21/11/2024
খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, আশপাশের মানুষজন, বন্ধু-বান্ধব, ভালোবাসার মানুষ - প্রত্যেকের ক্ষেত্রে!
"ও তো বোঝেই" , "ও বুঝবে, প্যারা নাই"
বুঝতে বুঝতে যখন টায়ার্ড হয়ে যাবেন, আর বুঝতে চাইবেন না, তখন অবাক হয়ে বলবে, "আশ্চর্য! এমন করতেসো কেন?!", "তুমি তো দেখি চেইঞ্জ হয়ে গেছো!"