12/09/2025
দাঈশিরা নিজেদের বন্দিনী স্ত্রীদের ব্যবসার হাতিয়ার বানাচ্ছে!
আল মিরসাদ নিউজ ডেস্ক
২০১৯ সালে বাগুজের যুদ্ধে দাঈশি খারেজিরা পরাজিত হলে তারা নিজেদের স্ত্রীদের নাস্তিক কুর্দদের দয়ার উপর ছেড়ে আসে। এরপর কুর্দরা “আল-হোল” ও “রোজ” নামক শিবির স্থাপন করে। আজও ঐ শিবিরগুলোতে হাজারো দাঈশি নারী ও তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানরা বন্দী অবস্থায় রয়েছে।
আল-হোল, রোজ ও অন্যান্য শিবির দাঈশিদের কপালে এমন এক কালিমা হয়ে রয়েছে, যা তারা কোনোভাবেই মুছতে পারছে না। বরং উল্টো তারা এই শিবিরগুলোকে অর্থ আহরণের এক কৌশলে পরিণত করেছে। ডজন ডজন হিসাব-খাতা সচল রেখে তারা “বন্দিনী বোনদের” নামে মানুষকে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নিচ্ছে।
আল-হোলের নামে অর্থ সংগ্রহের এই নাটকীয়তা এমন পর্যায়ে কলঙ্কিত হয়ে পড়েছে যে, এখন দাঈশিরা নিজেরাই একে অপরকে উন্মোচিত করছে। তারা স্বীকার করছে যে সংগৃহীত অর্থ কেবল বন্দীদের জন্যই নয়, বরং অন্য দাঈশিরাও...
সম্পূর্ণ নিউজ পড়ুন কমেন্ট বক্সে দেওয়া ওয়েবসাইট লিংক থেকে 📎