Uzzal Ahmed Raj

Uzzal Ahmed Raj Please Follow My page.

ছবি কথা বলে 💝
02/01/2025

ছবি কথা বলে 💝

অথচ আজ এখানে হাসু আপা আর কাদের কাকুর থাকার কথা ছিলো! 🙂
03/11/2024

অথচ আজ এখানে হাসু আপা আর কাদের কাকুর থাকার কথা ছিলো! 🙂

শীত কালে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে এমন একটা মানুষ  দেখাও 😍🏸
02/11/2024

শীত কালে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে এমন একটা মানুষ দেখাও 😍🏸

কুয়াশা ভেজা শীতের সকাল
01/11/2024

কুয়াশা ভেজা শীতের সকাল

ছবিটা দেখে ছোটবেলার কথা কি মনে পড়ে 🥹
01/08/2024

ছবিটা দেখে ছোটবেলার কথা কি মনে পড়ে 🥹

গ্রামের সবুজ স্নিগ্ধ প্রকৃতি চক্ষু শীতল করে দেয় 🥰💚
12/07/2024

গ্রামের সবুজ স্নিগ্ধ প্রকৃতি চক্ষু শীতল করে দেয় 🥰💚

আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে,সাত পুরুষের জনম গেছে খড়কুটার এই নীড়ে!একটুখানি উঠোন ছিলো ছোট্ট ক'টা ঘর,পাশেই ছিলো ব...
09/07/2024

আমার একটা বাড়ি ছিল পদ্মা নদীর তীরে,
সাত পুরুষের জনম গেছে খড়কুটার এই নীড়ে!
একটুখানি উঠোন ছিলো ছোট্ট ক'টা ঘর,
পাশেই ছিলো বাবা-মায়ের পুরনো ক'বর।

দক্ষিণে এক পুকুর ছিলো কানায় কানায় জল,
দখিন হাওয়ার ঢেউগুলো তার করতো টলোমল।

হালের দুটো ব'লদ ছিল একটা দুধের গা'ই,
ওরা যেন ছিলো আমার ভগ্নি এবং ভাই।

ঘরের মুখে ছিল দুটো লাল গোলাপের চারা,
সারা বাড়ি থাকতো ফুলের গন্ধে মাতোয়ারা।

লাল পুঁইয়ের এক মাচা ছিলো আঙ্গিনার এক পাশে,
পুঁইয়ের ডগা দুলত সেথায় দক্ষিণা বাতাসে।

তাজমহলের রূপ ছিল মোর সবুজ-শ্যামল নীড়ে,
আসতে যেতে পথের পথিক চাইতো ফিরে ফিরে।

এই বাড়িতে তেমন সুখেই যাচ্ছিল দিন কেটে,
যেমন সুখে শিশুরা সব ঘুমায় মায়ের পেটে।

আমার এ সুখ সইল না ঐ পদ্মা নদীর প্রাণে,
বান ডেকে সে ঢেউ তুলে মোর বক্ষে আ'ঘা'ত হানে।

ঘরবাড়ি সব ভাসিয়ে নিল ভাসালো দুই আঁখি,
অশ্রু ছাড়া কিছুই সে মোর রাখল না আর বাকি!

কাল যেখানে ছিল আমার মাথা গোঁজার ঠাঁই,
আজ সেখানে জলের খেলা আমার কিছুই নাই।

বাপ মা আমার ঘুমিয়ে ছিলো কাল যে মাটির ঘরে,
আজ সেখানে নদীর পানি রঙ্গের খেলা করে।

সাত পুরুষের স্মৃতির মতন নাই কো কিছুই আর,
নদীর জলে ভাসছে তাদের গোর ক'বরের হাড়।

নদীর জলে হাড় পেলে কেউ বক্ষে তুলে নিও,
গোর হারা মোর মায়রে আবার দা'ফন করে দিও।

কাল যেখানে থাকত বাঁধা আমার ব*লদ গা*ভী,
আজ সেখানে বানের জলে ভাসছে হাবিজাবি।

তাদের সাথে যদিও আমার রক্ত বাঁধন নাই,
তবুও ওরা ছিল আমার ভগ্নী এবং ভাই।

আমার সুখে হাসত ওরা কাঁ'দত আমার দু'খে,
নিজের বাছুর উপুস রেখে দুধ দিতে মোর মুখে।

হাসিমুখে আমার সাথে টানত ওরা হাল,
ভাইয়ের মতোই সঙ্গ দিয়ে আসছে চিরকাল।

আমার এ সুখ হয়নি হজম পদ্মা নদীর চোখে
আ'ঘাত করে আমাদের এই ভাই বাঁধনের বুকে।

হঠাৎ দেখি তার আ'ঘা'তে উঠোন গেছে ফেটে,
প্রাণ বাঁচাতে দিলাম ওদের গ*লার দ*ড়ি কে*টে।

নদীর জলে ভাসিয়ে দিয়ে সাত জনমের বাঁধন,
অবাক চেয়ে শুনছি তাদের হাম্বা সুরের কাঁ'দন।

বিদায় কাঁ'দন কা'ন্ধে ওরা আমার দিকে চাহি,
আমিও কাঁ'দি কা'ন্না ছাড়া কিচ্ছু করার নাহি।

জানিনা আজ কোথায় ওরা ম'রল না কি আছে,
কোথায় পাবো তাদের খবর সুধাই বা কার কাছে।

নদির জলে পাও যদি কেউ তিনটি ব*লদ গা*ই,
বুঝে নিয়ো এরাই আমার হা'রানো বোন ভাই।

বিনয় করে বলছি তোমার পা জড়িয়ে ধরে,
একটু তাদের থাকতে দিও তোমার গোয়াল ঘরে।

শিরোনাম:- "নদীর পাড়ের বাড়ি"
লেখায় :- কবি MD Fardos AHMED
বই - "কালের চিত্র"
ছবি:-সংগৃহীত।

তুমি, আমি, বৃষ্টি বিলাস, আর সাথে চা 😊💜
09/07/2024

তুমি, আমি, বৃষ্টি বিলাস, আর সাথে চা 😊💜

শৈশব 💚🏞️
09/07/2024

শৈশব 💚🏞️

চলো তোমাকে নিয়ে একদিন এমন ঝুম বৃষ্টিতে ভিজি 😊💜
08/07/2024

চলো তোমাকে নিয়ে একদিন এমন ঝুম বৃষ্টিতে ভিজি 😊💜

প্রকৃতি লোকেশন :লাপাং, নবীনগর
01/07/2024

প্রকৃতি
লোকেশন :লাপাং, নবীনগর

এখানে ছোট ছোট স্বপ্নগুলো রঙিন রঙে বিক্রি হয়😍 📍 ক্রসবার ৩, সিরাজগঞ্জ।।
16/05/2024

এখানে ছোট ছোট স্বপ্নগুলো রঙিন রঙে বিক্রি হয়😍
📍 ক্রসবার ৩, সিরাজগঞ্জ।।

Address

Jamalpur
Dhaka
JAMALPUR

Telephone

+8801646911655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uzzal Ahmed Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share