Akhi Alam Blog Post

Akhi Alam Blog Post You can also follow me by Instagram
https://www.instagram.com/akhialamsheikh/ Nothing to say about me. I am just a simple girl. I want to make good for everyone.

24/07/2025

প্লেন কিনছে হাসিনা,
চালাইছে এয়ার ফোর্স,
লাগাইছে স্কোয়াড্রন লিডার,
দোষ হইছে ইউনূসের,
পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,
পদত্যাগ করছে শিক্ষা সচিব,
মাইর খাইছে ছাত্রলীগ,
ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের।

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে? 🤫😁

14/07/2025

বিয়ের জন্য বাঙালি ছেলেরা মেয়ে চায় । ১৯ বছরের বাবার টাকা ওয়ালা, ৫'৬" লম্বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ফর্সা পুতুলের মতো সুন্দরী, কোমর পর্যন্ত লম্বা চুল, সেক্সি, নামাজি, ধার্মিক কম চাহিদার সু-চরিত্র, সাংসারিক সকল রান্নায় পারদর্শি, নিচু গলার ভদ্র শালীন, জিরো ফিগারের মাষ্টারশেফ সানি লিওন। 🤪🫦

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে।শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে।যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব সবচে...
12/07/2025

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে।
শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে।
যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব সবচেয়ে কম। বেশ কিছুদিন তা পেলেই আর কোন আকর্ষণ থাকেনা।
এরপর হল চেহারা। এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি। তবে চেহারা সুন্দর হলে আর সংগী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায়। বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয়।
এরপরই টেকসই হল যোগ্যতার আকর্ষণ। মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয়, তার স্থায়িত্ব হয় অনেক বেশি।
সবচেয়ে বেশি টেকসই হল মনকেন্দ্রিক আকর্ষণ। কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না। এটির জন্য সময়ের দরকার হয়, অনুভুতি তৈরির দরকার হয়। এটি যেমন ধীরে ধীরে তৈরি হয়, তেমনি এটার স্থায়িত্বও সবচেয়ে বেশি।
কিন্তু সব আকর্ষণই এক সময় কমে যায়। কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তবতা।
তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালান্সও তৈরি হয়ে যায়। আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় অভ্যাসে, মায়াতে, দায়িত্বে।
সেই অভ্যাসের কারণে, মায়ার কারণে, দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে।
এই আকর্ষণ, অভ্যাস, মায়া, দায়িত্ব- সবগুলো মিলেই একসাথে ভালোবাসা।
লিখা - সংগৃহীত

ছেলেরা চায়, দবদবে ফর্সা সুশীলধার্মিক সেক্সিমন্তা, উচ্চশিক্ষিত সাংসারিক রাশিয়ান মেয়ে । 🙂
05/07/2025

ছেলেরা চায়, দবদবে ফর্সা সুশীলধার্মিক সেক্সিমন্তা, উচ্চশিক্ষিত সাংসারিক রাশিয়ান মেয়ে । 🙂

সুযোগ এসেছে ট্রেন্ড ফলো করার তবে গ্লাস ভাঙলেউড়ন্ত জুতা বরণ করার সাহস রাখতে হবে।
21/06/2025

সুযোগ এসেছে ট্রেন্ড ফলো করার তবে গ্লাস ভাঙলে
উড়ন্ত জুতা বরণ করার সাহস রাখতে হবে।

একদম দেশি মিসাইল 🫦
21/06/2025

একদম দেশি মিসাইল 🫦

17/05/2025

যখন মানুষের প্রয়োজন পড়ে, তখন তাদের ব্যবহারও নরম হয়…
ভাষা হয়ে যায় মধুর, মুখে ফুটে ওঠে মায়া,
আর মন?
সেটা শুধুই উদ্দেশ্য পূরণের ছায়া!
প্রয়োজন ফুরালেই—
ভদ্রতার মুখোশ খসে পড়ে,
ভাষা হয়ে ওঠে কাঁটা,
আর ব্যবহারটা?
তাকেও আর চিনে ফেলা যায় না…
এই জগতে সম্পর্ক নয়,
প্রয়োজনই সব চেয়ে বড় সত্য!
তাই এখন শিখে গেছি—
মিষ্টি কথায় নয়, সময়ে-অসময়ে পাশে থাকা মানুষটাকেই "আপন" ভাবতে হয়। 😊💔

খুশি মনি

20/02/2025

পরিবর্তন.

See more........

See more..............

See more..........

হইয়া লাভ নাই......💔💔💔💔

01/02/2025

2019
2020
2021
2022
2023
2024
Today. That's. end !.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Alam Blog Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi Alam Blog Post:

Share