19/10/2025
রিজিক আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।
আল্লাহ যেভাবে চান, যাদের মাধ্যমে চান — সেভাবেই তা পৌঁছে দেন।
রিজিক মানুষের দায়িত্ব নয়, এটা আল্লাহরই ব্যবস্থা।
কিন্তু মানুষ অনেক সময় সেই রিজিককে নিজের অর্জন ভেবে অহংকারে পড়ে যায়।
📖 আল্লাহ বলেন:
“আর আকাশে রয়েছে তোমাদের রিজিক ও যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
— সূরা আদ-যারিয়াত, আয়াত ২২।
আমি আল্লাহর কাছে এটাই চাই -আল্লাহ তুমি ছাড়া যেন আমার মাথা আর কারো সামনে নত না হয়।
তুমি ছাড়া যেন কারোর কাছে কিছু চাইতে না হয়।
আমার রিজিক তুমি এমনভাবে দাও যেন তা তোমার অনুগ্রহ দ্বারা আসে ।
আমি শুধু তোমার দয়ার ওপর নির্ভর করতে চাই,
মানুষের অনুগ্রহে নয়।