X BOO

X BOO Animated Cartoon - Movie - Tv show

“Having a good sense of humor about s*x will keep things in perspective.” “Sex education is essential to create healthy self-knowledge and reconciliation, healthy conversation and understanding, healthy mind-sets and lifestyles.” “Sex education is the only subject that will arouse the mind without illuminating it.”

পৃথিবীতে সবচাইতে সহজ এবং নির্ভেজাল খেলা হচ্ছে,  মানুষের আবেগ–অনুভূতি এবং বিশ্বাস নিয়ে খেলা করা! যে যত বেশি মানুষকে বোকা ...
12/05/2025

পৃথিবীতে সবচাইতে সহজ এবং নির্ভেজাল খেলা হচ্ছে, মানুষের আবেগ–অনুভূতি এবং বিশ্বাস নিয়ে খেলা করা! যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে, সেই তত বড়ো মাপের সার্থক খেলোয়াড়।

প্রত্যেকটা মানুষের ভনিতা করার ধরণ আলাদা। কেউ ফায়দা লুটতে মানুষের আবেগ এবং বিশ্বাসকে ব্যবহার করে, আবার কেউ মজা নিতে। পৃথিবীতে অসহায় ভুক্তভোগী তো কেবল তারাই, যারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে, যারা প্রচন্ড আবেগী।

মানুষের বাইরের রূপ দেখে কখনোই তার ভেতরের রূপটা বোঝার উপায় নেই। কে সত্য বলছে, আর কে মিথ্যা বলছে, কে ভান করছে তা কেবল সময়ই বলে দেয়। মানুষ বাইরে যতটা উদারতা, সত্যবাদী এবং সরলতা দেখায়, ভেতরে ভেতরে ততটা নয়।

শুধুমাত্র কথার উপর ভিত্তি করে কাউকে বিশ্বাস করে যাওয়ার মতো বোকামি হয় না। একটা সময় পর ঠিকই অনুশোচনায় ভুগতে হয়!

এই আমরা বোকা মানুষগুলোই বারবার শুধু মানুষের বাইরের রূপ দেখেই তাদের প্রতি আকৃষ্ট হই, বিশ্বাস করি, ভালোবাসি। মনের অজান্তেই দিনের পর দিন প্রতারিত হতে থাকি! আর যখন সত্যিটা সামনে আসে, তখন কোনো প্রতিবাদ না করেই নীরব হয়ে যাই। আমাদের নীরব হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না! আমরা আসলে বোকা হয়ে থাকি না, আমরা মূলত মানুষকে ভালোবাসি বলেই সব মেনে নেই–মেনে নিতে বাধ্য হই।

11/05/2025
যে প্রেম মরে গেছেতার স্মৃতি মনে করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে.!❤️‍🩹
02/05/2025

যে প্রেম মরে গেছে
তার স্মৃতি মনে করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে.!❤️‍🩹

আজ দুপুরে বাসা থেকে বেরিয়েই দেখি একটি মেয়ে তার ছেলে বন্ধুর হাতে থাকা তার মোবাইল ফোনটি নিয়ে কাড়াকাড়ি করছে আর আর কান্নাকাট...
23/04/2025

আজ দুপুরে বাসা থেকে বেরিয়েই দেখি একটি মেয়ে তার ছেলে বন্ধুর হাতে থাকা তার মোবাইল ফোনটি নিয়ে কাড়াকাড়ি করছে আর আর কান্নাকাটি করছে!! কিন্তু ছেলেটি কিছুতেই তার হাতে থাকা ফোনটি মেয়েটির হাতে দিচ্ছেনা।

কান্নাকাটি আর কাড়াকাড়ির একপর্যায়ে বুঝতে পারলাম যে ছেলেটির হাতে থাকা ফোনটি আসলে ছেলেটির নয় বরং ফোনটি সেই মেয়েটির!! এহেন কাণ্ড দেখে রাস্তার ধারে জড়িয়ে ছিটিয়ে থাকা জনতা তাদেরকে আটক করে এবং ঘটনার কারণ জানতে চায়। ছেলেটির অভিযোগ মেয়েটি তার পাশাপাশি গোপনে আরও ডজনখানেক ছেলের সাথে জমিয়ে প্রেমের সম্পর্ক বজায় রেখেছে!!

যার সব প্রমাণ ঐ মোবাইল ফোনে রয়েছে!! এসব সিনারি আমি গাড়ির ভিতরে বসে বসে দেখছিলাম। ছেলেটার চোখের পানিতে জড়িয়ে থাকা মেয়েটিকে সত্যিকারের ভালোবাসার প্রমাণ আর হৃদয় দিয়ে ভালোবাসা মানুষটির কাছ থেকে প্রতারিত হওয়ার কষ্ট ও ক্রোধ সবই দেখছিলাম।

ছেলেটিকে অনুরোধ করে মেয়েটির ফোন তাকে ফেরত দিয়ে দেওয়া হলে মেয়েটি চলে যায়। আস্তে আস্তে মানুষ জনও হালকা হয়ে যায়। কিন্তু ছেলেটি কোথাও যায় না। ঘণ্টা খানেক পরে চিৎকার দিয়ে কান্না শুরু করে ছেলেটি!! ইস কি হৃদয়বিদারক সে দৃশ্য....

আহারে ভালোবাসা
আহারে বেঈমানী
আহারে প্রতারণা
আহারে...........

-সাইফ শুভ

02/04/2024

Hindi Super Hit movie Clip

02/04/2024

superhit movie

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when X BOO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share