Sayem & Silve

Sayem & Silve আমাদের গল্প, যেখানে থাকবে ভ্রমণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
Passionate traveler with a love for culture, food, and breathtaking landscapes.
(2)

Explored 27 countries and counting. Let’s wander together and discover the world’s wonders!

04/11/2025

Where beauty lives in nature

01/11/2025
Today I received this beauty. Isn’t it gorgeous?
08/10/2025

Today I received this beauty.
Isn’t it gorgeous?


16/08/2025

স্বাস্থ্যকর জীবনযাপন

না বলুন…
• চিনি এবং চিনি দিয়ে তৈরি খাবার
• ডীপ ফ্রাই করা খাবার
• ফাস্ট ফুড
• অতিরিক্ত তেলযুক্ত খাবার

সীমিত পরিমাণে…
• ভাত (½ থেকে ১ কাপ)
• রুটি (১টা রুটি)
• আলু (ভাত এবং রুটির সাথে নয়)

হ্যাঁ বলুন…
• শাকসবজি
• পাতলা ডাল
• প্রোটিন (মাছ, ডিম, মুরগি)
• ফল (একসাথে ২ প্রজাতির বেশি নয়)
• পানি
• চিয়া সিডস
• সালাদ
• টক দই
• গ্রিন টি
• ব্ল্যাক কফি
• ব্রাউন চাল
• ব্রাউন ব্রেড
• ব্রাউন চিঁড়া
• লেবু
• সঠিক সময়ে নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার (খুবই গুরুত্বপূর্ণ)

26/07/2025

ভ্রমণ কাহিনি:

এয়ারপোর্টের Lost and Found থেকে লাগেজ সংগ্রহ করে বাসে উঠেছি। বাসভাড়া দিতে হয় একটি ছোট বক্সে—২ ইউয়ান। কিন্তু সেখানে টাকা খুচরো করার কোনো ব্যবস্থা নেই। আমার কাছে খুচরা নেই, আর আশেপাশে কেউ ইংরেজি বোঝে না।

হঠাৎ করে, মোটা ফ্রেমের চশমা পরা ১৮-২০ বছর বয়সী একটি মেয়ে এসে ইংরেজিতে আমাকে জিজ্ঞেস করল, “Can I help you?”
আমি বললাম, “তোমার কাছে কি খুচরা টাকা আছে?”
সে বলল, “আসলে চীনে সবাই QR কোড দিয়ে লেনদেন করে। তাই কেউ সাধারণত ক্যাশ ব্যবহার করে না।”

ভীষণ ব্যস্ত সময়, বাস ভর্তি মানুষ। লক্ষ্য করলাম, যারা বসে আছে সবাই বয়স্ক, আর যারা দাঁড়িয়ে আছে সবাই তরুণ। মেয়েটা একটা বৃদ্ধের কাছে গিয়ে পাঁচ ইউয়ান ভাঙিয়ে আমাকে দিল। তারপর বলল, “চীনে সবাই অনেক হেল্পফুল। সবাই তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে।”
আমি বললাম, “হ্যাঁ, আমি তা অনুধাবন করতে পারছি।”

তারপর মেয়েটি বলল, “Sorry, my spoken English is not good, but I got highest mark in written English. My written English is very good.”
আমি বললাম, “তোমার ইংরেজি তো চমৎকার।”
সে খুব খুশি হয়ে গেল। তারপর জিজ্ঞেস করল, “তুমি একা এসেছো?”
আমি বললাম, “হ্যাঁ, অফিসের কাজে শিয়ামেনে গিয়েছিলাম, সেখান থেকে বেইজিং এসেছি। উইকেন্ডটা এখানেই কাটাবো।”
সে অবাক হয়ে বলল, “তুমি একাই ঘুরবে?”
আমি বললাম, “হ্যাঁ, আমি একা ঘুরতে পছন্দ করি। নিজের মতো করে অনেক কিছু শেখা যায়, এক্সপ্লোর করা যায়। অবশ্য পরিবার নিয়ে ঘুরতেও ভালো লাগে—দুইটাই দুই রকম অভিজ্ঞতা।”
তার চোখে এক ধরনের ঝিলিক দেখা গেল। সে বলল, “আমিও একদিন তোমার মতো একা ঘুরতে বের হবো, এক্সপ্লোর করবো। নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা হবে।”

সে জানাল, “তুমি খুব ভালো সময়ে এসেছো। এখন বেইজিং-এ বসন্তকাল। জানালা দিয়ে দেখো, সব জায়গায় গোলাপ ফুল ফুটে আছে, তাপমাত্রাও সহনীয়।”
সে বলল, “তুমি অবশ্যই এখানকার ডাম্পলিং ট্রাই করো।”

তারপর জানাল, সে বেইজিংয়ের একটি মেডিকেল স্কুলে পড়ে। মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তিন মাস মানসিক ক্লিনিকে ছিল। এখন সে সম্পূর্ণ সুস্থ এবং আজ সেখান থেকে ফিরছে।
তার মা ও আঙ্কেলকে দেখিয়ে বলল, “ওরা আমার সাথে।” আমি হাত নেড়ে তাদের অভিবাদন জানালাম।

আমি তাকে জিজ্ঞেস করলাম, “তোমাকে নিশ্চয়ই অনেক পড়াশোনা করতে হয়, তাই না?”
সে বলল, “হ্যাঁ।”
আমি বললাম, “তোমার কোনো বন্ধু আছে মেডিকেল স্কুলে?”
সে বলল, “না, আমার কোনো বন্ধু নেই।”
আমি শুধু বললাম, “বন্ধু তৈরি করো। জীবন উপভোগ করো। লেখাপড়া অবশ্যই জরুরী কিন্তু তোমার জীবন যেকোনো কিছুর চেয়ে মূল্যবান।”
সে আমার কথা খুব সিরিয়াসলি নিল।
আমি আরও বললাম, “এমন সুন্দর আবহাওয়ায় কোথাও একটু ঘুরে আসতে পারো, ভালো লাগবে।”
ও হ্যা বলে মাথা ঝাকালো।

সে বলল, “তুমি কোন দেশ থেকে এসেছো?”
আমি বললাম, “বাংলাদেশ, ভারতের পাশে ছোট একটা দেশ।”
সে বলল, “আমিও একদিন তোমার দেশে ঘুরতে যাবো।”
আমি হেসে বললাম, “আমার দেশ তোমাদের মতো এত সুন্দর না।”
সে বলল, “Your country is also beautiful. Every country has a reason for its existence, and each has its own unique beauty.”
এটা শুনে আমার চোখ চকচক করে উঠলো এতো ছোট একটা মেয়ের চিন্তাভাবনা কতকানি ম্যাচিউর হলে এতো সুন্দর একটা কথা বলতে পারে এটা চিন্তা করে।

এই ১৮-২০ বছরের এক তরুণীর মুখ থেকে আমি যা শুনলাম ও শিখলাম—তা আমাকে কোনো স্কুল শেখাতে পারেনি।
আর আমিও তাকে শেখালাম—তার জীবন পৃথিবীর যেকোনো কিছুর চেয়ে মূল্যবান।

এই যে কথপকথন এবং লার্নিং, এটাই আমার কাছে ভ্রমণের সৌন্দর্য।

আমরা Avatar 4-এর প্রস্তুতি নিচ্ছিলাম 😜
20/07/2025

আমরা Avatar 4-এর প্রস্তুতি নিচ্ছিলাম 😜

19/07/2025

কাঁঠালের বিচি ভর্তার রেসিপি

ঘুরে এলাম অসম্ভব সুন্দর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট — টেম্পল অফ হেভেন।চীনের ঐতিহাসিক স্থাপত্য যেখানে সম্রাটরা আকাশের...
17/07/2025

ঘুরে এলাম অসম্ভব সুন্দর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট — টেম্পল অফ হেভেন।
চীনের ঐতিহাসিক স্থাপত্য যেখানে সম্রাটরা আকাশের কাছে প্রার্থনা করতেন ফসলের ভাল ফলনের জন্য।

বেইজিংয়ে স্প্রিং সিজন রাস্তাঘাট সবখানে বিভিন্ন কালারের অসংখ্য গোলপ ফুটে আছে। এতো গোলাপ এবং এতো ধরনের গোলাপ এখসাথে আমি কখ...
16/07/2025

বেইজিংয়ে স্প্রিং সিজন রাস্তাঘাট সবখানে বিভিন্ন কালারের অসংখ্য গোলপ ফুটে আছে। এতো গোলাপ এবং এতো ধরনের গোলাপ এখসাথে আমি কখনও দেখিনি। আপনারা দেখে থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। ছবিটি টেম্পল অফ হ্যাভেনের সামনে থেকে তোলা।

Kaiyuan Temple — a Tang Dynasty treasure in Quanzhou, standing for over 1,300 years as a symbol of Buddhist heritage and...
15/07/2025

Kaiyuan Temple — a Tang Dynasty treasure in Quanzhou, standing for over 1,300 years as a symbol of Buddhist heritage and the Maritime Silk Road.

13/07/2025

Experiencing the timeless ritual of Chinese tea preparation at Zhangzhou old town cafe

12/07/2025

পায়া/নেহারি রান্নার রেসিপি

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem & Silve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share