16/04/2025
মানুষের ব্যর্থতার পিছনে মূল কারণ সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না।
লক্ষ্য বিহীন অধিকাংশ মানুষ সফলতার মুখ দেখতে পারেনা। গবেষণায় উঠে এসেছে অধিকাংশ মানুষের জীবনে ব্যর্থতার মূল কারণ ছিল তার জীবনে কোন টার্গেট ও লক্ষ্য না থাকা।
পক্ষান্তরে যারা সফল হয়েছে তারা জীবনের লক্ষ্যকে সামনে রেখে শত ব্যর্থতার দায় মাথায় নিয়ে এগিয়ে গিয়েছে। তারা কখনো পিছু হটেনি।
একটি প্রবাদ বাক্য আছে "শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়।
👉 আপনি জীবনে কি করবেন?
👉 আপনার কিভাবে চলা উচিত?
👉 আপনি জীবনকে সামনে নিয়ে কি পরিকল্পনা করতে চান?
সবকিছু এখনই ঠিক করতে হবে আর নয়তো একটা সময় এমন আসবে যখন আপনার নিজের ব্যর্থতার কারণে নিজেই কষ্ট ভোগ করবেন।
জ্ঞানীজনেরা বলে থাকেন "মানুষের পরিকল্পনা তার কাজের অর্ধেক"।
এখন মূল বিষয়ে কথা বলি।
আমাদের মাদ্রাসার ছাত্র ও অধিকাংশ ইমামদের আর্থিক অবস্থা খুবই সূচনীয়। অনেকেই অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। দ্রব্যমূল্যের বাড়তি বাজারে অনেকেই পরিবার নিয়ে ভালোভাবে জীবন যাপন করা কষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর পিছনে মূল কারণ কি? মাদ্রাসার ছাত্র ও ইমামদের অর্থনৈতিক অবস্থা এমন হবে কেন? এগুলো কি কখনো আমরা চিন্তা করে দেখেছি।
বিষয়টা নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাবে অধিকাংশ মাদ্রাসার ছাত্র ও ইমামদের অর্থনৈতিক পরিকল্পনা বলতে কিছু আছে সেটা ভাবাই কঠিন।
আপনি যদি জীবনে অর্থনৈতিক কোন পরিকল্পনাই না করে থাকেন তাহলে আপনার আর্থিক দুরাবস্থা দূর হবে কিভাবে!
আমি বলছি না আপনি মাদ্রাসা ছেড়ে দিয়ে অথবা ইমামতি ছেড়ে দিয়ে অন্য কিছু করেন বরং আমি বলবো আপনি আপনার জায়গা থেকে অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করুন।
এবাদতের ক্ষেত্রে আমরা যাদের অনুসরণ করি সেই সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীদের অর্থনৈতিক অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তারা কখনো মাদ্রাসা কিংবা ইমামতির উপর নির্ভর করে বসে থাকতেন না।
তাদের প্রত্যেকেরই ছিল আলাদা কোন ব্যবসা-বাণিজ্য কিংবা ভিন্ন কর্মসংস্থান।
তাই আমার লেখাটি যারা পড়েছেন তাদের সকলের প্রতি অনুরোধ; আপনি আপনার জীবনের তিনটি ক্ষেত্রে এখনই পরিকল্পনা তৈরি করেন।
১. আর্থিক।
২. ব্যক্তিগত ও পারিবারিক।
৩. স্বাস্থ্যগতভাবে ফিট থাকা।
সর্বশেষ কথা হচ্ছে- সফল ব্যক্তিরা পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে কখনো বিলম্ব করে না।