For you

For you Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from For you, Digital creator, Dhaka.

আসসালামু আলাইকুম🌹 আমার পেজে ঘুরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💕আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন দোয়া🤲 করবেন আমি যেন আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন আমাকে 👍লাইক শেয়ার করে দিন🙏

আল্লাহ, এই নিষ্পাপ আত্মাগুলোকে জান্নাতুল ফিরদাউস দান করুন।আমরা শোকাহত… আমরা প্রার্থনায়…আমিন।               #শোক
22/07/2025

আল্লাহ, এই নিষ্পাপ আত্মাগুলোকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
আমরা শোকাহত… আমরা প্রার্থনায়…
আমিন।
#শোক

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা আজ ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেছে একটি বেদনাদায়ক বিমান দ...
21/07/2025

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা

আজ ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় ঘটে গেছে একটি বেদনাদায়ক বিমান দুর্ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং কিছু প্রাণ আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী, যারা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের উচিত—এই দুঃসময়ে একসাথে হয়ে তাদের জন্য দোয়া করা এবং রক্তদানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

যারা রক্ত দিতে ইচ্ছুক, অনুগ্রহ করে যোগাযোগ করুন:
🏥 উত্তরা আধুনিক হাসপাতাল
🏥 জাতীয় বার্ন ইনস্টিটিউট

আসুন, আমরা সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করি—
🔹আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন
🔹যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন তাদের মাফ করে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন
🔹এই জাতীয় দুর্ঘটনা যেন আর না ঘটে

🤲 আপনার দোয়া ও মানবিকতা আজ কারো জীবন বাঁচাতে পারে।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

#উত্তরা_দিয়াবাড়ি #বিমান_দুর্ঘটনা #রক্তদান #দোয়া_চাই #মাগফিরাত #মানবতা

গরমে যত মজা হয়, আম খাওয়ার চাই কি হয়!মিষ্টি রসে ভরপুর, মন জয় করে সব সময়।ফ্রিজে ঠান্ডা আম পেলে,জীবনটা যেন স্বর্গের মে...
18/07/2025

গরমে যত মজা হয়, আম খাওয়ার চাই কি হয়!
মিষ্টি রসে ভরপুর, মন জয় করে সব সময়।
ফ্রিজে ঠান্ডা আম পেলে,
জীবনটা যেন স্বর্গের মেলে!









প্লেটের উপর মাছের ঝোল,তাতেই মনে হলো, আহা কী কোল!রাতে খাইলে হইয়ে যায় শান্তি,খাবার শেষে চাই এক কাপ চা নাহি কি!রাতের খাবা...
16/07/2025

প্লেটের উপর মাছের ঝোল,
তাতেই মনে হলো, আহা কী কোল!
রাতে খাইলে হইয়ে যায় শান্তি,
খাবার শেষে চাই এক কাপ চা নাহি কি!

রাতের খাবার মানেই প্রশান্তি আর শান্তিময় ঘুমের শুরু।
আজকের ডিনার ছিল বড্ড স্পেশাল।
তোমরা কী খেলেন?

#রাতেরমজা #ভোজনবিলাস #রান্নাঘরেরভালোবাসা #শুভরাত্রি

 #শুভরাত্রি #ইসলামিক_ভাবনা #আল্লাহ_ভরসা #নবীর_ভালোবাসা #রহমতের_রাত #তাহাজ্জুদের_দাওয়াত #জিকিরের_রাত #আল্লাহকে_ভালোবাসি ...
13/07/2025

#শুভরাত্রি
#ইসলামিক_ভাবনা
#আল্লাহ_ভরসা
#নবীর_ভালোবাসা
#রহমতের_রাত
#তাহাজ্জুদের_দাওয়াত
#জিকিরের_রাত
#আল্লাহকে_ভালোবাসি
#দোয়ায়_রাখবেন
#রাতে_শান্তি

আলহামদুলিল্লাহ! জুমার দিনে বিরিয়ানির স্বাদই আলাদা 🍽️আলহামদুলিল্লাহ, শুক্রবারের বরকতময় দিনে দুপুরের খাবার হিসেবে ছিলো সু...
11/07/2025

আলহামদুলিল্লাহ! জুমার দিনে বিরিয়ানির স্বাদই আলাদা 🍽️

আলহামদুলিল্লাহ, শুক্রবারের বরকতময় দিনে দুপুরের খাবার হিসেবে ছিলো সুস্বাদু বিরিয়ানি। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই যেন সবচেয়ে বড় নেয়ামত।
জুমার দিনের খাবারটা হোক আরো পরিপূর্ণ, ভালোবাসা ও শুকরিয়ার সাথে। ❤️

#আলহামদুলিল্লাহ #জুম্মাবার #শুক্রবারেরদুপুর #বিরিয়ানি #পারিবারিকভোজ #শান্তিরমুহূর্ত #জুমারদিন #দুপুরেরখাবার

জুম্মার বারতা 🌸জীবন যখন কঠিন হয়, তখন নামাজকে শক্তি বানাও।এই পবিত্র দিনে প্রভুর করুণায় ভরে উঠুক হৃদয়।এই জুম্মার দিনে আল্ল...
11/07/2025

জুম্মার বারতা 🌸

জীবন যখন কঠিন হয়, তখন নামাজকে শক্তি বানাও।
এই পবিত্র দিনে প্রভুর করুণায় ভরে উঠুক হৃদয়।

এই জুম্মার দিনে আল্লাহ্‌ পাক আমাদের গুনাহ ক্ষমা করুন,
রিজিক হালাল করুন, আর অন্তর নরম করে দিন।

"Dua is the weapon of a believer."
এই জুম্মার দিনে হৃদয়ের প্রার্থনাগুলো যেন পৌঁছে যায় আকাশের চূড়ায়।

বিতাড়িত শয়তান যখন আপনাকে নামাজ থেকে দূরে রাখতে চায়,
তখন মনে রাখুন – জাহান্নামও বাস্তব।

আজ জুম্মা, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ।
চলুন নিজেকে একটু শুধরাই।

জুম্মার দিনে একটু ফিরে তাকানো
#আল্লাহর_ভরসা #জুম্মা_স্পেশাল #ইসলামিক_পোস্ট

🌧️ ঝিরি ঝিরি বৃষ্টিতে দুপুর বেলার মজার মেনু কী ছিল? 🍛 #ঝিরিঝিরিবৃষ্টি #দুপুরেররান্না #খিচুড়িইলিশ #বৃষ্টিরমেনু #আজকেরলাঞ্...
09/07/2025

🌧️ ঝিরি ঝিরি বৃষ্টিতে দুপুর বেলার মজার মেনু কী ছিল? 🍛

#ঝিরিঝিরিবৃষ্টি
#দুপুরেররান্না
#খিচুড়িইলিশ
#বৃষ্টিরমেনু
#আজকেরলাঞ্চ
#ফেসবুকবাংলা

🌆 টাইটেল:ঝিরি ঝিরি বৃষ্টিতে শুভ সন্ধ্যার ছোঁয়া     #শুভসন্ধ্যা  #বৃষ্টি  #সন্ধ্যারছোঁয়া  #বাংলাকবিতা  #রোমান্টিকবৃষ্টি...
08/07/2025

🌆 টাইটেল:
ঝিরি ঝিরি বৃষ্টিতে শুভ সন্ধ্যার ছোঁয়া


#শুভসন্ধ্যা #বৃষ্টি #সন্ধ্যারছোঁয়া #বাংলাকবিতা #রোমান্টিকবৃষ্টি #ইমনভেজাসন্ধ্যা #কবিতারআলয়ে #শান্তিমুহূর্ত

📅 আজ ১০ই মহররম | পবিত্র আশুরা দিবস🕌 ইসলামের ইতিহাসে এই দিনটি বহু গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী। আজকের দিনে শুধু ...
06/07/2025

📅 আজ ১০ই মহররম | পবিত্র আশুরা দিবস
🕌 ইসলামের ইতিহাসে এই দিনটি বহু গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী। আজকের দিনে শুধু রহমতই নয়, রক্তস্নাত এক ইতিহাসও লেখা হয়েছিল কারবালার প্রান্তরে।

🌟 আজকের দিনে ইসলামের ইতিহাসে যা যা ঘটেছে:

১️⃣ হযরত আদম (আ.)-এর তওবা কবুল

আল্লাহর আদেশ অমান্য করার পর আদম (আ.) ও হাওয়া (আ.) কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করেন। আশুরার দিন আল্লাহ তাদের তওবা কবুল করেন।

২️⃣ হযরত নূহ (আ.)-এর নৌকা তীরে ভিড়ে

বিশ্বজোড়া প্লাবনের পরে নূহ (আ.)-এর নৌকা আশুরার দিন জেহুদি পাহাড়ে ভিড়ে।

3️⃣ হযরত ইব্রাহিম (আ.) আগুন থেকে রক্ষা পান

নিমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর আশুরার দিন আল্লাহ আগুনকে "শীতল ও শান্তি" বানিয়ে দেন। ফলে তিনি নিরাপদে বেঁচে যান।

4️⃣ হযরত মূসা (আ.) সমুদ্র বিভক্ত করে বনী ইসরাইলকে মুক্ত করেন

ফেরাউনের বাহিনী সমুদ্রে ডুবে যায়, আর বনী ইসরাইল রক্ষা পায়।
এই দিনে মূসা (আ.) তাঁর লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত করেন এবং বনী ইসরাইল পার হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী সেই জলে ডুবে মারা যায়।

5️⃣ হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান

তিনি দীর্ঘ সময় মাছের পেটে ছিলেন, অবশেষে তওবা ও দোয়ার কারণে আশুরার দিন মুক্তি পান।
তাঁর দোয়ার ফলে আশুরার দিনই মুক্তি পান।

6️⃣ হযরত আইয়ুব (আ.) দীর্ঘ রোগভোগ শেষে আরোগ্য লাভ করেন।
দীর্ঘ রোগে ভোগার পর, আল্লাহ তাঁর ধৈর্য ও ঈমানের পুরস্কার স্বরূপ তাঁকে আশুরার দিন রোগমুক্ত করেন।

7️⃣ হযরত ঈসা (আ.) আসমানে উঠিয়ে নেওয়া হয়।
অনেক বর্ণনায় বলা হয়েছে, এই আশুরার দিনেই ঈসা (আ.)-কে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়।

8️⃣ হযরত দাঊদ (আ.)-এর তওবা কবুল হয়।

9️⃣ হযরত ইউসুফ (আ.) কারাগার থেকে মুক্তি পান।

---

💔 কারবালার হৃদয়বিদারক ঘটনা

🔟 হিজরি ৬১ সালের ১০ই মহররম

ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও কলঙ্কময় ঘটনা ঘটে কারবালার ময়দানে।

🎇 ইমাম হুসাইন (রাঃ) – হযরত আলী (রাঃ) ও ফাতিমা (রাঃ)-এর পুত্র এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র।
ইসলামের সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি অন্যায়কারী খলিফা ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেন।

🩸 কারবালার প্রান্তরে কী ঘটেছিল?

ইমাম হুসাইন (রাঃ) তাঁর পরিবার ও সাহাবীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন।

কিন্তু ইয়াজিদের সেনারা কারবালায় তাদের পানি বন্ধ করে দেয়।

শিশু, বৃদ্ধ, নারী – সবাইকে পানির একফোঁটাও না দিয়ে তিন দিন উপবাসে রাখা হয়।

১০ই মহররম সকালে শুরু হয় যুদ্ধে একপক্ষ ছিল সত্য, অন্যপক্ষ ছিল অন্যায় ও জুলুমের প্রতীক।

একে একে হুসাইনের পরিবারের সব পুরুষ শহীদ হন।

সর্বশেষ ইমাম হুসাইন (রাঃ) নিজেও যুদ্ধ করেন এবং নির্মমভাবে শাহাদাত বরণ করেন।

🧒 হযরত হুসাইনের ৬ মাসের শিশু আলী আসগর-কেও তির ছুড়ে হত্যা করা হয়।
👳 হযরত আব্বাস (রাঃ) – হুসাইনের ভাই, পানির জন্য বেরিয়ে শহীদ হন।

🔥 কারবালার শিক্ষা:

অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা

সত্য ও ইনসাফের জন্য জীবন উৎসর্গ

ধৈর্য, ত্যাগ ও ইমানের প্রকৃত চিত্র

🕯️ আশুরা আমাদের শেখায়:

তাওবা ও ইবাদতের গুরুত্ব

ধৈর্য ও ত্যাগের মহত্ত্ব

জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো

আল্লাহর উপর তাওয়াক্কুল

#আশুরা #ইমামহুসাইন #কারবালা #ইসলামইতিহাস

আশুরা দিনে যেসব নবীরা শেফায়েত পেয়েছেন ।হযরত ইউনুস (আ.) – মাছের পেট থেকে মুক্তি➤ মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।➤ তা...
05/07/2025

আশুরা দিনে যেসব নবীরা শেফায়েত পেয়েছেন ।

হযরত ইউনুস (আ.) – মাছের পেট থেকে মুক্তি
➤ মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।
➤ তার তওবা কবুল হয়

🔹 আশুরার দিনে হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে রক্ষা পান ও তওবা কবুল হয়

#ইউনুছআলাইহিসসালাম #আশুরারনাজাত #মাছেরপেটথেকেবাঁচা #তওবাকবুল #আশুরা
#পবিএমহরম

আশুরা দিনে হযরত আদম (আ.)➤ তওবা কবুল করা হয়েছিল এই দিনে।➤ জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন।হযরত আদম (আ.) – তওবা কবুল...
05/07/2025

আশুরা দিনে
হযরত আদম (আ.)
➤ তওবা কবুল করা হয়েছিল এই দিনে।
➤ জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন।
হযরত আদম (আ.) – তওবা কবুল

টাইটেল: এই দিনে হযরত আদম (আ.)-এর তওবা কবুল হয়েছে
#হযরতআদম #আশুরারদিন #তওবাকবুল #ইসলামইতিহাস #দয়ামাফ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when For you posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share