০ হাজার স্যালারিতে একট...
31/05/2025

জিবনে কিছু মানুষের কাছে তুচ্ছ ছিলাম,কালো গায়ের রঙ নিয়ে কিছুই করতে পারবো না শুনতে হয়েছিল,আর আজ ১৮০০০ হাজার স্যালারিতে একটি প্রাইভেট কোম্পানিতে আছি। আলহামদুলিল্লাহ, i phone 11 pro🥰🥰🥰ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আরো এগিয়ে নিয়ে যাবেন🥰🥰🥰সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ

29/05/2025

ইয়া আল্লাহ,যে মানুষটি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে,আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে,তার প্রতিটি অন্যায়ের ও অপমানের বিচার আমি আপনাকে দিয়েছি আর দিচ্ছি,নিশ্চয়ই আপনি আপনার বান্দার প্রতি হওয়া প্রতিটি অন্যায় ও যুলুমের বিচার ও পরকিয়ার আপনি করবেন,,,🤲

29/05/2025

যেইদিন থেকে মানুষ জানলো, মৃ'ত্যু অনিবার্য এবং ইহাই চিরন্তর সত্য? সেইদিন থেকেই মানুষ পাপ, মিথ্যা বলা,প্রতারণা করা ও পরকিয়াকে বেশি ভালোবাসে।

23/05/2025

খুব শীগ্রই এমন একটি যুগ আসবে,
বাইরে থেকে মানুষকে মানুষ মনে হলেও,ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট।
আর সেই যুগটি চলেই এসছে....

16/05/2025

Allah says, never lose hope on me, for I am the one who will make your tomorrow better than ever.

02/05/2025

আপনি কাউকে ঠকাবেন? ঠকান!
কত দিন ভালো থাকবেন?১ মাস/২মাস,৬ মাস কিংবা ৬ বছর।কিন্তু তার চোখের পানি মূল্য আল্লাহ আপনাকে দেখাবে ১২ মাস চব্বিশ ঘন্টা। ভুলে যাবেন না ঠকানো বা প্রতারক ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করে না।কিছু বিচার আল্লাহ দুনিয়াতেই করে দেন।

21/04/2025

কিসের বড়াই কিসের দেমাগ কিসের গর্ব করছো?
আজ বাদে কাল ওই কবর আমাদের জন্য অপেক্ষা করছে..!🥺

20/04/2025

কেউ কি বলতে পারবেন, ভালো মানুষ চেনার উপায় কী?,, কারন সবাই তো প্রতারক ও মুখোশ পরে থাকে😅💔

এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। বিস্ফোরণের প্রকোপে সেই নারীর পেট ফেটে যায়। গর্ভস্থ সন্তান ছিটকে দূরে গিয়ে পড়ে। একদ...
11/04/2025

এক গর্ভবতী নারী তাঁর নিজের ঘরে ছিলেন। বিস্ফোরণের প্রকোপে সেই নারীর পেট ফেটে যায়। গর্ভস্থ সন্তান ছিটকে দূরে গিয়ে পড়ে।

একদিন আসবে যখন পাথরের জবান খুলে যাবে। পাথরের আড়ালে এই খুনীরা যখন লুকোবে, পাথরও আওয়াজ করে ওদের চিনিয়ে দেবে।

আমাদের মুখ বন্ধ হতে হতে একদিন পাথরেরই বুক ফেটে যাবে।

হায়, পবিত্র ভূমি আমার!

10/04/2025

একটি মেয়ের হক নষ্ট করার বিচার যেখানে আল্লাহ স্বয়ং করবে সেখানে আপনি আমি কি বলবো আল্লাহর উপর ছেড়ে দিন,তারা আকাশে উড়ছে উড়তে দিন আল্লাহ ঠিক বিচার করবেন।আর আল্লাহর বিচার খুব ভয়ংকর হবে।

তিনিই আদি, অন্ত, ব্যক্ত ও গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিতবিশ্বাসীরা কখনও আশা ছাড়ে না, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, এই জ...
07/04/2025

তিনিই আদি, অন্ত, ব্যক্ত ও গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত
বিশ্বাসীরা কখনও আশা ছাড়ে না, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, এই জালিমদের বিচারও একদিন তিনি ঠিকই করবেন
কুরআনের ওয়াদা কখনও মিথ্যা হতে পারেনা

পৃথিবী যতদিন টিকে থাকবে গাজা, ফিলিস্তিন ততদিন টিকে থাকবে এবং শেষ জামানার সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি
হয়তো আজকের এই দূর্দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ ❤

Address

Dhaka
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Sohoz Poth_সহজ পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohoz Poth_সহজ পথ:

Share