Video creations06

Video creations06 আসসালামু আলাইকুম।
অনলাইনে ঘরে বসে সূত্র সহকারে সেলাই এর কাজ শিখতে চাইলে ইনবক্সে মেসেজ দিন।
(4)

09/08/2025

ফ্রী দর্জি প্রশিক্ষণ নিতে আগ্রহী আপুরা সাড়া দেন, সেলাই ক্লাসের গ্রুপে এড করে দিবো ইংশাআল্লাহ্।শুধু মেয়ে

04/08/2025

#ফ্রী_টেইলারিং_শিক্ষা
কোনো কাজ শেখার আগে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে--!!

এই জিনিসটা আমি কেন শিখবো?

এটা শিখলে আমার কী লাভ হবে?!

তাহলে চলুন জেনে নিই সেলাইয়ের কাজ শিখলে আপনার কী কী উপকার হতে পারে--!!!

১। গাইরত-বোধ:

★একজন দ্বীনদার পর্দানশীন বোন হিসেবে আপনি কখনোই চাইবেন না আপনার শরীরের পরিমাপ বাইরের কেউ জানুক। মহিলা দর্জি সবসময় সবজায়গায় পাওয়া যায় না। বাধ্য হয়ে আমাদের পুরুষ দর্জির কাছে কাপড় বানাতে দিতে হয়। কিন্তু আপনি নিজেই যদি সেলাইয়ের কাজ পারেন তাহলে নিজের ও পরিবারের নারী সদস্যদের জন্য পোশাক তৈরিতে বাইরের পুরুষের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ।

২। স্বনির্ভরতা:

★আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে ছোট খাটো ড্রেস বানানোর জন্য বাইরের দর্জির দোকানে যেতে হবেনা। আপনার এবং আপনার পরিবারের সকলের পোশাক ঘরে বসেই তৈরী করতে পারবেন।

৩। সময় বাচানো:

★বাইরের দোকানে গিয়ে পোশাক বানাতে দিলে স্বাভাবিক ভাবেই ৩/৪ দিন বা ১ সপ্তাহের মতো সময় লেগে যায়। অনেক সময় জরুরী অবস্থায় সময় সংক্ষিপ্ততার কারণে আমরা দোকান থেকে ইচ্ছেমত পোশাক বানাতে ও পারিনা। এই সমস্যাটার সমাধান আপনি নিজেই করতে পারবেন যদি আপনি নিজেই সেলাইয়ের কাজ শিখে নিতে পারেন।

৪।টাকার অপচয় রোধ:

★বস্ত্র বা পোশাক পড়া আমাদের মৌলিক অধিকারের একটি। আর তাই পোশাকের গুরুত্বও অপরিসীম। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই পোশাক বানানোর জন্য প্রতি মাসে, প্রতি বছরে আপনি কত টাকা দর্জি কে দিচ্ছেন? পুরো একটি মাসের বা বছরের হিসেব করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

৫।অর্থ উপার্জন:

★বর্তমান সময়ে পোশাক শিল্প বাংলাদেশের বড় একটি অর্থনৈতিক খাত। আপনি যদি সেলাই/দর্জি কাজ পারেন তাহলে পাড়া প্রতিবেশির পোশাক বানিয়ে, নিজে একটি ছোটখাটো দোকান খুলে উদ্যোক্তা হিসেবে আপনার পরিবার কে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারবেন।

৬।বেকার সমস্যার সমাধান:

★ বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করেও তাদের পরিবারের জন্যই কিছু করতে পারছে না। আপনি যদি সেলাইয়ের কাজ শিখেন তাহলে অন্তত সাময়িকভাবে হলেও নিজের ও আরো কয়েকজনের বেকার সমস্যার সমাধান করতে পারবেন।

৭। আত্মতৃপ্তি:

★নিজের কাজ নিজে করার মাঝে আমরা একটা আনন্দ খুঁজে পাই। আর তাই আপনার নিজের পোশাক তথা আপানার পুরো পরিবারের পোশাক যদি আপনিই তৈরী করে নিতে পারেন তার চেয়ে আত্মতৃপ্তির আর কি হতে পারে?

তাহলে এবার বলুন, সেলাই শিখতে চান---!!?

আমরা দিচ্ছি ৭দিন ফ্রি সেলাই প্রশিক্ষন।এড হয়তে চায়লে ইনবক্সে মেসেজ করুন আপু সেলাই শিখতে চাই।

বিঃদ্রঃ শুধুমাত্র মেয়েরা ইনবক্সে মেসেজ করবেন।

★সহজ পদ্ধতিতে সূএের মাধ্যমে টেইলারিং শিখতে চায়লে এখনি মেসেজ করুন ইনবক্সে আপুরা।

সূত্র সহকারে সেলাই শিখতে পারবেন।
04/08/2025

সূত্র সহকারে সেলাই শিখতে পারবেন।

04/08/2025

আপনি কি সুত্র এবং চিত্র সহ সহজ নিয়মে দর্জি কাজ শিখতে চাচ্ছেন??
আমরা দিচ্ছি 7 দিনের ফ্রী সেলাই শিক্ষার ক্লাস।
আগ্রহী আপুরা কাজ শিখতে চাইলে দ্রুত ইনবক্সে মেসেজ দিন।ফ্রি মেসেন্জার গ্রুপে এড করে দিব ইনশাআল্লাহ

04/08/2025

আপুনিরা কে কে ফ্রি সেলাই কাজ শিখতে আগ্রহী। হাতে কলমে সেলাই শিখানো হয়।সেলাই মেশিন না থাকলেও আপনি সেলাই শিখতে পারবেন।
৭দিনের ফ্রি সেলাই শিখতে আমাকে ইনবক্স করুন।

👉 সংসার, বাচ্চাকাচ্চা সামলিয়েও বাসা থেকে বের না হয়ে ঘরে বসেই ফ্রি দর্জি কাজ শিখতে আগ্রহী কে কে ?অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ...
04/08/2025

👉 সংসার, বাচ্চাকাচ্চা সামলিয়েও বাসা থেকে বের না হয়ে ঘরে বসেই ফ্রি দর্জি কাজ শিখতে আগ্রহী কে কে ?
অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সূত্র সহকারে একদম বেসিক থেকে দর্জি কাজ শেখানো হবে।

📛📛 ৭ দিনের ফ্রি সেলাই প্রশিক্ষণ 📛📛

আগ্রহীরা দ্রুত আমাকে ইনবক্সে ম্যাসেজ দিন ফ্রি দর্জি প্রশিক্ষণ গ্রুপে অ্যাড করে দিবো ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ শুধুমাত্র মেয়েদের জন্য

🍁ফ্রী দর্জি প্রশিক্ষণ!শুধু মেয়েদের জন্য।🍁সেলাই কাজ শিখতে আগ্রহী আপুরা সরাসরি আমার ইনবক্সে মেসেজ দেন,গ্রুপে এড করে দিচ্ছি...
03/08/2025

🍁ফ্রী দর্জি প্রশিক্ষণ!শুধু মেয়েদের জন্য।
🍁সেলাই কাজ শিখতে আগ্রহী আপুরা সরাসরি আমার ইনবক্সে মেসেজ দেন,গ্রুপে এড করে দিচ্ছি ইংশাআল্লাহ্।

ইয়া রব 🤍🌸
02/05/2024

ইয়া রব 🤍🌸

27/04/2024

Wait for end 😥

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Video creations06 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category