Bangla News Today

Bangla News Today বাংলা নিউজ টুডে, ২০১০ সাল থেকে পরিচালিত অনলাইন সংবাদপত্র।

12/09/2025
সিনেট ভবনের সামনে নির্বাচন বয়কটের মিছিল নিয়ে আসে ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি দেখে ভুয়া ভ...
12/09/2025

সিনেট ভবনের সামনে নির্বাচন বয়কটের মিছিল নিয়ে আসে ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রানিং সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার এ ঘটনা ঘটে।

দেখা যায়, মিছিলের সামনের দিকে ছাত্রদলের প্যানেলে থাকাসহ ২০-২৫ জন রানিং ছাত্র উপস্থিত ছিলেন। পেছনে যারা ছিলেন তাদের অধিকাংশেরই ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক বছর আগে।

10/09/2025

Live : ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভিপি পদসহ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।রাষ্ট্রপতির কাছে পাঠানো...
09/09/2025

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেও নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরেও বিক্ষোভ করতে শুরু করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারী।

নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে দেশটির জোট সরকারের সহযোগী দলের বেশ কয়েকজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেন।

ফয়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পরে মঙ্গলবার সকালে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ...
09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে সকাল সাড়ে আটটার দিকে প্রবেশ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, "প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।"

পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্র থেকে কাজী মোস্তাক গাউসুল হক বলেন, "আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।"

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ দিয়েছে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

09/09/2025

কথা বলছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ । ডাকসু নির্বাচন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্...
09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে।

মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে পলাশীর মোড় হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। এসময় প্রবেশদ্বার অতিক্রম করার পর একটি মোটরসাইকেলে উঠে তিনি ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য শামীমকে ঘিরে নির্বাচনের আগের রাত থেকেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে—এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে ডাকসুর জন্য পাঁচটি এবং হল সংসদের জন্য একটি ব্যালটে ভোট দিতে হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী মোট ৪১টি ভোট প্রদান করবেন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোবদ্ধ ছাত্ররাজনীতির গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের নজিরও দেখা যাচ্ছে। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদ...
09/09/2025

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের নজিরও দেখা যাচ্ছে। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল নয়টার একটু আগে। শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থী ভোট দিচ্ছেন। সেখানে ঢুকে পড়েন আবিদুল।

এই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ এরপর মোস্তাক গাউসুল হক জগন্নাথ হলের ভোট কেন্দ্রে গিয়ে জানান, তিনি সেখানে যাওয়ার পর আর কাউকে দেখেননি। আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে আবিদুল সংবাদ মাধ্যমের কাছে অভিযোগও করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ডের ব্যবস্থা করেনি। যার ফলে মেয়েদের হলের ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না তিনি। যদিও কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কাছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে তাকে দেখে বেশ কিছু শিক্ষার্থী উষ্মা প্রকাশ করেন।

শুধু তিনিই নন, ছাত্রদল প্যানেলের লিফলেট বিলি করতে দেখা যায় একাধিক কর্মীকে। তাদের জিজ্ঞেস করতে জানা যায়, তারা এই লিফলেট বিলি করছেন, যেন ব্যালট নম্বর মনে রাখতে পারেন শিক্ষার্থীরা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্...
08/09/2025

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা এক হাজার ৫২৫ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস। সোমবার (৮ সেপ...
08/09/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নষ্ট করেছে।

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার সকালে রাজধানীর রমনা এল...
08/09/2025

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার সকালে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে আজ ...
06/09/2025

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার। জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশবিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়েছে।

রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এ অপতৎপরতাকে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত। দিল্লি বারবার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়বে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি।

জানা যায়, ওই সেমিনারের শিরোনাম ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক : নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব’। এটি আয়োজন করছে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ’। সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাংকে কর্মরত সামরিক-বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি ‘রিসোর্স পারসনও’ অংশ নিচ্ছেন, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পারসনদের মধ্যে রয়েছেনÑসিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক এবং শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমীর। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে সুপরিচিত।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই চার রিসোর্স পারসন ভারতের ‘ডিপ স্টেট’-এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ স্টেটের নীতিনির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশবিরোধী বয়ান তুলে ধরতে।

গত এক বছর ভারত তার বাংলাদেশবিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, মিডিয়াসহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে। তবে এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে। বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ-ভারত সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর ওপর আলোচনা করবেন এই চার বাংলাদেশি।

Address

Road/3, Avenue/6, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share